Ajker Patrika

বিয়ের প্রলোভনে ধর্ষণ দুজনের বিরুদ্ধে মামলা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৫: ১৩
বিয়ের প্রলোভনে ধর্ষণ দুজনের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা কলারোয়ায় বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শেখ আল মামুন নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে। এতে মামুন ও তাঁর বাবা আবুল বাশারকে আসামি করা হয়েছে। ধর্ষণের শিকার ওই নারী গত রোববার এ মামলা করেন।

মামলায় লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার কেরালকাতা ইউনিয়নের আবুল বাশারের ছেলে শেখ আল মামুনের (২৭) সঙ্গে আড়াই বছর পূর্বে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে ওই মেয়ের।

একপর্যায়ে বিয়ের কথা বললে মামুন বিভিন্নভাবে টালবাহানা করতে থাকেন। সর্বশেষ আল মামুন ওই নারীকে অজানা এক স্থানে নিয়ে নীল রঙের কাগজে সাক্ষর করিয়ে বলেন বিবাহ হয়ে গেছে।

তারপর আল মামুন ঢাকায় বাসা নিয়ে স্বামী-স্ত্রী হিসাবে ৯ মাস ধরে বসবাস করতে থাকেন। কিছুদিন ধরে তাঁর চালচলন সন্দেহ হলে তাঁর কাছে বিবাহের কাবিননামা দেখতে চান ওই নারী। তখন মামুন আবারও বিভিন্ন টালবাহানা করতে থাকেন।

এরপর গত ৬ জানুয়ারি আল মামুন ওই নারীর বাপের বাড়ি আসেন। রাতের খাওয়া দাওয়ার পর বিয়ের কাবিননামা দেখাতে বললে তিনি রেগে গিয়ে ওই নারীকে বলেন, ‘কোনো কাবিননামা নেই। তোর সঙ্গে আমার বিয়ে হয়নি। আর কোনো দিন বিয়ে করবও না।’

পরে তাঁর বাবা আবুল বাশারের কাছে গেলে তিনি তাঁর ছেলের কথার সঙ্গে তাল মিলিয়ে বলেন, ‘আমার ছেলের সঙ্গে তোর বিয়ে কখনো হয়নি আর দেবও না।’

ওই নারী আরও অভিযোগ করেন, আল মামুন তাঁর বাবার সহযোগিতায় তাঁকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের নাটক সাজান। এরপর তাঁকে ধর্ষণ করেন।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, ধর্ষণ ও প্রতারণার শিকার ওই নারীর মামলা আমলে নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত