বিনোদন ডেস্ক
ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত সিনেমা ‘লাল সুটকেসটা দেখেছেন?’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন সোহম চক্রবর্তী।
ভালোবাসা দিবস সামনে রেখে সিনেমাটি মুক্তি পেলেও স্বস্তিতে নেই সোহম। কারণ, মুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগে মিলেছে সেন্সর সার্টিফিকেট। তাই বেশিসংখ্যক হলে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এমনকি কলকাতার স্বনামধন্য সিনেমা হল নন্দনে মুক্তি পায়নি সিনেমাটি। এ নিয়ে সেন্সর বোর্ডের ওপর নাখোশ সোহম। এ বিষয়ে তিনি বলেন, ‘সেন্সর বোর্ডের কাছে সঠিক সময়ে জমা দেওয়া হয়েছিল সিনেমাটি। প্রথমবার দেখার পর তারা জানিয়েছিল রাধে রাধে বলা যাবে না, কৃষ্ণের নাম নেওয়া যাবে না। ওভারডোজ় এবং হ্যালুসিনেশন শব্দ দুটি ব্যবহার করা যাবে না। তাদের কথামতো আমরা সব পরিবর্তন করেছি। তারপরেও ছাড়পত্র পেতে মুক্তির আগের দিন দুপুর গড়িয়ে গেল। এ ধরনের হেনস্তার কী মানে? অনেক হল হাতছাড়া হয়ে গেল। এমনকি নন্দনেও প্রথম সপ্তাহে দেখাতে পারছি না আমরা। এর কারণে ব্যবসায়িক যে ক্ষতি হবে, তার দায় কে নেবে?’
সোহম আরও বলেন, ‘আমার মনে হয় রাজনীতির কারণেই এই হেনস্তা করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ভেতর থেকে খবর পেয়েছি যে সোহম চক্রবর্তী যেহেতু তৃণমূল বিধায়ক, তাই এই সিনেমার মুক্তি যেন আটকে দেওয়া হয়।’
সিনেমার উন্নয়নে রাজনীতিকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন সোহাম। তিনি বলেন, ‘সিনেমাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা অত্যন্ত জরুরি। আমার এ সিনেমায় এমন অভিনেতাও কাজ করেছেন যাঁরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। চরিত্রের প্রয়োজনে তাঁদের নিতে দ্বিধা করিনি। বাংলা সিনেমাকে বাঁচাতে আমরা যদি একজোট না হই, তাহলে টলিউডের ক্ষতি হবে।’
‘লাল সুটকেসটা দেখেছেন?’ সিনেমায় সোহমের বিপরীতে রয়েছেন সায়নী ঘোষ। একটি রাত কীভাবে বদলে দেয় দুটি মানুষের জীবন, তা-ই উঠে আসবে গল্পে। সোহম-সায়নীর সঙ্গে অন্যান্য চরিত্রে রয়েছেন সৌরভ চক্রবর্তী, প্রদীপ ধর প্রমুখ।
ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত সিনেমা ‘লাল সুটকেসটা দেখেছেন?’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন সোহম চক্রবর্তী।
ভালোবাসা দিবস সামনে রেখে সিনেমাটি মুক্তি পেলেও স্বস্তিতে নেই সোহম। কারণ, মুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগে মিলেছে সেন্সর সার্টিফিকেট। তাই বেশিসংখ্যক হলে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এমনকি কলকাতার স্বনামধন্য সিনেমা হল নন্দনে মুক্তি পায়নি সিনেমাটি। এ নিয়ে সেন্সর বোর্ডের ওপর নাখোশ সোহম। এ বিষয়ে তিনি বলেন, ‘সেন্সর বোর্ডের কাছে সঠিক সময়ে জমা দেওয়া হয়েছিল সিনেমাটি। প্রথমবার দেখার পর তারা জানিয়েছিল রাধে রাধে বলা যাবে না, কৃষ্ণের নাম নেওয়া যাবে না। ওভারডোজ় এবং হ্যালুসিনেশন শব্দ দুটি ব্যবহার করা যাবে না। তাদের কথামতো আমরা সব পরিবর্তন করেছি। তারপরেও ছাড়পত্র পেতে মুক্তির আগের দিন দুপুর গড়িয়ে গেল। এ ধরনের হেনস্তার কী মানে? অনেক হল হাতছাড়া হয়ে গেল। এমনকি নন্দনেও প্রথম সপ্তাহে দেখাতে পারছি না আমরা। এর কারণে ব্যবসায়িক যে ক্ষতি হবে, তার দায় কে নেবে?’
সোহম আরও বলেন, ‘আমার মনে হয় রাজনীতির কারণেই এই হেনস্তা করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ভেতর থেকে খবর পেয়েছি যে সোহম চক্রবর্তী যেহেতু তৃণমূল বিধায়ক, তাই এই সিনেমার মুক্তি যেন আটকে দেওয়া হয়।’
সিনেমার উন্নয়নে রাজনীতিকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন সোহাম। তিনি বলেন, ‘সিনেমাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা অত্যন্ত জরুরি। আমার এ সিনেমায় এমন অভিনেতাও কাজ করেছেন যাঁরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। চরিত্রের প্রয়োজনে তাঁদের নিতে দ্বিধা করিনি। বাংলা সিনেমাকে বাঁচাতে আমরা যদি একজোট না হই, তাহলে টলিউডের ক্ষতি হবে।’
‘লাল সুটকেসটা দেখেছেন?’ সিনেমায় সোহমের বিপরীতে রয়েছেন সায়নী ঘোষ। একটি রাত কীভাবে বদলে দেয় দুটি মানুষের জীবন, তা-ই উঠে আসবে গল্পে। সোহম-সায়নীর সঙ্গে অন্যান্য চরিত্রে রয়েছেন সৌরভ চক্রবর্তী, প্রদীপ ধর প্রমুখ।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগেপর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে