Ajker Patrika

বাইসাইকেলে ছাত্রীদের বাঁচছে খরচ, সময়

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৪: ৩২
বাইসাইকেলে ছাত্রীদের বাঁচছে খরচ, সময়

প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সুবিধা কম। এতে বেশি সমস্যায় পড়ে মেয়ে শিক্ষার্থীরা। এ কারণে সময়মতো পড়াশোনা চালিয়ে যেতে পঞ্চগড়ের তেঁতুলিয়ার অনেক ছাত্রী বাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে। এতে ছাত্রীদের সময় ও খরচ বাঁচছে।

তেঁতুলিয়া উপজেলার ছেলে শিক্ষার্থীরা বাইসাইকেল চালিয়ে স্কুল-কলেজে যাতায়াত করে। কিন্তু মেয়েরা বিদ্যালয়ে যায় হেঁটে, কেউ বাস, ইজিবাইকে। আবার অনেক সময় যানবাহনের অপেক্ষায় থাকতে গিয়ে বিদ্যালয়ে উপস্থিত হতে দেরি হয় মেয়েদের। এতে অনেক মেয়ে লেখাপড়ায় পিছিয়ে পড়ে তারা। কিন্তু উপজেলাজুড়ে এখন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। মেয়েরাও কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাইসাইকেল চালিয়ে স্কুল-কলেজে যাচ্ছে। এতে দিন দিন বাল্যবিবাহ রোধ হচ্ছে, বাড়ছে মেয়েদের শিক্ষার হার।

উপজেলার কাজী শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী আরেফিন আকতার বলে, ‘আগে যখন আমি হেঁটে বা ভ্যানে স্কুলে যেতাম, তখন অনেক সময় লাগত, এমনকি স্কুলে উপস্থিত হতে দেরি হওয়ায় শিক্ষকেরাও শাস্তি দিত। পরে চিন্তা করলাম, সবার মতো আমিও সাইকেল চালাতে পারলেও যথাসময়ে বিদ্যালয়ে যেতে পারব। পরে বাবার কাছে সাইকেল চাইলে বাবা রাজি হয়নি। এক স্যারের মাধ্যমে বাবাকে বুঝিয়ে একটা সাইকেল কিনে নিয়ে নিয়মিত যাতায়াত করি।’

এ বিষয়ে তেঁতুলিয়া কাজীপাড়া এলাকার এক ছাত্রীর অভিভাবক কাজী মকছেদুর রহমান বলেন, ‘তেঁতুলিয়ার বেশির ভাগ স্কুল-কলেজের ছাত্রীরা নিয়মিত সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যায়। এতে আমাদের মেয়েরা যেমন নিয়মিত লেখাপড়া করতে পারছে, আমরা অভিভাবকেরাও মেয়েদের স্কুলে পাঠিয়ে চিন্তামুক্ত থাকতে পারছি।’

কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক বলেন, ‘আমরা শিক্ষকেরা মেয়েদের বাইসাইকেল নিয়ে আসার জন্য উৎসাহিত করেছি। মানুষের মধ্যে সচেতনতাও বেড়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত