নাজমুল হাসান সাগর, ঢাকা
জিগাতলা, হাজারীবাগ, দক্ষিণ সুলতানগঞ্জ, মনেশ্বর, স্টাফ কোয়ার্টারসহ বেশ কিছু আবাসিক এলাকা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ১৪ নম্বর ওয়ার্ড। এই অংশে ৫ লাখের বেশি মানুষের বসবাস। ঘনবসতিপূর্ণ এই এলাকায় একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। অপেক্ষাকৃত নিচু বাসাবাড়ির মেঝেতেও ওঠে পানি। স্বাস্থ্য অধিদপ্তর ও ডিএসসিসি এই ওয়ার্ডকে ডেঙ্গুর রেড জোন হিসেবে চিহ্নিত করেছে। সরকারি হিসাবে গত এক সপ্তাহে এই ওয়ার্ডে ১০ জনের বেশি বাসিন্দা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বাস্তবে আক্রান্ত মানুষের সংখ্যা আরও বেশি।
এই ওয়ার্ডের কয়েকটি এলাকা ঘুরে স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় প্রতিটি ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগী আছে। স্থানীয় বাসিন্দারা এর জন্য মূলত জলাবদ্ধতাকেই দায়ী করলেন। তাঁদের দাবি, এই ওয়ার্ডের হাজারীবাগ, ট্যানারি মোড়, স্টাফ কোয়ার্টারসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সমস্যা প্রকট। তাই এসব এলাকায় ডেঙ্গুর প্রকোপও বেশি। হাজারীবাগের বাসিন্দা আইনুদ্দিন আজাদ বলেন, ‘ডেঙ্গু আমাদের এলাকায় ভয়াবহ আকার ধারণ করেছে। এর মূল কারণ হচ্ছে জলাবদ্ধতা। জমে থাকা এসব পানিই তো ডেঙ্গু বিস্তারে বেশি ভূমিকা রাখে। সিটি করপোরেশন থেকে ধোঁয়া (ফগার মেশিন দিয়ে ছিটানো কীটনাশক) দিয়ে গেলেও কোনো কাজ হয় না।’ এই ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান বলেন, ‘আমাদের পক্ষ থেকে মশকনিধনসহ বেশ কিছু কার্যক্রম নিয়মিত পরিচালনা করে যাচ্ছি, তবু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তবে কয়েকটি সরকারি কোয়ার্টার ও তুলনামূলক নিচু এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা আগের মতোই।’
পাশেই কামরাঙ্গীরচরসহ ৯টি আবাসিক এলাকা নিয়ে ৫৬ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডও রেড জোন হিসেবে চিহ্নিত। এই ওয়ার্ড ঘেঁষে আছে বুড়িগঙ্গা আদি চ্যানেল, আছে ছোট-বড় কয়েকটি খাল। রাস্তা ও আবাসিক এলাকায় প্রচুর খানাখন্দ থাকায় এখানেও জলাবদ্ধতা নিত্যসঙ্গী। এ নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন এই ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন। তিনি বলেন, ‘কয়েকটি খাল আর খানাখন্দ থাকায় এলাকাটা বেশ জলাবদ্ধতাপ্রবণ। এ কারণে ডেঙ্গু রোগীও বেশি। সিটি করপোরেশনের পক্ষ থেকে মশকনিধন ও নিয়ন্ত্রণে কোনো ত্রুটি রাখা হচ্ছে না।’
গত মাসে রেড জোন ঘোষণা করা ৫, ২২, ৫৩ ও ৬০ নম্বর ওয়ার্ডেও অল্পতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। জিরানী বা ওয়াসা খালঘেঁষা মায়াকানন, সবুজবাগ, উত্তর মুগদাপাড়া ডেপুটি কলোনি, বাসাবো এলাকা নিয়ে গঠিত ৫ নম্বর ওয়ার্ডও জলাবদ্ধতাসম্পন্ন। দিন দশেক আগেও এই এলাকায় ডেঙ্গুর প্রকোপ ছিল মারাত্মক, এখন কিছুটা কম। তবে জলাবদ্ধতার সমস্যা থাকায় এটা আবার বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করলেন সবুজবাগের বাসিন্দা সুমন শেখ। এ ছাড়া ৫৩ নম্বর ওয়ার্ডে জুরাইন এলাকার বসতবাড়িগুলো সড়কের চেয়ে নিচু হওয়ায় জলাবদ্ধতা ভয়াবহ রূপ নেয়। এর সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) সেচ প্রকল্পের কারণে সৃষ্ট জলাবদ্ধতা। এই ওয়ার্ডের বাসিন্দারাও ডেঙ্গু বিস্তারের পেছনে জলাবদ্ধতাকে দায়ী করছেন। ৬০ নম্বর ওয়ার্ডের মো. সালাউদ্দিন বাবরের দাবি, নতুন ওয়ার্ড হওয়ায় সিটি করপোরেশনের কোনো সুযোগ-সুবিধা নেই; সে কারণেই ডেঙ্গুর বিস্তার বেশি। তিনি বলেন, ‘দনিয়ার অর্ধেক অংশ আর কিছু এলাকা নিয়ে এটি দক্ষিণ সিটির নতুন ওয়ার্ড হওয়ায় সব ধরনের সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। পুরো মৌসুমে মাত্র এক দিন মোটরসাইকেলে করে আমাদের এলাকায় ফগার মেশিনে ধোঁয়া দিতে দেখেছি। এ ছাড়া মশা নিধন বা এ-সংক্রান্ত কোনো কার্যক্রম চোখে পড়েনি।’
ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবিরও স্বীকার করেছেন, রেড জোন চিহ্নিত ওয়ার্ডগুলোর অধিকাংশই খালবেষ্টিত, জলাবদ্ধতাসম্পন্ন ও নিচু এলাকা হওয়ায় ডেঙ্গুর বিস্তার বেশি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এই বিষয়ে অবগত। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে। কয়েক দিন আগেও খালগুলো পরিষ্কার করা হয়েছে। এগুলো তো অবকাঠামোগত কারণে সৃষ্ট সমস্যা। এসব সমস্যা সমাধানে আদি বুড়িগঙ্গা চ্যানেল সংস্কারের মতো মহাপরিকল্পনা আছে আমাদের। তখন একটা স্থায়ী সমাধান হবে বলে আশা করি।’
স্বাস্থ্য অধিদপ্তর ও ডিএসসিসির তালিকা অনুযায়ী এই সিটিতে রেড জোন চিহ্নিত বা ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ওয়ার্ডের সংখ্যা ৩৪। এসব ওয়ার্ডে সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আজ শনিবার ও কাল রোববার বিশেষ অভিযান ও মশকনিধন কার্যক্রম শুরু হচ্ছে। তবে এ ধরনের কার্যক্রম দায়সারা হয়ে থাকে বলে অভিযোগ এলাকাবাসীর। ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অবশ্য দাবি করেন, এমন অভিযোগ সঠিক নয়।
জলাবদ্ধতা ও খাল অবকাঠামোগত সমস্যা হওয়ায় এসব ওয়ার্ডে ডেঙ্গুর বিস্তার ঠেকানোর আশু কোনো উপায় দেখছেন না কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে তাঁর আশঙ্কা। তিনি অবশ্য মনে করেন, প্রচলিত কীটনাশকের মতো এডিসের লার্ভা মারার উপযোগী কোনো কীটনাশক সাধারণ মানুষের নাগালে দিতে পারলে এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে। ড. কবিরুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘নোভারিউলন ও ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস বা বিটিআই কীটনাশক যদি জনগণের হাতের নাগালে আনা যায়, আর সেসব যদি মানুষ ব্যক্তিগত উদ্যোগে জলাবদ্ধ জায়গায় প্রয়োগ করে, তাহলে কিছুটা সমাধান হবে। তবে এটা খুব সহজ বিষয় নয়; কারণ, এই ধরনের কীটনাশক আমদানি বা বাজারজাত করা নিয়ে নানা জটিলতা আছে। সরকার সে সিদ্ধান্ত নেবে কি না, সেটাও একটা বিষয়।’
জিগাতলা, হাজারীবাগ, দক্ষিণ সুলতানগঞ্জ, মনেশ্বর, স্টাফ কোয়ার্টারসহ বেশ কিছু আবাসিক এলাকা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ১৪ নম্বর ওয়ার্ড। এই অংশে ৫ লাখের বেশি মানুষের বসবাস। ঘনবসতিপূর্ণ এই এলাকায় একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। অপেক্ষাকৃত নিচু বাসাবাড়ির মেঝেতেও ওঠে পানি। স্বাস্থ্য অধিদপ্তর ও ডিএসসিসি এই ওয়ার্ডকে ডেঙ্গুর রেড জোন হিসেবে চিহ্নিত করেছে। সরকারি হিসাবে গত এক সপ্তাহে এই ওয়ার্ডে ১০ জনের বেশি বাসিন্দা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বাস্তবে আক্রান্ত মানুষের সংখ্যা আরও বেশি।
এই ওয়ার্ডের কয়েকটি এলাকা ঘুরে স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় প্রতিটি ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগী আছে। স্থানীয় বাসিন্দারা এর জন্য মূলত জলাবদ্ধতাকেই দায়ী করলেন। তাঁদের দাবি, এই ওয়ার্ডের হাজারীবাগ, ট্যানারি মোড়, স্টাফ কোয়ার্টারসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সমস্যা প্রকট। তাই এসব এলাকায় ডেঙ্গুর প্রকোপও বেশি। হাজারীবাগের বাসিন্দা আইনুদ্দিন আজাদ বলেন, ‘ডেঙ্গু আমাদের এলাকায় ভয়াবহ আকার ধারণ করেছে। এর মূল কারণ হচ্ছে জলাবদ্ধতা। জমে থাকা এসব পানিই তো ডেঙ্গু বিস্তারে বেশি ভূমিকা রাখে। সিটি করপোরেশন থেকে ধোঁয়া (ফগার মেশিন দিয়ে ছিটানো কীটনাশক) দিয়ে গেলেও কোনো কাজ হয় না।’ এই ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান বলেন, ‘আমাদের পক্ষ থেকে মশকনিধনসহ বেশ কিছু কার্যক্রম নিয়মিত পরিচালনা করে যাচ্ছি, তবু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তবে কয়েকটি সরকারি কোয়ার্টার ও তুলনামূলক নিচু এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা আগের মতোই।’
পাশেই কামরাঙ্গীরচরসহ ৯টি আবাসিক এলাকা নিয়ে ৫৬ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডও রেড জোন হিসেবে চিহ্নিত। এই ওয়ার্ড ঘেঁষে আছে বুড়িগঙ্গা আদি চ্যানেল, আছে ছোট-বড় কয়েকটি খাল। রাস্তা ও আবাসিক এলাকায় প্রচুর খানাখন্দ থাকায় এখানেও জলাবদ্ধতা নিত্যসঙ্গী। এ নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন এই ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন। তিনি বলেন, ‘কয়েকটি খাল আর খানাখন্দ থাকায় এলাকাটা বেশ জলাবদ্ধতাপ্রবণ। এ কারণে ডেঙ্গু রোগীও বেশি। সিটি করপোরেশনের পক্ষ থেকে মশকনিধন ও নিয়ন্ত্রণে কোনো ত্রুটি রাখা হচ্ছে না।’
গত মাসে রেড জোন ঘোষণা করা ৫, ২২, ৫৩ ও ৬০ নম্বর ওয়ার্ডেও অল্পতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। জিরানী বা ওয়াসা খালঘেঁষা মায়াকানন, সবুজবাগ, উত্তর মুগদাপাড়া ডেপুটি কলোনি, বাসাবো এলাকা নিয়ে গঠিত ৫ নম্বর ওয়ার্ডও জলাবদ্ধতাসম্পন্ন। দিন দশেক আগেও এই এলাকায় ডেঙ্গুর প্রকোপ ছিল মারাত্মক, এখন কিছুটা কম। তবে জলাবদ্ধতার সমস্যা থাকায় এটা আবার বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করলেন সবুজবাগের বাসিন্দা সুমন শেখ। এ ছাড়া ৫৩ নম্বর ওয়ার্ডে জুরাইন এলাকার বসতবাড়িগুলো সড়কের চেয়ে নিচু হওয়ায় জলাবদ্ধতা ভয়াবহ রূপ নেয়। এর সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) সেচ প্রকল্পের কারণে সৃষ্ট জলাবদ্ধতা। এই ওয়ার্ডের বাসিন্দারাও ডেঙ্গু বিস্তারের পেছনে জলাবদ্ধতাকে দায়ী করছেন। ৬০ নম্বর ওয়ার্ডের মো. সালাউদ্দিন বাবরের দাবি, নতুন ওয়ার্ড হওয়ায় সিটি করপোরেশনের কোনো সুযোগ-সুবিধা নেই; সে কারণেই ডেঙ্গুর বিস্তার বেশি। তিনি বলেন, ‘দনিয়ার অর্ধেক অংশ আর কিছু এলাকা নিয়ে এটি দক্ষিণ সিটির নতুন ওয়ার্ড হওয়ায় সব ধরনের সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। পুরো মৌসুমে মাত্র এক দিন মোটরসাইকেলে করে আমাদের এলাকায় ফগার মেশিনে ধোঁয়া দিতে দেখেছি। এ ছাড়া মশা নিধন বা এ-সংক্রান্ত কোনো কার্যক্রম চোখে পড়েনি।’
ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবিরও স্বীকার করেছেন, রেড জোন চিহ্নিত ওয়ার্ডগুলোর অধিকাংশই খালবেষ্টিত, জলাবদ্ধতাসম্পন্ন ও নিচু এলাকা হওয়ায় ডেঙ্গুর বিস্তার বেশি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এই বিষয়ে অবগত। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে। কয়েক দিন আগেও খালগুলো পরিষ্কার করা হয়েছে। এগুলো তো অবকাঠামোগত কারণে সৃষ্ট সমস্যা। এসব সমস্যা সমাধানে আদি বুড়িগঙ্গা চ্যানেল সংস্কারের মতো মহাপরিকল্পনা আছে আমাদের। তখন একটা স্থায়ী সমাধান হবে বলে আশা করি।’
স্বাস্থ্য অধিদপ্তর ও ডিএসসিসির তালিকা অনুযায়ী এই সিটিতে রেড জোন চিহ্নিত বা ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ওয়ার্ডের সংখ্যা ৩৪। এসব ওয়ার্ডে সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আজ শনিবার ও কাল রোববার বিশেষ অভিযান ও মশকনিধন কার্যক্রম শুরু হচ্ছে। তবে এ ধরনের কার্যক্রম দায়সারা হয়ে থাকে বলে অভিযোগ এলাকাবাসীর। ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অবশ্য দাবি করেন, এমন অভিযোগ সঠিক নয়।
জলাবদ্ধতা ও খাল অবকাঠামোগত সমস্যা হওয়ায় এসব ওয়ার্ডে ডেঙ্গুর বিস্তার ঠেকানোর আশু কোনো উপায় দেখছেন না কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে তাঁর আশঙ্কা। তিনি অবশ্য মনে করেন, প্রচলিত কীটনাশকের মতো এডিসের লার্ভা মারার উপযোগী কোনো কীটনাশক সাধারণ মানুষের নাগালে দিতে পারলে এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে। ড. কবিরুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘নোভারিউলন ও ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস বা বিটিআই কীটনাশক যদি জনগণের হাতের নাগালে আনা যায়, আর সেসব যদি মানুষ ব্যক্তিগত উদ্যোগে জলাবদ্ধ জায়গায় প্রয়োগ করে, তাহলে কিছুটা সমাধান হবে। তবে এটা খুব সহজ বিষয় নয়; কারণ, এই ধরনের কীটনাশক আমদানি বা বাজারজাত করা নিয়ে নানা জটিলতা আছে। সরকার সে সিদ্ধান্ত নেবে কি না, সেটাও একটা বিষয়।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে