Ajker Patrika

সাতক্ষীরায় রাস্তায় আশ্রয়ণের ঘর নির্মাণ কাজের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২: ৪০
সাতক্ষীরায় রাস্তায় আশ্রয়ণের ঘর নির্মাণ কাজের অভিযোগ

সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের মাহমুদপুর এলাকায় সরকারি নীতিমালা অনুসরণ না করে রাস্তায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজের অভিযোগ উঠেছে। এমন অভিযোগে গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি দলীয় নেতা ও স্থানীয়দের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

এ সময় সংসদ সদস্য রবি বলেন, ‘এটি অল্প জায়গা। আশ্রয়ণ প্রকল্পের ঘর হওয়ার অনুপযোগী। এখানে ২ শতক জায়গাও নেই। এই অল্প জায়গায় ঘর হতে পারে না। তা ছাড়া রাস্তার ওপর এই ঘর নির্মাণ করা হচ্ছে।’

সংসদ সদস্য রবি আরও বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের নকশা অনুযায়ী অন্যত্র খাস জমিতে ঘর নির্মাণ করা হবে। মানুষের চলাচলের পথ বন্ধ করে ও মানুষের ক্ষতি সাধন করে কোনোভাবে গৃহহীনদের আবাসন নির্মাণ করা হবে না।’

প্রসঙ্গত, আলিপুর মৌজার ১০৬৯৮ দাগে আওয়ামী লীগের নেতা আমজাদ হোসেনের বসতবাড়ির সামনের জায়গায় ম্যাপ অনুযায়ী দেড় কাঠা খাস জমি রয়েছে। ওই জমিতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য উপজেলা প্রশাসনকে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে। ঘর নির্মাণের নকশায় উল্লেখ আছে, ঘরের সামনে ও পেছনে ১০ ফুট করে জায়গা রাখতে হবে। সে জায়গাও নেই। তা ছাড়া সেখানে ঘর হলে প্রায় ২ হাজার মানুষের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাবে এবং সেখানে নকশা অনুযায়ী একটি ঘরও নির্মাণ সম্ভব নয় বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত