চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় সেচযন্ত্র (শ্যালো মেশিন) চুরির সময় হৃদয় কুণ্ডু (২০) ও সবুজ (২০) নামে দুই তরুণকে হাতেনাতে আটক করেছেন গ্রামবাসী। পরে তাঁদের চৌগাছা থানায় সোপর্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে শ্যালো মেশিনের মালিক জালাল উদ্দিন চৌগাছা থানায় মামলা করেছেন।
গত শনিবার সন্ধ্যায় উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হৃদয়ের বাড়ি ঝিকরগাছার অমৃতবাজার-মাগুরা গ্রামে এবং সবুজের বাড়ি একই উপজেলার ডহরমাগুরা গ্রামে। এ সময় তাঁদের কাছ থেকে চুরি করা শ্যালো মেশিন ও চুরির কাজে ব্যবহৃত ইঞ্জিন ভ্যান জব্দ করা হয়।
জালাল উদ্দিন মোবাইল ফোনে বলেন, ‘শনিবার মাগরিবের নামাজের পর গ্রামের এক ব্যক্তি গ্রামের পশ্চিমপাড়া মাঠে ঘাস কাটতে যান। এ সময় তিনি মাঠের পাশের পাকা সড়কে ইঞ্জিনভ্যান রেখে জালালের স্যালো মেশিনের পাশে দুজন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে জালালকে মোবাইলে খবর দেন। তিনি জানান, গত দু-তিন মাসে আমাদেরসহ আশপাশের মাঠের ২৫/৩০টি মেশিন চুরি হয়ে গেছে। এজন্য তাঁদের ঘুরতে দেখে সন্দেহ হয়।’
জালাল বলেন, ‘আমারও ইঞ্জিন ভ্যান আছে। দ্রুত সেটি নিয়ে মাঠে গিয়ে দেখি তাঁরা আমার মেশিনটি খুলি তাঁদের ভ্যানে তুলেছে। আমি মোবাইলে আমার গ্রাম এবং রাস্তার অপর প্রান্তের গ্রামের লোকজনকে সংবাদ দিই। পরে দুই পাশ থেকে লোকজন এসে তাঁদের আটক করে চৌগাছা থানায় সোপর্দ করি।’
এদিকে শনিবার রাতে উপজেলার নারায়নপুর ইউনিয়নের পেটভরা গ্রামের দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা গ্রামের কামাল হোসেনের বাড়ি থেকে দুই জোড়া কানের সোনার দুল, দুই জোড়া সোনার আংটিসহ টাকা চুরি করে। একই রাতে গ্রামের শফিকুলের বাড়ি থেকে নগদ টাকা, কম্বল, রাইসকুকার, প্রেশারকুকারসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।
মোবাইলে কামাল হোসেন বলেন, ‘মার এক আত্মীয় মারা যাওয়ায় বাড়িতে তালা মেরে আমরা সবাই সেখানে চলে যায়। চোরেরা রাতে তালা ভেঙে আমার স্বণালঙ্কারসহ বিভিন্ন দ্রব্য চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। তবে তিনি এ বিষয়ে থানায় কোন অভিযোগ করেননি বলেও জানান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ বলেন, স্যালো মেশিনের মালিকের মামলায় দুই চোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
যশোরের চৌগাছায় সেচযন্ত্র (শ্যালো মেশিন) চুরির সময় হৃদয় কুণ্ডু (২০) ও সবুজ (২০) নামে দুই তরুণকে হাতেনাতে আটক করেছেন গ্রামবাসী। পরে তাঁদের চৌগাছা থানায় সোপর্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে শ্যালো মেশিনের মালিক জালাল উদ্দিন চৌগাছা থানায় মামলা করেছেন।
গত শনিবার সন্ধ্যায় উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হৃদয়ের বাড়ি ঝিকরগাছার অমৃতবাজার-মাগুরা গ্রামে এবং সবুজের বাড়ি একই উপজেলার ডহরমাগুরা গ্রামে। এ সময় তাঁদের কাছ থেকে চুরি করা শ্যালো মেশিন ও চুরির কাজে ব্যবহৃত ইঞ্জিন ভ্যান জব্দ করা হয়।
জালাল উদ্দিন মোবাইল ফোনে বলেন, ‘শনিবার মাগরিবের নামাজের পর গ্রামের এক ব্যক্তি গ্রামের পশ্চিমপাড়া মাঠে ঘাস কাটতে যান। এ সময় তিনি মাঠের পাশের পাকা সড়কে ইঞ্জিনভ্যান রেখে জালালের স্যালো মেশিনের পাশে দুজন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে জালালকে মোবাইলে খবর দেন। তিনি জানান, গত দু-তিন মাসে আমাদেরসহ আশপাশের মাঠের ২৫/৩০টি মেশিন চুরি হয়ে গেছে। এজন্য তাঁদের ঘুরতে দেখে সন্দেহ হয়।’
জালাল বলেন, ‘আমারও ইঞ্জিন ভ্যান আছে। দ্রুত সেটি নিয়ে মাঠে গিয়ে দেখি তাঁরা আমার মেশিনটি খুলি তাঁদের ভ্যানে তুলেছে। আমি মোবাইলে আমার গ্রাম এবং রাস্তার অপর প্রান্তের গ্রামের লোকজনকে সংবাদ দিই। পরে দুই পাশ থেকে লোকজন এসে তাঁদের আটক করে চৌগাছা থানায় সোপর্দ করি।’
এদিকে শনিবার রাতে উপজেলার নারায়নপুর ইউনিয়নের পেটভরা গ্রামের দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা গ্রামের কামাল হোসেনের বাড়ি থেকে দুই জোড়া কানের সোনার দুল, দুই জোড়া সোনার আংটিসহ টাকা চুরি করে। একই রাতে গ্রামের শফিকুলের বাড়ি থেকে নগদ টাকা, কম্বল, রাইসকুকার, প্রেশারকুকারসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।
মোবাইলে কামাল হোসেন বলেন, ‘মার এক আত্মীয় মারা যাওয়ায় বাড়িতে তালা মেরে আমরা সবাই সেখানে চলে যায়। চোরেরা রাতে তালা ভেঙে আমার স্বণালঙ্কারসহ বিভিন্ন দ্রব্য চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। তবে তিনি এ বিষয়ে থানায় কোন অভিযোগ করেননি বলেও জানান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ বলেন, স্যালো মেশিনের মালিকের মামলায় দুই চোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে