ইটের সলিং উঠে তিন কিমি বেহাল সড়ক

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২২, ০৭: ৪৬
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৮: ৫৩

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর বাজার থেকে ফৈনপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কার না হওয়ায় ইটের সলিং উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় গর্তের। দুর্ভোগ নিয়ে চলাচল করে মানুষ ও যানবাহন।

গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর অধিকাংশ স্থানে ইটের কোনো অস্তিত্ব নেই। মাঝেমধ্যে কিছু অংশে থাকলেও বেশির ভাগ স্থানেই ইট নেই। এতে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষকে। তাই রাস্তাটি সংস্কারের দাবি এলাকাবাসীর।

একাধিক বাসিন্দা জানান, রাস্তার অবস্থা খুব খারাপ, তাঁরা কষ্টে আছেন। রিকশা কিংবা ব্যাটারিচালিত অটোরিকশা ছাড়া আর কোনো যানবাহন এই পথে চলাচল করে না। রাস্তার যে অবস্থা, তাতে রিকশায় উঠলে কী পরিমাণ যে ঝাঁকি সইতে হয়, তা বলার নয়। রাস্তাটি নির্মাণে ব্যবহৃত ইট উঠে গিয়ে ধুলা ওড়ে। বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি সংস্কারের দাবি জানান তাঁরা।

ফৈনপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, ‘এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়। রিকশায় যাওয়াই যায় না, বিভিন্ন অংশের ইট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। রিকশায় গেলে ঝাঁকুনি খেতে হয়। তাই বেশির ভাগ সময়ই হেঁটে যাওয়া-আসা করি। আমরা এই রাস্তাটি পাকা করার দাবি জানাচ্ছি। তা না হলে আমাদের দুর্ভোগ নিয়েই চলাচল করতে হবে।’

গৃহিণী মরিয়ম আক্তার বলেন, ফৈনপুর থেকে রিকশায় শেখরনগর আসতে খুব কষ্ট হয়। রিকশার ঝাঁকুনিতে কোমরে ব্যথা হয়। তারপরও যাওয়া-আসা করতে হয়। রাস্তাটি অনেক বছর ধরে খানাখন্দে ভরে গেছে, কারও নজরে পড়ে না।

অটোরিকশার চালক মো. মনির শেখ বলেন, ‘এই রাস্তার বিভিন্ন অংশে ইট উঠে গর্তের সৃষ্টি হয়েছে, অনেক ঝাঁকুনি হয়। যাত্রীরা যেতে চায় না, অনেক কষ্ট হয়।’

শেখরনগর ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. হেলাল খান বলেন, শেখরনগর-ফৈনপুর রাস্তাটি প্রায় ১৫ বছর আগে ইটের সলিং হয়েছিল, এখন রাস্তাটি বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে খানাখন্দে ভরে গেছে। রাস্তাটি পাকা করা জরুরি। তা না হলে আসছে বৃষ্টির দিনে এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়ে যাবে।

শেখরনগর ইউপির চেয়ারম্যান দেবব্রত সরকার (টুটুল) বলেন, রাস্তাটি মেরামতের জন্য আমরা ১ লাখ ৩০ হাজার টাকার মতো বরাদ্দ দিয়েছি। এ ছাড়া সাংসদের মাধ্যমে মন্ত্রণালয়ে আমরা আবেদন করেছি, সেটা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত