বিনোদন ডেস্ক
প্রায়ই শোনা যায়, দক্ষিণি সিনেমা রিমেক হচ্ছে বলিউডে। কয়েক বছর ধরে দক্ষিণি সিনেমা যেভাবে তার জনপ্রিয়তা ছড়িয়ে দিয়েছে ভারতজুড়ে, তাতে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে বলিউড। হলে দর্শক ফিরিয়ে আনতে বলিউডের ‘বিক্রম ভেদা’, ‘মিলি’, ‘দৃশ্যম’, ‘শেহজাদা’, ‘সেলফি’, ‘ভোলা’, ‘গুমরাহ’, ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর মতো সিনেমার গল্প নেওয়া হয়েছে দক্ষিণি ইন্ডাস্ট্রি থেকে।
অক্ষয় কুমার অভিনীত আলোচিত সিনেমা ‘ভুলভুলাইয়া’ও ১৯৯৩ সালে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা ‘মণিচিত্রাথযু’র হিন্দি রিমেক। তবে ভুলভুলাইয়ার সিক্যুয়েল ‘ভুলভুলাইয়া ২’ নির্মিত হয়েছে মৌলিক গল্পে। গত বছর মুক্তি পাওয়া সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে আড়াই শ কোটি রুপির বেশি। এবার এ সিনেমার ভক্তদের জন্য বড় খবর, দক্ষিণে রিমেক হবে ভুলভুলাইয়া ২।
গতকাল ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকাল জানিয়েছে, দক্ষিণের বিখ্যাত প্রযোজক জ্ঞানাভেল রাজা তামিল ভাষায় রিমেকের জন্য ভুলভুলাইয়া ২ সিনেমার স্বত্ব কিনেছেন। জ্ঞানাভেল বলেন, ‘দক্ষিণে রিমেকের জন্য আমি ভুলভুলাইয়া ২-এর স্বত্ব কিনেছি। এটা দারুণ একটি গল্প। এখন আমি অভিনয়শিল্পী চূড়ান্ত করার প্রক্রিয়ায় আছি।’ বলিউড হাঙ্গামা জানিয়েছে, এটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সাধারণত বলিউডের প্রযোজকেরাই হিন্দিতে রিমেকের জন্য দক্ষিণের সিনেমার স্বত্ব কেনেন। তবে এবার উল্টোটা ঘটছে।
কমেডি ও হরর ঘরানার সিনেমা ভুলভুলাইয়া-এর প্রথম পর্বে ছিলেন অক্ষয় কুমার ও বিদ্যা বালান। দ্বিতীয় পর্বে নেওয়া হয় কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানিকে। আরও ছিলেন টাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র। একটা ছেলে ও মেয়ের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। পাহাড়ে তাদের দেখা হয়। ঘটনাচক্রে তারা হাজির হয় এমন একটি পরিত্যক্ত বাড়িতে, যেখানে ১৮ বছর ধরে বন্দী আছে এক অতৃপ্ত আত্মা।
‘ভুলভুলাইয়া ২’ সিনেমায় জুটি হিসেবে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানির সাফল্যের পর আরেকবার পর্দায় দেখা যাবে এ জুটিকে। তাঁদের দ্বিতীয় সিনেমা ‘সত্যপ্রেম কি কথা’ মুক্তি পাচ্ছে ২৯ জুন। এই মিউজিক্যাল রোমান্টিক গল্পে কার্তিক আছেন সত্যপ্রেম চরিত্রে, আর কিয়ারা অভিনয় করেছেন কথা চরিত্রে। প্রথম সিনেমার মতো এবার কার্তিক-কিয়ারা বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়।
প্রায়ই শোনা যায়, দক্ষিণি সিনেমা রিমেক হচ্ছে বলিউডে। কয়েক বছর ধরে দক্ষিণি সিনেমা যেভাবে তার জনপ্রিয়তা ছড়িয়ে দিয়েছে ভারতজুড়ে, তাতে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে বলিউড। হলে দর্শক ফিরিয়ে আনতে বলিউডের ‘বিক্রম ভেদা’, ‘মিলি’, ‘দৃশ্যম’, ‘শেহজাদা’, ‘সেলফি’, ‘ভোলা’, ‘গুমরাহ’, ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর মতো সিনেমার গল্প নেওয়া হয়েছে দক্ষিণি ইন্ডাস্ট্রি থেকে।
অক্ষয় কুমার অভিনীত আলোচিত সিনেমা ‘ভুলভুলাইয়া’ও ১৯৯৩ সালে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা ‘মণিচিত্রাথযু’র হিন্দি রিমেক। তবে ভুলভুলাইয়ার সিক্যুয়েল ‘ভুলভুলাইয়া ২’ নির্মিত হয়েছে মৌলিক গল্পে। গত বছর মুক্তি পাওয়া সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে আড়াই শ কোটি রুপির বেশি। এবার এ সিনেমার ভক্তদের জন্য বড় খবর, দক্ষিণে রিমেক হবে ভুলভুলাইয়া ২।
গতকাল ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকাল জানিয়েছে, দক্ষিণের বিখ্যাত প্রযোজক জ্ঞানাভেল রাজা তামিল ভাষায় রিমেকের জন্য ভুলভুলাইয়া ২ সিনেমার স্বত্ব কিনেছেন। জ্ঞানাভেল বলেন, ‘দক্ষিণে রিমেকের জন্য আমি ভুলভুলাইয়া ২-এর স্বত্ব কিনেছি। এটা দারুণ একটি গল্প। এখন আমি অভিনয়শিল্পী চূড়ান্ত করার প্রক্রিয়ায় আছি।’ বলিউড হাঙ্গামা জানিয়েছে, এটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সাধারণত বলিউডের প্রযোজকেরাই হিন্দিতে রিমেকের জন্য দক্ষিণের সিনেমার স্বত্ব কেনেন। তবে এবার উল্টোটা ঘটছে।
কমেডি ও হরর ঘরানার সিনেমা ভুলভুলাইয়া-এর প্রথম পর্বে ছিলেন অক্ষয় কুমার ও বিদ্যা বালান। দ্বিতীয় পর্বে নেওয়া হয় কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানিকে। আরও ছিলেন টাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র। একটা ছেলে ও মেয়ের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। পাহাড়ে তাদের দেখা হয়। ঘটনাচক্রে তারা হাজির হয় এমন একটি পরিত্যক্ত বাড়িতে, যেখানে ১৮ বছর ধরে বন্দী আছে এক অতৃপ্ত আত্মা।
‘ভুলভুলাইয়া ২’ সিনেমায় জুটি হিসেবে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানির সাফল্যের পর আরেকবার পর্দায় দেখা যাবে এ জুটিকে। তাঁদের দ্বিতীয় সিনেমা ‘সত্যপ্রেম কি কথা’ মুক্তি পাচ্ছে ২৯ জুন। এই মিউজিক্যাল রোমান্টিক গল্পে কার্তিক আছেন সত্যপ্রেম চরিত্রে, আর কিয়ারা অভিনয় করেছেন কথা চরিত্রে। প্রথম সিনেমার মতো এবার কার্তিক-কিয়ারা বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগেপর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে