Ajker Patrika

স্বর্ণালংকার চুরি করে প্রেমিকাকে উপহার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৬: ২০
স্বর্ণালংকার চুরি করে প্রেমিকাকে উপহার

লক্ষ্মীপুরের রামগতিতে ১৫-২০ ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও কারিগর পলাশ হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কিছু স্বর্ণালংকার কারিগর তাঁর প্রেমিকাকে উপহার দিয়েছেন বলে পুলিশ জানায়।

জানা যায়, উপজেলার রামগতি বাজারে মীর রোডে কানন স্বর্ণ শিল্পালয়ে গত বুধবার বিকেলে এ চুরির ঘটনা ঘটেছিল। এ সময় ১৫-২০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। পরে তাঁর বিরুদ্ধে একটি চুরির মামলা করা হয়।

কানন স্বর্ণ শিল্পালয়ের মালিক দুর্লভ সাহা বলেন, ‘আমার দোকানে সাজানো প্রায় ১৫-২০ ভরি স্বর্ণালংকার তালা ভেঙে লুট করে কারিগর পলাশ নিখোঁজ হয়ে যায়। তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। অবশেষে রামগতি থানা-পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে চুরি হওয়া স্বর্ণালংকার জব্দ করা হয়ে। এ জন্য আমি পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞ।’

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুবার অভিযান চালিয়ে তাঁকে মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ ভরি ৬ আনা স্বর্ণালংকার ও ৪ ভরি ১৩ আনার রুপাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ভুক্তভোগীর তথ্যমতে চুরি হওয়া অধিকাংশ স্বর্ণালংকার জব্দ তালিকায় রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত