রাষ্ট্রীয় পদক দেওয়া নিয়ে নৃত্যশিল্পীদের ক্ষোভ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০৮: ৪৩

শিল্পকলায় বিশেষ অবদান রাখায় শিল্পকলার প্রায় প্রতিটি শাখায়ই গুণী শিল্পীদের একুশে ও স্বাধীনতা পদক দিয়ে সম্মানিত করা হয়। তাঁদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু নৃত্যকলার বেলাতেই এর ব্যত্যয় ঘটে। নৃত্যকলায় পদক প্রদানে ধারাবাহিকতা রক্ষা হচ্ছে না। এমনটাই অভিযোগ করলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সদস্যরা।

গতকাল ১২ মার্চ জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। সেখানেই এমন অভিযোগ আনেন শিল্পীরা। সংস্থার সভাপতি মীনু হক বলেন, ষোলোকলার শ্রেষ্ঠকলা হিসেবে আখ্যায়িত নৃত্যকলা। বাংলাদেশের শিল্পীরা যে যাঁর আঙিনায় থেকে নিষ্ঠার সঙ্গে প্রাচীনতম শিল্পটির চর্চায় নিবেদিতপ্রাণ। তাঁরা নৃত্যের মাধ্যমে দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যকে তুলে ধরছেন। কিন্তু প্রতিবছর শিল্পকলার সব শাখায় বিশিষ্ট গুণী শিল্পীদের একুশে এবং স্বাধীনতা পদকে ভূষিত করে সম্মানিত করা হলেও নৃত্যকলার বেলায় পদক প্রদানে ধারাবাহিকতা রক্ষা হচ্ছে না।’

রাষ্ট্রীয় পদক প্রদানের ক্ষেত্রে নৃত্যশিল্পীদের গুরুত্বসহকারে বিবেচনার আবেদন জানিয়ে মীনু হক বলেন, ‘চার বছরের বিরতি দিয়েও নৃত্যশিল্পীদের একুশে পদক প্রদানের নজির আছে। স্বাধীনতা পদক দেওয়া হয়েছে মাত্র দুইবার। সংস্কৃতিবান্ধব বর্তমান সরকারের কাছ থেকে নৃত্যশিল্প এবং নৃত্যশিল্পীরা প্রতিনিয়ত যে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পাচ্ছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। কিন্তু ধারাবাহিকভাবে রাষ্ট্রীয় পদকপ্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার কারণে নৃত্যশিল্পী, নৃত্যজন, নৃত্যপ্রেমীরা মর্মাহত। তাই রাষ্ট্রীয় পদক প্রদানের ক্ষেত্রে যেন নৃত্যশিল্পকে গুরুত্বসহকারে সহৃদয় বিবেচনার মধ্যে রাখা হয়।’

এ প্রসঙ্গে নৃত্য সংস্থার গবেষণা সম্পাদক নীগার চৌধুরী বলেন, ‘আমরা যদি অনুপ্রাণিত না হই, সম্মানিত না হই, তাহলে হতাশ হয়ে যাব। একজন শিল্পীর কাছে পুরস্কারটা মুখ্য না, স্বীকৃতি ও সম্মানটাই মুখ্য।’

এ ছাড়া বাংলাদেশের জাতীয় সংগীত অবমাননা করে এর সঙ্গে নৃত্য পরিবেশন করায় কলকাতার নাগরিক রাভিন বন্দ্যোপাধ্যায়ের শাস্তির দাবি করেন সংস্থার নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কোষাধ্যক্ষ ফারহানা চৌধুরী বেবী, নৃত্যশিল্পী সোহেল রহমান, নীপা খন্দকার, আমানুল হক প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত