কাজী নজরুলের বায়োপিক দিয়ে টালিউডে স্পর্শিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮: ২৫
Thumbnail image

ওপার বাংলায় কদর বাড়ছে বাংলাদেশের অভিনয়শিল্পীদের। এবার টালিউডে নাম লেখাচ্ছেন অর্চিতা স্পর্শিয়া। কাজী নজরুল ইসলামের বায়োপিক দিয়ে টালিউডে যাত্রা শুরু হচ্ছে তাঁর।

কাজী নজরুল ইসলামের বায়োপিকটি বানাবেন আবদুল আলিম। এই সিনেমা দিয়েই প্রথমবার পরিচালকের আসনে বসবেন তিনি। সিনেমার নাম রাখা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। সিনেমায় তুলে ধরা হবে নজরুলের জীবনের নানা দিক, থাকবে জানা-অজানা কথা। এতে নজরুল ইসলামের প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে দেখা যাবে স্পর্শিয়াকে। ইতিমধ্যে পরিচালকের সঙ্গে প্রাথমিক আলাপ সেরেছেন অভিনেত্রী।

নতুন এই সিনেমা নিয়ে স্পর্শিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজী নজরুল ইসলাম সিনেমা নিয়ে পরিচালকের সঙ্গে মৌখিক আলাপ সেরেছেন স্পর্শিয়া। প্রাথমিক আলাপে সিনেমাটিতে অভিনয়ে সম্মতি জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর হবে পাকা কথা।

অর্চিতা স্পর্শিয়াকাজী নজরুল ইসলামের বায়োপিকটি প্রযোজনা করছে জেবি প্রোডাকশন। কাজী নজরুলের চরিত্রে অভিনয় করবেন কিঞ্জল নন্দ।ইতিমধ্যে সিনেমার প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। কবি নজরুলের চরিত্রে অভিনয় প্রসঙ্গে কিঞ্জল বলেন, ‘বায়োপিকটিতে থাকবে কাজী নজরুলের জীবনের উত্থান পতনের গল্প। এর জন্য মানসিকভাবেও প্রস্তুতি চলছে। তাঁর জীবনীসংক্রান্ত কিছু বই পড়া শুরু করেছি।এমন একটি চরিত্রে পরিচালক যে আমাকে পছন্দ করেছেন, সে জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি। এত বড় দায়িত্ব তিনি আমায় দিয়েছেন, সে জন্য সত্যিই কৃতজ্ঞ। এখন পরিচালক যেভাবে বলবেন, আমি সেভাবেই প্রস্তুতি নেব।’

নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ইশা সাহাকে। এ ছাড়া আরও থাকছেন শেরেবাংলা ফজলুল হকের ভূমিকায় খরাজ মুখোপাধ্যায়, বিরজা সুন্দরী দেবীর চরিত্রে কাঞ্চনা মৈত্র। বাংলাদেশি অভিনেতা ফজলুর রহমান বাবুকে দেখা যাবে আলী আকবর খানের ভূমিকায়। সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু, সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন জয় সরকার। আগামী শীতে শুটিং শুরু হওয়ার কথা সিনেমাটির।

অর্চিতা স্পর্শিয়াঅর্চিতা স্পর্শিয়াকে সর্বশেষ দেখা গেছে সফিকুল আলমের ‘সুস্বাগত’ সিনেমায়। মুক্তির সময় সিনেমার প্রচারে অংশ না নিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে অভিনেত্রী জানিয়েছিলেন, সিনেমার নির্মাণকাজ পছন্দ না হওয়ায় প্রচারে অংশ নেননি তিনি। এতে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছিলেন নিরব হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত