শামিমুজ্জামান, খুলনা
ডলারের মূল্যবৃদ্ধিতে চালের দাম বেড়েছে। এতে লোকসানের শঙ্কায় খুলনার ব্যবসায়ীরা ভারত থেকে চাল আমদানিতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে গত ১০ দিনের ব্যবধানে খুলনার খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে ১ থেকে ৩ টাকা।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাজারমূল্য স্থিতিশীল রাখতে খুলনা ও সাতক্ষীরার ২৫ আমদানিকারককে ৭০ হাজার মেট্রিক টন সেদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়। পশ্চিমবঙ্গের কালনা ও বর্ধমান থেকে প্রতিবছর এসব চাল আমদানি করা হয়। চাল আমদানিতে শুল্ক দিতে হয় ২৫ শতাংশ। তবে ডলারের দাম বাড়ায় বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। এতে খুলনার অনেকেই চাল আমদানি করতে আগ্রহী হচ্ছেন না।
রাজলক্ষ্মী এন্টারপ্রাইজের পরিচালক গোপাল সাহা জানান, ১ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছে তাঁর প্রতিষ্ঠান। কিন্তু আমদানিতে তাঁর আগ্রহ কম। কারণ হিসেবে তিনি ডলারের মূল্যবৃদ্ধির কথা জানান। তা ছাড়া ভারতে চালের দাম প্রতি কেজিতে ১০ টাকা বেড়েছে। প্রতি কেজি চালের ট্যাক্স দিতে হয়। খুলনার বাজার পর্যন্ত ভালো মানের চিকন মিনিকেট চাল আনতে ৬৫ টাকার ওপরে খরচ পড়বে। স্থানীয় বাজারে এর থেকে আরও বেশি দরে বিক্রি হবে, যা স্থানীয় বাজারের তুলনায় অনেক বেশি।
গোপাল সাহা আরও জানান, গতবার অনুমতি পাওয়া প্রতি মেট্রিক টনের মূল্য ছিল মোটা চাল ৩৬০ ডলার ও চিকন ৪২৫ ডলার। এবার তা বেড়ে ৪৯০ ডলারে পৌঁছেছে। তাই লোকসানের ঝুঁকি নিয়ে তাঁর প্রতিষ্ঠান চাল আমদানি করবে না।
কাজী সোবহান ট্রেডিং করপোরেশনের মালিক সুজন কাজী বলেন, দেশে চালের কোনো সংকট নেই, কিন্তু ব্যবসায়ীরা সুযোগের অপেক্ষায় রয়েছেন। সরকার চাল আমদানির ঘোষণা না দিলে চালের বাজার আরও বেড়ে যেত। তা ছাড়া ভারতে চালের দাম বেড়েছে। গেল বছর ডলারের দাম ছিল ৮৬ দশমিক ৭৫ টাকা, বর্তমানে তা প্রায় ৯৫ টাকা। ডলারের অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। ডলারের দাম ও চালের মূল্য না কমলে তিনি চাল আমদানি করবেন না বলে জানিয়েছেন।
সুজন কাজী আরও বলেন, ভারত থেকে এলসির চাল আনতে ২০ দিনের বেশি সময় লাগে। কারণ হিসেবে তিনি জানান, পশ্চিমবঙ্গের বর্ধমান ও কালনা থেকে পেট্রাপোল হয়ে ট্রাকে করে বাংলাদেশে আসতে ১২ ঘণ্টার অধিক সময় লাগে। এ ছাড়া চাল ট্রাক থেকে আনলোড করতে আরও সময় লাগে। তখন খরচও বেড়ে যায়। তাই ট্যাক্স, পরিবহন খরচসহ চাল আনতে তাঁর লোকসান হবে। এই ভেবে তিনিও চাল আমদানি করবেন না বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।
অন্যদিকে গত ১০ দিনের ব্যবধানে খুলনায় মোটা, মাঝারি, চিকন, চালের দাম বেড়েছে কেজিতে ১ থেকে ৩ টাকা বেড়েছে। বর্তমানে মোটা ৪৬ থেকে ৫২, মাঝারি ৫৫ থেকে ৫৮ টাকা, চিকন ৬৫ থেকে ৭৬ টাকায় বিক্রি হচ্ছে। মূল্যবৃদ্ধি সম্পর্কে খুলনার শেখ পাড়া বাজারের মো. আবদুল আজিজ বলেন, পরিবহন খরচের কারণে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে।
এদিকে খুলনা জেলা বাজার কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি বলেন, গত ১০ দিনের ব্যবধানে চালের দাম কিছুটা বেড়েছে। ব্যবসায়ীরা পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে দাম বাড়িয়েছেন। তবে বাজার নিয়ন্ত্রণের জন্য নিয়মিত মনিটরিং চলছে বলে তিনি জানান।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসের বলেন, একজন আমদানিকারক চাল আমদানির জন্য এলসি খুলেছেন। তবে চাল এনেছেন কি না জানা নেই।
ডলারের মূল্যবৃদ্ধিতে চালের দাম বেড়েছে। এতে লোকসানের শঙ্কায় খুলনার ব্যবসায়ীরা ভারত থেকে চাল আমদানিতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে গত ১০ দিনের ব্যবধানে খুলনার খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে ১ থেকে ৩ টাকা।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাজারমূল্য স্থিতিশীল রাখতে খুলনা ও সাতক্ষীরার ২৫ আমদানিকারককে ৭০ হাজার মেট্রিক টন সেদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়। পশ্চিমবঙ্গের কালনা ও বর্ধমান থেকে প্রতিবছর এসব চাল আমদানি করা হয়। চাল আমদানিতে শুল্ক দিতে হয় ২৫ শতাংশ। তবে ডলারের দাম বাড়ায় বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। এতে খুলনার অনেকেই চাল আমদানি করতে আগ্রহী হচ্ছেন না।
রাজলক্ষ্মী এন্টারপ্রাইজের পরিচালক গোপাল সাহা জানান, ১ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছে তাঁর প্রতিষ্ঠান। কিন্তু আমদানিতে তাঁর আগ্রহ কম। কারণ হিসেবে তিনি ডলারের মূল্যবৃদ্ধির কথা জানান। তা ছাড়া ভারতে চালের দাম প্রতি কেজিতে ১০ টাকা বেড়েছে। প্রতি কেজি চালের ট্যাক্স দিতে হয়। খুলনার বাজার পর্যন্ত ভালো মানের চিকন মিনিকেট চাল আনতে ৬৫ টাকার ওপরে খরচ পড়বে। স্থানীয় বাজারে এর থেকে আরও বেশি দরে বিক্রি হবে, যা স্থানীয় বাজারের তুলনায় অনেক বেশি।
গোপাল সাহা আরও জানান, গতবার অনুমতি পাওয়া প্রতি মেট্রিক টনের মূল্য ছিল মোটা চাল ৩৬০ ডলার ও চিকন ৪২৫ ডলার। এবার তা বেড়ে ৪৯০ ডলারে পৌঁছেছে। তাই লোকসানের ঝুঁকি নিয়ে তাঁর প্রতিষ্ঠান চাল আমদানি করবে না।
কাজী সোবহান ট্রেডিং করপোরেশনের মালিক সুজন কাজী বলেন, দেশে চালের কোনো সংকট নেই, কিন্তু ব্যবসায়ীরা সুযোগের অপেক্ষায় রয়েছেন। সরকার চাল আমদানির ঘোষণা না দিলে চালের বাজার আরও বেড়ে যেত। তা ছাড়া ভারতে চালের দাম বেড়েছে। গেল বছর ডলারের দাম ছিল ৮৬ দশমিক ৭৫ টাকা, বর্তমানে তা প্রায় ৯৫ টাকা। ডলারের অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। ডলারের দাম ও চালের মূল্য না কমলে তিনি চাল আমদানি করবেন না বলে জানিয়েছেন।
সুজন কাজী আরও বলেন, ভারত থেকে এলসির চাল আনতে ২০ দিনের বেশি সময় লাগে। কারণ হিসেবে তিনি জানান, পশ্চিমবঙ্গের বর্ধমান ও কালনা থেকে পেট্রাপোল হয়ে ট্রাকে করে বাংলাদেশে আসতে ১২ ঘণ্টার অধিক সময় লাগে। এ ছাড়া চাল ট্রাক থেকে আনলোড করতে আরও সময় লাগে। তখন খরচও বেড়ে যায়। তাই ট্যাক্স, পরিবহন খরচসহ চাল আনতে তাঁর লোকসান হবে। এই ভেবে তিনিও চাল আমদানি করবেন না বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।
অন্যদিকে গত ১০ দিনের ব্যবধানে খুলনায় মোটা, মাঝারি, চিকন, চালের দাম বেড়েছে কেজিতে ১ থেকে ৩ টাকা বেড়েছে। বর্তমানে মোটা ৪৬ থেকে ৫২, মাঝারি ৫৫ থেকে ৫৮ টাকা, চিকন ৬৫ থেকে ৭৬ টাকায় বিক্রি হচ্ছে। মূল্যবৃদ্ধি সম্পর্কে খুলনার শেখ পাড়া বাজারের মো. আবদুল আজিজ বলেন, পরিবহন খরচের কারণে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে।
এদিকে খুলনা জেলা বাজার কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি বলেন, গত ১০ দিনের ব্যবধানে চালের দাম কিছুটা বেড়েছে। ব্যবসায়ীরা পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে দাম বাড়িয়েছেন। তবে বাজার নিয়ন্ত্রণের জন্য নিয়মিত মনিটরিং চলছে বলে তিনি জানান।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসের বলেন, একজন আমদানিকারক চাল আমদানির জন্য এলসি খুলেছেন। তবে চাল এনেছেন কি না জানা নেই।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে