আজকের পত্রিকা ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে একের পর এক ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাজশাহী, ফেনী ও কিশোরগঞ্জে অন্তত ছয়টি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া রাজশাহীর একটি কেন্দ্রের সামনে থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার সকালে এসব ঘটনা ঘটেছে। একই সময়ে বিভিন্ন স্থানে অন্তত ২২টি প্রচারশিবিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খুলনায় নৌকার প্রচারশিবিরের এক পাহারাদারের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সব মিলিয়ে বৃহস্পতিবার রাত ও গতকাল সকাল পর্যন্ত ৩৭ স্থানে সংঘাত হয়েছে। আজকের পত্রিকা ও বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যমতে, প্রতীক বরাদ্দের পর থেকে এ পর্যন্ত ২৫৮ জায়গায় সহিংসতা হয়েছে। তফসিল ঘোষণার পর সহিংসতায় প্রাণ গেছে সাতজনের।
ছয় ভোটকেন্দ্রে আগুন
ফেনী-৩ আসনে সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে গতকাল ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে রাজশাহীর তিন উপজেলার চারটি এবং কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে।
ফেনীর ঘটনায় পুলিশ বলেছে, গতকাল ভোরে সোনাগাজীর চর সাহাভিকারী উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভেতর শিক্ষকদের কক্ষে আগুন দেওয়া হয়। এতে অফিস কক্ষের ২টি কম্পিউটার, ৭টি আলমারি, ২০টি চেয়ার, ২টি টেবিল, ২টি দরজা ও বই পুড়ে যায়।
এএসপি (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) তসলিম হুসাইন বলেন, ঘটনাস্থলে গিয়ে একটি প্লাস্টিকের বোতলে পেট্রল পেয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য অফিস সহকারী আজাদকে আটক করা হয়েছে।
রাজশাহীতে আগুন দেওয়া কেন্দ্রগুলো হলো—রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলার মতিহার উচ্চবিদ্যালয়, রাজশাহী-৪ আসনের বাগমারা উপজেলার আক্কেলপুর উচ্চবিদ্যালয় এবং রাজশাহী-৬ আসনের বাঘা উপজেলার ঝিনা প্রাথমিক বিদ্যালয় ও জোতনশী প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে বাগমারার ভোটকেন্দ্রটি থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বাঘার ঝিনা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আগুন অফিসকক্ষে শর্টসার্কিট থেকে হতে পারে বলে ধারণা পুলিশের। এই জেলার অন্য তিন ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানায় পুলিশ।
মোহনপুরের মতিহার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা স্কুলের একটি শ্রেণিকক্ষে আগুন দেয়। এতে কয়েকটি বেঞ্চ ও চেয়ার-টেবিল পুড়ে গেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, বাগমারার আক্কেলপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের আগুন স্থানীয়রা নিয়ন্ত্রণে আনেন। এই ভোটকেন্দ্রের সামনে দুটি অবিস্ফোরিত তাজা ককটেল পাওয়া গেছে।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, জোতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পরিত্যক্ত ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এটি মূল ভোটকেন্দ্রের বাইরের অংশ।
কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বৃহস্পতিবার রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। দুটি দরজার নিচের অংশ পুড়েছে। ভেতরে কোনো কিছু পোড়েনি।
২২ প্রচারশিবিরে আগুন
ফরিদপুর-৩ আসনে নৌকার প্রার্থী শামীম হকের ১৪টি প্রচারশিবির পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামী লীগ বলেছে, বৃহস্পতিবার ১৪টি ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের এ কে আজাদ বলেছেন, ভীতি ছড়াতে নৌকার সমর্থকেরাই অগ্নিসংযোগ করছেন।
নওগাঁ-৫ আসনে নৌকার পাঁচটি প্রচারশিবিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সকালে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ উঠেছে, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছেকার আহমেদ শিষানের সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন।
বরগুনা-১ আসনে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া ও বুর্জিরহাট এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে নৌকার দুটি প্রচারশিবিরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া নাটোর-৪ আসনে বৃহস্পতিবার রাতে বড়াইগ্রামের বনপাড়া পৌর এলাকার হারোয়া কালীবাড়ি এলাকায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের প্রচারশিবিরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।
পাহারাদারের গায়ে আগুন
খুলনা-৩ আসনে নৌকার প্রার্থী এস এম কামাল হোসেনের একটি প্রচারশিবিরের পাহারাদার হাসান ফারাজীর (৪০) গায়ে কেরোসিন দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে নগরীর যোগীপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রচারশিবিরের পাশে ঘটনাটি ঘটে। আহত হাসান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হক বলেন, ‘নাশকতাকারী চারজনের নাম পেয়েছি। জড়িতদের ধরতে অভিযান চলছে।’
প্রচারশিবিরে ভাঙচুর, মারধর
গাজীপুর-৫ আসনে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের কাকালিয়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকার প্রচারশিবিরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আখতারউজ্জামানের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় একজনকে মারধর করা হয়। এ ঘটনায় হামলার শিকার উপজেলার নাগরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন মামলা করেছেন।
রাজশাহী-১ আসনে বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর জনসভার পাশ থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। যশোর-১ আসনে শার্শায় নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মারধর ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ট্রাক প্রতীকের প্রার্থী আশরাফুল আলম লিটন।
নাটোর-৪ আসনের বড়াইগ্রামে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নৌকার দুই সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে।
রাজবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা
রাজবাড়ী-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সকালের এ ঘটনায় বিকেলে আবুল খায়ের নামের এক যুবককে আটক করেছে পুলিশ। নুরে আলম সিদ্দিকী হক বলেন, সকালে মৃগী ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে রাজবাড়ী শহরে যাওয়ার পথে বালিয়াকান্দির সোনাপুর বাজার এলাকায় একটি ট্রাক তাঁর গাড়ির গতি রোধ করে। এ সময় কয়েকজন তাঁর গাড়ির দরজা খোলার চেষ্টা করে। দরজা খুলতে না পারায় গাড়ির ওপরে হকিস্টিক দিয়ে আঘাত করে তারা। এতে গাড়ির সামনের অংশের গ্লাস ভেঙে যায়, দরজার একপাশ ক্ষতিগ্রস্ত হয়।
নরসিংদী-২ আসনের পলাশে নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভয়ভীতি, হুমকি, পোস্টার পোড়ানো ও ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী এ এন এম রফিকুল ইসলাম সেলিম। তবে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন নৌকার প্রার্থী আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
বরিশাল-৫ আসনে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলালবাটনা গ্রামে গতকাল রাতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের বাড়ি ও প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। নৌকার সমর্থক জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলামের দাবি, পুরো ঘটনাটি রিপনের সাজানো নাটক।
এদিকে জামালপুর-২ আসনে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মিতালী বাজারে গতকাল সন্ধ্যায় নৌকার সমর্থকদের হামলায় কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর চার সমর্থক আহত হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে একের পর এক ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাজশাহী, ফেনী ও কিশোরগঞ্জে অন্তত ছয়টি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া রাজশাহীর একটি কেন্দ্রের সামনে থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার সকালে এসব ঘটনা ঘটেছে। একই সময়ে বিভিন্ন স্থানে অন্তত ২২টি প্রচারশিবিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খুলনায় নৌকার প্রচারশিবিরের এক পাহারাদারের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সব মিলিয়ে বৃহস্পতিবার রাত ও গতকাল সকাল পর্যন্ত ৩৭ স্থানে সংঘাত হয়েছে। আজকের পত্রিকা ও বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যমতে, প্রতীক বরাদ্দের পর থেকে এ পর্যন্ত ২৫৮ জায়গায় সহিংসতা হয়েছে। তফসিল ঘোষণার পর সহিংসতায় প্রাণ গেছে সাতজনের।
ছয় ভোটকেন্দ্রে আগুন
ফেনী-৩ আসনে সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে গতকাল ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে রাজশাহীর তিন উপজেলার চারটি এবং কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে।
ফেনীর ঘটনায় পুলিশ বলেছে, গতকাল ভোরে সোনাগাজীর চর সাহাভিকারী উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভেতর শিক্ষকদের কক্ষে আগুন দেওয়া হয়। এতে অফিস কক্ষের ২টি কম্পিউটার, ৭টি আলমারি, ২০টি চেয়ার, ২টি টেবিল, ২টি দরজা ও বই পুড়ে যায়।
এএসপি (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) তসলিম হুসাইন বলেন, ঘটনাস্থলে গিয়ে একটি প্লাস্টিকের বোতলে পেট্রল পেয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য অফিস সহকারী আজাদকে আটক করা হয়েছে।
রাজশাহীতে আগুন দেওয়া কেন্দ্রগুলো হলো—রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলার মতিহার উচ্চবিদ্যালয়, রাজশাহী-৪ আসনের বাগমারা উপজেলার আক্কেলপুর উচ্চবিদ্যালয় এবং রাজশাহী-৬ আসনের বাঘা উপজেলার ঝিনা প্রাথমিক বিদ্যালয় ও জোতনশী প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে বাগমারার ভোটকেন্দ্রটি থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বাঘার ঝিনা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আগুন অফিসকক্ষে শর্টসার্কিট থেকে হতে পারে বলে ধারণা পুলিশের। এই জেলার অন্য তিন ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানায় পুলিশ।
মোহনপুরের মতিহার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা স্কুলের একটি শ্রেণিকক্ষে আগুন দেয়। এতে কয়েকটি বেঞ্চ ও চেয়ার-টেবিল পুড়ে গেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, বাগমারার আক্কেলপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের আগুন স্থানীয়রা নিয়ন্ত্রণে আনেন। এই ভোটকেন্দ্রের সামনে দুটি অবিস্ফোরিত তাজা ককটেল পাওয়া গেছে।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, জোতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পরিত্যক্ত ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এটি মূল ভোটকেন্দ্রের বাইরের অংশ।
কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বৃহস্পতিবার রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। দুটি দরজার নিচের অংশ পুড়েছে। ভেতরে কোনো কিছু পোড়েনি।
২২ প্রচারশিবিরে আগুন
ফরিদপুর-৩ আসনে নৌকার প্রার্থী শামীম হকের ১৪টি প্রচারশিবির পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামী লীগ বলেছে, বৃহস্পতিবার ১৪টি ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের এ কে আজাদ বলেছেন, ভীতি ছড়াতে নৌকার সমর্থকেরাই অগ্নিসংযোগ করছেন।
নওগাঁ-৫ আসনে নৌকার পাঁচটি প্রচারশিবিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সকালে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ উঠেছে, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছেকার আহমেদ শিষানের সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন।
বরগুনা-১ আসনে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া ও বুর্জিরহাট এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে নৌকার দুটি প্রচারশিবিরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া নাটোর-৪ আসনে বৃহস্পতিবার রাতে বড়াইগ্রামের বনপাড়া পৌর এলাকার হারোয়া কালীবাড়ি এলাকায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের প্রচারশিবিরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।
পাহারাদারের গায়ে আগুন
খুলনা-৩ আসনে নৌকার প্রার্থী এস এম কামাল হোসেনের একটি প্রচারশিবিরের পাহারাদার হাসান ফারাজীর (৪০) গায়ে কেরোসিন দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে নগরীর যোগীপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রচারশিবিরের পাশে ঘটনাটি ঘটে। আহত হাসান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হক বলেন, ‘নাশকতাকারী চারজনের নাম পেয়েছি। জড়িতদের ধরতে অভিযান চলছে।’
প্রচারশিবিরে ভাঙচুর, মারধর
গাজীপুর-৫ আসনে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের কাকালিয়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকার প্রচারশিবিরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আখতারউজ্জামানের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় একজনকে মারধর করা হয়। এ ঘটনায় হামলার শিকার উপজেলার নাগরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন মামলা করেছেন।
রাজশাহী-১ আসনে বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর জনসভার পাশ থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। যশোর-১ আসনে শার্শায় নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মারধর ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ট্রাক প্রতীকের প্রার্থী আশরাফুল আলম লিটন।
নাটোর-৪ আসনের বড়াইগ্রামে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নৌকার দুই সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে।
রাজবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা
রাজবাড়ী-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সকালের এ ঘটনায় বিকেলে আবুল খায়ের নামের এক যুবককে আটক করেছে পুলিশ। নুরে আলম সিদ্দিকী হক বলেন, সকালে মৃগী ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে রাজবাড়ী শহরে যাওয়ার পথে বালিয়াকান্দির সোনাপুর বাজার এলাকায় একটি ট্রাক তাঁর গাড়ির গতি রোধ করে। এ সময় কয়েকজন তাঁর গাড়ির দরজা খোলার চেষ্টা করে। দরজা খুলতে না পারায় গাড়ির ওপরে হকিস্টিক দিয়ে আঘাত করে তারা। এতে গাড়ির সামনের অংশের গ্লাস ভেঙে যায়, দরজার একপাশ ক্ষতিগ্রস্ত হয়।
নরসিংদী-২ আসনের পলাশে নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভয়ভীতি, হুমকি, পোস্টার পোড়ানো ও ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী এ এন এম রফিকুল ইসলাম সেলিম। তবে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন নৌকার প্রার্থী আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
বরিশাল-৫ আসনে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলালবাটনা গ্রামে গতকাল রাতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের বাড়ি ও প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। নৌকার সমর্থক জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলামের দাবি, পুরো ঘটনাটি রিপনের সাজানো নাটক।
এদিকে জামালপুর-২ আসনে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মিতালী বাজারে গতকাল সন্ধ্যায় নৌকার সমর্থকদের হামলায় কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর চার সমর্থক আহত হয়েছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে