রাজশাহী প্রতিনিধি
আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ২০২২-২৩ অর্থবছরের জন্য রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১ হাজার ৭ কোটি ১৯ লাখ ৬৯ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এর আগে সকালে সিটি করপোরেশনের বিশেষ সাধারণ সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সংবাদ সম্মেলনে মেয়র লিটন বলেন, ২০২১-২২ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৮০ কোটি ২২ লাখ ৮৯ হাজার ৫৩৬ টাকা ১৭ পয়সা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়ায় ৭৬৯ কোটি ২ লাখ ৯৪ হাজার ৭৪৪ টাকা ৩৬ পয়সা।
গত অর্থবছরের বাজেট বাস্তবায়নের হার ৭১ শতাংশের বেশি, যা ইতিপূর্বে কখনো হয়নি। এবার আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৭ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৩২৩ টাকা ১০ পয়সা। শহরের উন্নয়ন সামনে রেখে এই বাজেট করা হচ্ছে বলেও জানান মেয়র খায়রুজ্জামান লিটন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘বিগত চার বছর নিরলস পরিশ্রম করে রাজশাহী মহানগরীকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরীরূপে গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে রাসিককে পরিবেশ পদক-২০২১ দিয়ে পুরস্কৃত করেছেন।’
মেয়র বলেন, ‘নগরজুড়ে যে পরিকল্পিত উন্নয়ন কর্মযজ্ঞ চলছে, এর অন্যতম লক্ষ্য হচ্ছে শহরকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন, বাসযোগ্য, আধুনিক, কর্মচঞ্চল ও আলো ঝলমলে মহানগরীতে পরিণত করা। যার অনেকটাই বাস্তবায়ন ইতিমধ্যে আমরা করতে পেরেছি। ভবিষ্যতে রাজশাহী মহানগরীকে শুধু বাংলাদেশের মধ্যে নয়; দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম মডেল মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই। এই লক্ষ্য অর্জনে রাজশাহীবাসী ও সম্মানিত কাউন্সিলরদের সহযোগিতায় ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি।’
নগরীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মেয়র লিটন বলেন, ‘সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের’ আওতায় ২ হাজার ৯৩১ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকার প্রকল্প চলছে শহরে। ইতিমধ্যে ১ হাজার ২১৫ কোটি ২৬ লাখ টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে। ইতিমধ্যে ১ হাজার ৪০ কোটি ৫৮ লাখ টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় চলমান কাজের সামগ্রিক অগ্রগতি ৫৫ শতাংশ। অবশিষ্ট কাজ আগামী অর্থবছরের মধ্যে শেষ হবে বলে আশা করা যায়।
মেয়র বলেন, রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক পুরোপুরি চালু হলে সেখানে ১৪ হাজারের বেশি তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এ ছাড়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বিকেএসপি প্রকল্প বাস্তবায়নের ফলে বিপুলসংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং প্রকল্পের পার্শ্ববর্তী এলাকাগুলোতে নতুন অবকাঠামো নির্মাণের ফলে শহর আরও বিকশিত ও কর্মমুখর হয়ে উঠবে।
সিটি মেয়র আজকের পত্রিকাকে আরও বলেন, রাজশাহীকে বদলে দেওয়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনী ওয়াদা পূরণে প্রায় চার বছর কাজ করছি; যা আজ দৃশ্যমান। রাজশাহীর চেহারা প্রতিনিয়তই বদলে যাচ্ছে। প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন ও চলমান উন্নয়নকাজ শেষ হলে রাজশাহী মহানগরীকে নতুনরূপে দেখতে পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে মঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সদস্য ও ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, প্যানেল মেয়র-২ রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, সচিব মো. মশিউর রহমান, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম প্রমুখ।
আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ২০২২-২৩ অর্থবছরের জন্য রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১ হাজার ৭ কোটি ১৯ লাখ ৬৯ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এর আগে সকালে সিটি করপোরেশনের বিশেষ সাধারণ সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সংবাদ সম্মেলনে মেয়র লিটন বলেন, ২০২১-২২ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৮০ কোটি ২২ লাখ ৮৯ হাজার ৫৩৬ টাকা ১৭ পয়সা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়ায় ৭৬৯ কোটি ২ লাখ ৯৪ হাজার ৭৪৪ টাকা ৩৬ পয়সা।
গত অর্থবছরের বাজেট বাস্তবায়নের হার ৭১ শতাংশের বেশি, যা ইতিপূর্বে কখনো হয়নি। এবার আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৭ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৩২৩ টাকা ১০ পয়সা। শহরের উন্নয়ন সামনে রেখে এই বাজেট করা হচ্ছে বলেও জানান মেয়র খায়রুজ্জামান লিটন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘বিগত চার বছর নিরলস পরিশ্রম করে রাজশাহী মহানগরীকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরীরূপে গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে রাসিককে পরিবেশ পদক-২০২১ দিয়ে পুরস্কৃত করেছেন।’
মেয়র বলেন, ‘নগরজুড়ে যে পরিকল্পিত উন্নয়ন কর্মযজ্ঞ চলছে, এর অন্যতম লক্ষ্য হচ্ছে শহরকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন, বাসযোগ্য, আধুনিক, কর্মচঞ্চল ও আলো ঝলমলে মহানগরীতে পরিণত করা। যার অনেকটাই বাস্তবায়ন ইতিমধ্যে আমরা করতে পেরেছি। ভবিষ্যতে রাজশাহী মহানগরীকে শুধু বাংলাদেশের মধ্যে নয়; দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম মডেল মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই। এই লক্ষ্য অর্জনে রাজশাহীবাসী ও সম্মানিত কাউন্সিলরদের সহযোগিতায় ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি।’
নগরীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মেয়র লিটন বলেন, ‘সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের’ আওতায় ২ হাজার ৯৩১ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকার প্রকল্প চলছে শহরে। ইতিমধ্যে ১ হাজার ২১৫ কোটি ২৬ লাখ টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে। ইতিমধ্যে ১ হাজার ৪০ কোটি ৫৮ লাখ টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় চলমান কাজের সামগ্রিক অগ্রগতি ৫৫ শতাংশ। অবশিষ্ট কাজ আগামী অর্থবছরের মধ্যে শেষ হবে বলে আশা করা যায়।
মেয়র বলেন, রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক পুরোপুরি চালু হলে সেখানে ১৪ হাজারের বেশি তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এ ছাড়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বিকেএসপি প্রকল্প বাস্তবায়নের ফলে বিপুলসংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং প্রকল্পের পার্শ্ববর্তী এলাকাগুলোতে নতুন অবকাঠামো নির্মাণের ফলে শহর আরও বিকশিত ও কর্মমুখর হয়ে উঠবে।
সিটি মেয়র আজকের পত্রিকাকে আরও বলেন, রাজশাহীকে বদলে দেওয়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনী ওয়াদা পূরণে প্রায় চার বছর কাজ করছি; যা আজ দৃশ্যমান। রাজশাহীর চেহারা প্রতিনিয়তই বদলে যাচ্ছে। প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন ও চলমান উন্নয়নকাজ শেষ হলে রাজশাহী মহানগরীকে নতুনরূপে দেখতে পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে মঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সদস্য ও ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, প্যানেল মেয়র-২ রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, সচিব মো. মশিউর রহমান, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে