শরীফ হাসান, দোহার (ঢাকা)
ঢাকার দোহারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ চায়না জাল উৎপাদন কারখানা বন্ধ করেছিল প্রশাসন। তবে বর্ষা মৌসুম সামনে রেখে আবার জাল উৎপাদিত হচ্ছে এসব কারখানায়।
সরেজমিনে দেখা যায়, জয়পাড়া বাজারে হাজেরা ম্যানশনের দ্বিতীয় তলায় চায়না জালের উৎপাদন কারখানায় ২০-২৫ জন শ্রমিক কাজ করছেন। একটু এগিয়ে অবকাশ সিনেমা হলের পেছন দিকে গেলেই দেখা মেলে শতাধিক পুরুষ ও নারী অবৈধ চায়না জাল উৎপাদন করছেন। তা ছাড়া জয়পাড়া লটাখোলায় চায়না জাল উৎপাদন কারখানায় অভিযান চালালেও সেটি আবার চলছে। এই উৎপাদিত জাল দোহারের বিভিন্ন স্থানে পৌঁছানোর কাজে বেশ ব্যস্ত সময় পার করছে মালিকপক্ষ। এসব জালের কাঁচামাল আড়াল করে কারখানায় আনা হয় রাতে। এই কারখানাগুলোয় বাইরে থেকে তালাবদ্ধ করে ভেতরে লোক দিয়ে কাজ করানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, মালিকেরা সবাইকে ম্যানেজ করেই অবৈধ চায়না জাল উৎপাদন কারখানা চালাচ্ছেন। বর্ষার মৌসুমে জালের চাহিদা বেশি থাকায় কয়েক মাস ধরে দোহারের বিভিন্ন স্থানে এই অবৈধ চায়না জাল উৎপাদনের কাজ শুরু হয়েছে।
মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা মো. আলমাস বলেন, ‘আমরা আগে ৫০ টাকার ছোট মাছ কিনলে এক দিন বা দুই দিন খেতে পারতাম। কিন্তু এখন এই চায়না জাল দিয়ে মাছ ধরার কারণে ছোট মাছ আর পাওয়া যায় না। যা-ও পাওয়া যায়, দাম অনেক বেশি। চায়না জাল ধ্বংস এবং কারখানা পুরোপুরি বন্ধ করা না হলে ভবিষ্যতে দেশীয় মাছ খাওয়া দুষ্কর হয়ে পড়বে।’
স্থানীয় বাসিন্দারা বলেন, চায়না জাল উৎপাদন ও বিক্রি সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে এসব কারখানা চলে কীভাবে? এ কাজে যাঁরা জড়িত, তাঁরা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। এসব কারখানায় জাল প্রস্তুত করে আবার বিভিন্ন চায়না মোড়কে তা বাজারজাত করছে। অবৈধ কারখানার মালিকদের যাঁরা মদদ দিচ্ছেন, তাঁদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। দ্রুত কারখানাগুলো বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান স্থানীয়রা।
এ বিষয়ে হাজেরা ম্যানশনের দ্বিতীয় তলায় কারখানার ব্যবস্থাপক ঈশ্বর কুমার বলেন, ‘আমরা লোন নিয়ে এই কারখানা দিয়েছি। আমরা তো ছোট পরিসরে কারখানা করেছি, অন্যরা বড় কারখানা করছে, তাতে তো কোনো দোষ নেই?’ গত বছর তো প্রশাসন অভিযান চালিয়ে কারখানা বন্ধ করে দিয়েছিল। তাহলে এখন কেন আবার চালাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা সবাই সমিতির মাধ্যমে এই চায়না জাল তৈরি করছি। আমাদের সব সুবিধা-অসুবিধা সমিতির লোকেরাই দেখেন।’
জয়পাড়া অবকাশ হলের পেছনের নিলু শেখের কারখানার ব্যবস্থাপকের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘অনেক টাকা ঋণ করে এই কারখানা দিয়েছি। আমাদের তৈরি জাল বৈধ; কারণ, এ জালের ফাঁকা আগেরটার চেয়ে বেশি, ফলে মাছের ডিম আটকা পড়ে না, শুধু মাছই আটকা পড়ে।’
এ বিষয়ে কথিত ওই সমিতির দোহার উপজেলা সম্পাদক দেলোয়ার হোসেন মাঝির সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমাদের কোনো কমিটি নাই, এ বিষয়ে কিছু জানি না। যে বলেছেন, তিনি ভুল বলেছেন।’ আপনি তো জয়পাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক, সে ক্ষেত্রে এই অবৈধ জাল কীভাবে বাজারে তৈরি হচ্ছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অভিযান তো আর আমরা পরিচালনা করি না। বিষয়টি দেখার দায়িত্ব প্রশাসনের, আমাদের না।’
এ প্রসঙ্গে দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহার বলেন, ‘চায়না জাল সরকার অবৈধ ঘোষণা করেছে, তাই সব সময় এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কোথাও চায়না জাল উৎপাদিত হলে তথ্য দিন, আমরা অভিযান পরিচালনা করব।’
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, ‘আমাদের অভিযান চলমান রয়েছে।’ জয়পাড়ায় বিভিন্ন স্থানে এখনো চায়না জাল উৎপাদনের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে মৎস্য বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।’
ঢাকার দোহারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ চায়না জাল উৎপাদন কারখানা বন্ধ করেছিল প্রশাসন। তবে বর্ষা মৌসুম সামনে রেখে আবার জাল উৎপাদিত হচ্ছে এসব কারখানায়।
সরেজমিনে দেখা যায়, জয়পাড়া বাজারে হাজেরা ম্যানশনের দ্বিতীয় তলায় চায়না জালের উৎপাদন কারখানায় ২০-২৫ জন শ্রমিক কাজ করছেন। একটু এগিয়ে অবকাশ সিনেমা হলের পেছন দিকে গেলেই দেখা মেলে শতাধিক পুরুষ ও নারী অবৈধ চায়না জাল উৎপাদন করছেন। তা ছাড়া জয়পাড়া লটাখোলায় চায়না জাল উৎপাদন কারখানায় অভিযান চালালেও সেটি আবার চলছে। এই উৎপাদিত জাল দোহারের বিভিন্ন স্থানে পৌঁছানোর কাজে বেশ ব্যস্ত সময় পার করছে মালিকপক্ষ। এসব জালের কাঁচামাল আড়াল করে কারখানায় আনা হয় রাতে। এই কারখানাগুলোয় বাইরে থেকে তালাবদ্ধ করে ভেতরে লোক দিয়ে কাজ করানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, মালিকেরা সবাইকে ম্যানেজ করেই অবৈধ চায়না জাল উৎপাদন কারখানা চালাচ্ছেন। বর্ষার মৌসুমে জালের চাহিদা বেশি থাকায় কয়েক মাস ধরে দোহারের বিভিন্ন স্থানে এই অবৈধ চায়না জাল উৎপাদনের কাজ শুরু হয়েছে।
মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা মো. আলমাস বলেন, ‘আমরা আগে ৫০ টাকার ছোট মাছ কিনলে এক দিন বা দুই দিন খেতে পারতাম। কিন্তু এখন এই চায়না জাল দিয়ে মাছ ধরার কারণে ছোট মাছ আর পাওয়া যায় না। যা-ও পাওয়া যায়, দাম অনেক বেশি। চায়না জাল ধ্বংস এবং কারখানা পুরোপুরি বন্ধ করা না হলে ভবিষ্যতে দেশীয় মাছ খাওয়া দুষ্কর হয়ে পড়বে।’
স্থানীয় বাসিন্দারা বলেন, চায়না জাল উৎপাদন ও বিক্রি সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে এসব কারখানা চলে কীভাবে? এ কাজে যাঁরা জড়িত, তাঁরা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। এসব কারখানায় জাল প্রস্তুত করে আবার বিভিন্ন চায়না মোড়কে তা বাজারজাত করছে। অবৈধ কারখানার মালিকদের যাঁরা মদদ দিচ্ছেন, তাঁদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। দ্রুত কারখানাগুলো বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান স্থানীয়রা।
এ বিষয়ে হাজেরা ম্যানশনের দ্বিতীয় তলায় কারখানার ব্যবস্থাপক ঈশ্বর কুমার বলেন, ‘আমরা লোন নিয়ে এই কারখানা দিয়েছি। আমরা তো ছোট পরিসরে কারখানা করেছি, অন্যরা বড় কারখানা করছে, তাতে তো কোনো দোষ নেই?’ গত বছর তো প্রশাসন অভিযান চালিয়ে কারখানা বন্ধ করে দিয়েছিল। তাহলে এখন কেন আবার চালাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা সবাই সমিতির মাধ্যমে এই চায়না জাল তৈরি করছি। আমাদের সব সুবিধা-অসুবিধা সমিতির লোকেরাই দেখেন।’
জয়পাড়া অবকাশ হলের পেছনের নিলু শেখের কারখানার ব্যবস্থাপকের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘অনেক টাকা ঋণ করে এই কারখানা দিয়েছি। আমাদের তৈরি জাল বৈধ; কারণ, এ জালের ফাঁকা আগেরটার চেয়ে বেশি, ফলে মাছের ডিম আটকা পড়ে না, শুধু মাছই আটকা পড়ে।’
এ বিষয়ে কথিত ওই সমিতির দোহার উপজেলা সম্পাদক দেলোয়ার হোসেন মাঝির সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমাদের কোনো কমিটি নাই, এ বিষয়ে কিছু জানি না। যে বলেছেন, তিনি ভুল বলেছেন।’ আপনি তো জয়পাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক, সে ক্ষেত্রে এই অবৈধ জাল কীভাবে বাজারে তৈরি হচ্ছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অভিযান তো আর আমরা পরিচালনা করি না। বিষয়টি দেখার দায়িত্ব প্রশাসনের, আমাদের না।’
এ প্রসঙ্গে দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহার বলেন, ‘চায়না জাল সরকার অবৈধ ঘোষণা করেছে, তাই সব সময় এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কোথাও চায়না জাল উৎপাদিত হলে তথ্য দিন, আমরা অভিযান পরিচালনা করব।’
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, ‘আমাদের অভিযান চলমান রয়েছে।’ জয়পাড়ায় বিভিন্ন স্থানে এখনো চায়না জাল উৎপাদনের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে মৎস্য বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।’
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগেপর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে