দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ থেকে কলিয়া বাজার পর্যন্ত আঞ্চলিক সড়কটি খানাখন্দে ভরে গেছে। কয়েকটি স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন গাড়িরচালক, যাত্রীসহ পথচারীরা। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা।
এলাকাবাসী বলছেন, ট্রাকে অতিরিক্ত বোঝাই করে মাটি নেওয়ার কারণে সড়কে গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার বিভাগকে থেকে বারবার মেরামতের কথা বললেও এখনো কোনো উদ্যোগ নেয়নি।
দৌলতপুর সদর থেকে কলিয়া বাজার পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের আওতায় থাকা প্রায় ১০ কিলোমিটার আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহনসহ হাজারো মানুষ যাতায়াত করে। উপজেলার কলিয়া ও ধামস্বর ইউনিয়ন, পার্শ্ববর্তী সাটুরিয়া ও নাগরপুর থানার কয়েকটি ইউনিয়নের পথচারীদের দৌলতপুর সদরে যাওয়ার একমাত্র সড়ক এটি।
সরেজমিনে দেখা যায়, আঞ্চলিক সড়কটির অনেক জায়গায় গর্ত ও খানাখন্দে ভরে গেছে। এর মধ্যে কলিয়া ইউনিয়নের টেপড়ী জামে মসজিদ, গাজীছাইল সুভাষের বাড়ি ও কালিদহ হাবিব মাস্টারের বাড়ির সামনের অবস্থা সবচেয়ে বেহাল। এসব জায়গায় প্রায় সারা বছর পানি জমে থাকে। একটু বৃষ্টি হলে হেঁটে যাওয়ার কোনো উপায় থাকে না।
ইজিবাইকচালক হালিম মিয়া জানান, ‘১ বছরের বেশি সময় ধরে সড়কটি বেহাল। সড়কে গর্তে প্রায়ই গাড়ির চাকা আটকে যায়। তখন যাত্রী নামিয়ে গাড়ি তুলতে হয়। অনেক সময় গাড়ি উল্টে যায়। এতে যাত্রীদের গায়ে কাদা লেগে যায়, নানা কথা শুনতে হয়।’
স্থানীয় বাসিন্দা সুভাষ মণ্ডল বলেন, ‘আমার বাড়ির সামনে বড় গর্ত। বাড়ি থেকে বের হলেই জুতা হাতে নিয়ে কাদা মাড়িয়ে বের হতে হয়। বাড়ির সামনে দাঁড়ালে গাড়ির চাকায় কাদা-পানি ছিটে শরীরে লাগে।’
উপজেলার সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী মো. নাজমুল করিম বলেন, ‘দুই থানার দায়িত্ব দেওয়ায় আমাদের ওপর চাপ বেড়ে গেছে। এ জন্য দৌলতপুরে সময় দিতে পারি না। সড়কটির নতুন করে টেন্ডার হয়েছে। ঠিকাদারের ৩-৪ মাসের মধ্যেই কাজ শুরু করার কথা। তারপরও সিইওকে বলব, যেন আরএমপির নারীদের দিয়ে দ্রুত সড়কের গর্ত সংস্কার করে দেন।’
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ থেকে কলিয়া বাজার পর্যন্ত আঞ্চলিক সড়কটি খানাখন্দে ভরে গেছে। কয়েকটি স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন গাড়িরচালক, যাত্রীসহ পথচারীরা। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা।
এলাকাবাসী বলছেন, ট্রাকে অতিরিক্ত বোঝাই করে মাটি নেওয়ার কারণে সড়কে গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার বিভাগকে থেকে বারবার মেরামতের কথা বললেও এখনো কোনো উদ্যোগ নেয়নি।
দৌলতপুর সদর থেকে কলিয়া বাজার পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের আওতায় থাকা প্রায় ১০ কিলোমিটার আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহনসহ হাজারো মানুষ যাতায়াত করে। উপজেলার কলিয়া ও ধামস্বর ইউনিয়ন, পার্শ্ববর্তী সাটুরিয়া ও নাগরপুর থানার কয়েকটি ইউনিয়নের পথচারীদের দৌলতপুর সদরে যাওয়ার একমাত্র সড়ক এটি।
সরেজমিনে দেখা যায়, আঞ্চলিক সড়কটির অনেক জায়গায় গর্ত ও খানাখন্দে ভরে গেছে। এর মধ্যে কলিয়া ইউনিয়নের টেপড়ী জামে মসজিদ, গাজীছাইল সুভাষের বাড়ি ও কালিদহ হাবিব মাস্টারের বাড়ির সামনের অবস্থা সবচেয়ে বেহাল। এসব জায়গায় প্রায় সারা বছর পানি জমে থাকে। একটু বৃষ্টি হলে হেঁটে যাওয়ার কোনো উপায় থাকে না।
ইজিবাইকচালক হালিম মিয়া জানান, ‘১ বছরের বেশি সময় ধরে সড়কটি বেহাল। সড়কে গর্তে প্রায়ই গাড়ির চাকা আটকে যায়। তখন যাত্রী নামিয়ে গাড়ি তুলতে হয়। অনেক সময় গাড়ি উল্টে যায়। এতে যাত্রীদের গায়ে কাদা লেগে যায়, নানা কথা শুনতে হয়।’
স্থানীয় বাসিন্দা সুভাষ মণ্ডল বলেন, ‘আমার বাড়ির সামনে বড় গর্ত। বাড়ি থেকে বের হলেই জুতা হাতে নিয়ে কাদা মাড়িয়ে বের হতে হয়। বাড়ির সামনে দাঁড়ালে গাড়ির চাকায় কাদা-পানি ছিটে শরীরে লাগে।’
উপজেলার সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী মো. নাজমুল করিম বলেন, ‘দুই থানার দায়িত্ব দেওয়ায় আমাদের ওপর চাপ বেড়ে গেছে। এ জন্য দৌলতপুরে সময় দিতে পারি না। সড়কটির নতুন করে টেন্ডার হয়েছে। ঠিকাদারের ৩-৪ মাসের মধ্যেই কাজ শুরু করার কথা। তারপরও সিইওকে বলব, যেন আরএমপির নারীদের দিয়ে দ্রুত সড়কের গর্ত সংস্কার করে দেন।’
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে