আবদুল আযীয কাসেমি
আর্থসামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে ইসলাম বহুমুখী কর্মসূচি ঘোষণা করেছে। জাকাত, সদকাতুল ফিতর, আকিকা, নফল সদকাসহ বিভিন্ন উদ্যোগের কথা কোরআন-হাদিসে এসেছে। অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মানবিক গুণ। তবে এর মাহাত্ম্য বহুগুণে বেড়ে যায় যখন তা অসহায় আত্মীয়দের জন্য করা হয়। প্রায় সময় অসহায় মানুষেরা আত্মীয়দের কাছে হাত পাততে লজ্জা পায় এবং আত্মমর্যাদার কারণে নীরবতা অবলম্বন করে। ফলে তারা কাছের মানুষ হওয়া সত্ত্বেও ধনী আত্মীয়দের পাশে পায় না, যা কাম্য নয়। তাই ধনীদের কর্তব্য হলো, অসহায় আত্মীয়দের বিশেষভাবে খোঁজখবর রাখা এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘(বরং কল্যাণ আছে) আল্লাহকে ভালোবেসে আত্মীয়-স্বজন, এতিম-মিসকিন, মুসাফির ও সাহায্যপ্রার্থীদের এবং দাস মুক্তির জন্য ধন-সম্পদ ব্যয় করার মধ্যে।’ (সুরা বাকারা: ১৭৭) হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘কোনো গরিব মানুষকে সদকা দিলে শুধু সদকার সওয়াবই পাওয়া যাবে। আর গরিব আত্মীয়কে সদকা দিলে পাওয়া যাবে দুই বিষয়ের সওয়াব। সদকার সওয়াব এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব।’ (আহমদ)
সাহাবি সাআদ ইবনে আবি ওয়াক্কাস মৃত্যুশয্যায় মহানবী (সা.)-কে জিজ্ঞেস করলেন, ‘আমার তো প্রচুর সম্পদ অথচ আমার একমাত্র কন্যাই আমার উত্তরাধিকারী। আমি কি আমার সকল সম্পদ গরিবদের জন্য লিখে দিয়ে যাব?’ তিনি পরামর্শ দিলেন, ‘এক-তৃতীয়াংশ লিখে দিতে পার। এক-তৃতীয়াংশ মানেও বিপুল সম্পদ। তবে শোনো, তোমার স্বজনদের ভিখারি রেখে যাওয়ার চেয়ে তাদের সচ্ছল রেখে যাওয়া অধিক উত্তম।’ (মুসলিম)
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
আর্থসামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে ইসলাম বহুমুখী কর্মসূচি ঘোষণা করেছে। জাকাত, সদকাতুল ফিতর, আকিকা, নফল সদকাসহ বিভিন্ন উদ্যোগের কথা কোরআন-হাদিসে এসেছে। অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মানবিক গুণ। তবে এর মাহাত্ম্য বহুগুণে বেড়ে যায় যখন তা অসহায় আত্মীয়দের জন্য করা হয়। প্রায় সময় অসহায় মানুষেরা আত্মীয়দের কাছে হাত পাততে লজ্জা পায় এবং আত্মমর্যাদার কারণে নীরবতা অবলম্বন করে। ফলে তারা কাছের মানুষ হওয়া সত্ত্বেও ধনী আত্মীয়দের পাশে পায় না, যা কাম্য নয়। তাই ধনীদের কর্তব্য হলো, অসহায় আত্মীয়দের বিশেষভাবে খোঁজখবর রাখা এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘(বরং কল্যাণ আছে) আল্লাহকে ভালোবেসে আত্মীয়-স্বজন, এতিম-মিসকিন, মুসাফির ও সাহায্যপ্রার্থীদের এবং দাস মুক্তির জন্য ধন-সম্পদ ব্যয় করার মধ্যে।’ (সুরা বাকারা: ১৭৭) হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘কোনো গরিব মানুষকে সদকা দিলে শুধু সদকার সওয়াবই পাওয়া যাবে। আর গরিব আত্মীয়কে সদকা দিলে পাওয়া যাবে দুই বিষয়ের সওয়াব। সদকার সওয়াব এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব।’ (আহমদ)
সাহাবি সাআদ ইবনে আবি ওয়াক্কাস মৃত্যুশয্যায় মহানবী (সা.)-কে জিজ্ঞেস করলেন, ‘আমার তো প্রচুর সম্পদ অথচ আমার একমাত্র কন্যাই আমার উত্তরাধিকারী। আমি কি আমার সকল সম্পদ গরিবদের জন্য লিখে দিয়ে যাব?’ তিনি পরামর্শ দিলেন, ‘এক-তৃতীয়াংশ লিখে দিতে পার। এক-তৃতীয়াংশ মানেও বিপুল সম্পদ। তবে শোনো, তোমার স্বজনদের ভিখারি রেখে যাওয়ার চেয়ে তাদের সচ্ছল রেখে যাওয়া অধিক উত্তম।’ (মুসলিম)
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগেপর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে