Ajker Patrika

স্বাস্থ্যবিধির বালাই নেই

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২: ০০
স্বাস্থ্যবিধির বালাই নেই

নীলফামারীর সৈয়দপুরে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তবে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনে ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছে উপজেলা শিক্ষা প্রশাসন।

শহরের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী স্বাস্থ্যবিধি মানছেন না। পাঠদান চলাকালে দূরত্ব মানছে না শিক্ষার্থীরা। বিভিন্ন শ্রেণিকক্ষে প্রতি বেঞ্চে গাদাগাদি করে পাঠদানে অংশ নিচ্ছে তারা। শিক্ষার্থী, এমনকি শিক্ষক-কর্মচারীদের মুখেও নেই মাস্ক। নির্দেশনায় থাকলেও হাতের নাগালে নেই হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার কোনো ব্যবস্থা। মাপা হচ্ছে না শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা।

অথচ সরকারি নির্দেশনায় রয়েছে এমনভাবে পাঠদান করতে, যাতে এক শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে অন্য শ্রেণির শিক্ষার্থীদের দেখা বা সাক্ষাৎ না হয়। কিন্তু করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কের মধ্যেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সকালে শিক্ষার্থীদের সমাবেশ করাচ্ছেন। এতে সব শ্রেণির শিক্ষার্থী একসঙ্গে সমবেত হচ্ছে। বিরতিহীন পাঠদানের কথা বলা হলেও দেওয়া হচ্ছে টিফিন। এ সময় শিক্ষার্থীদের মাস্ক ছাড়া জটলা করে আড্ডা দিতে দেখা যায়।

একই অবস্থা অভিভাবকদের মধ্যেও, স্বাস্থ্যবিধি মানার বালাই নেই, যে যাঁর মতো করে চলছেন। শহরের প্রায় প্রতিটি বিদ্যালয়ের সামনেই অভিভাবকদের ভিড়। সেখানে গাদাগাদি করে একে অপরের সঙ্গে গল্প করছেন তাঁরা।

সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাসুদ রানা বলেন, ‘মাস্ক ছাড়া কোনো ছাত্রকেই স্কুলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যেসব শিক্ষার্থী মাস্ক ছাড়া স্কুলে এসেছে, তাঁদের জন্য স্কুল থেকেই মাস্কের ব্যবস্থা করেছি। ভর্তি কার্যক্রম চলছে, তাই শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মাপার কাজ নিয়মিত করা যাচ্ছে না।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন জানান, তাঁরা এখন শিক্ষার্থীদের টিকা নিয়ে ব্যস্ত। স্বাস্থ্যবিধির ব্যতিক্রম হলে সুনির্দিষ্টভাবে জানালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। শিক্ষার্থীরা যাতায়াতের সময় জটলা করে চলা বা স্কুলের বাইরে খাবারের দোকানে গাদাগাদি করা মূলত প্রতিষ্ঠানবহির্ভূত ব্যাপার। তারপরও তাঁরা প্রতিষ্ঠানপ্রধানদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেবেন। আগামী মাসিক সভায় এ নিয়ে তাগাদা দেওয়া হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত