Ajker Patrika

ইছামতীতে নৌকাবাইচ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৬: ৫৯
ইছামতীতে নৌকাবাইচ

মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলায় ইছামতী নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দেওতলা নবারুণ সংঘের উদ্যোগে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে শিশু, নারী ও পুরুষসহ হাজারো মানুষ উপস্থিত হয়।

নৌকাবাইচে আগত দর্শনার্থীরা ঢোল, তবলা নিয়ে নেচে-গেয়ে এক বর্ণিল পরিবেশ সৃষ্টি করে এলাকাজুড়ে। এ ছাড়াও দর্শকদের আনন্দ দিতে বিভিন্ন নৌকা বর্ণিল সাজে সাজানো হয়।

নৌকাবাইচের সময় মাঝিরা জয়ধ্বনিসহকারে নৌকা ছেড়ে দিয়েই একই সঙ্গে গান গাইতে আরম্ভ করেন। গানের তালে তালে তাঁরা বৈঠা টানেন। অন্যকে পেছনে ফেলে নিজেদের নৌকাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা চালান সবাই। এ সময় দেহ ও মনের উত্তেজনা বশেই গানের মধ্যে ‘হৈ অরে হৈয়া’ এই ধরনের ধ্বনি দেন।

নৌকাবাইচে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। নৌকাবাইচে নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ থেকে প্রতিযোগীরা অংশ নেন। বিকেল ৫টায় শুরু হয়ে নৌকাবাইচ সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওতলা নবারুণ সংঘের সভাপতি মো. মাসুদ মোল্লা। বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু প্রমুখ।

নৌকাবাইচ প্রতিযোগিতায় খান বাড়ি নৌকা প্রথম হয়ে মোটরসাইকেল, আবদুল খালেকের নৌকা দ্বিতীয় হয়ে ফ্রিজ জিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত