কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের দেওয়া উপহারের ঘর পেয়ে খুশি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের নারী করফুন নেছা। গত রোববার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়।
কমলগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে প্রতিটি থানায় ভূমি ও গৃহহীন অসহায়কে একটি ঘর উপহারের উদ্যোগ নেওয়া হয়। কমলগঞ্জ থানায় বেশ কিছু ভূমিহীন মানুষ আবেদন করলেও যাচাই-বাছাই করে করফুন নেছাকে উপহারের ঘর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ৪৬০ বর্গফুট আয়তনের দুই কক্ষ, বারান্দা ও বাথরুমসহ ঘরটি দেওয়া হয় করফুনকে।
উপহারের নতুন ঘর পেয়ে নিজের অভিব্যক্তি জানিয়ে করফুন নেছা বলেন, ‘আমি গরিব মানুষ। জীবনে ভাবিনি মরার আগে পাকা ঘরে থাকতে পারব। আমার দুই ছেলে কাজ করে সংসার চালায়। যাচাই-বাছাইয়ে উপহারের ঘরে আমার নাম আসে। পুলিশ সবকিছুর দায়িত্ব নিয়ে আমার ঘর নির্মাণ করে দিয়েছে।’
করফুন নেছা আরও বলেন, ‘বৃদ্ধ বয়সে পরিবারের সবাইকে নিয়ে দালান ঘরে বসবাস করছি, নিজের কাছে অনেক ভালো লাগছে।’
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘সারা দেশের সব থানায় ভূমি ও গৃহহীনকে একটি করে ঘর উপহার দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের থানাতে করফুন নেছার ঘর নির্মাণ করে দেওয়া হয়। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নির্মাণকাজের তদারকি করেছি। একজন অসহায় নারীকে পুলিশের পক্ষ থেকে ঘর উপহার দিতে পেরে অনেক ভালো লাগছে।’
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের দেওয়া উপহারের ঘর পেয়ে খুশি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের নারী করফুন নেছা। গত রোববার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়।
কমলগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে প্রতিটি থানায় ভূমি ও গৃহহীন অসহায়কে একটি ঘর উপহারের উদ্যোগ নেওয়া হয়। কমলগঞ্জ থানায় বেশ কিছু ভূমিহীন মানুষ আবেদন করলেও যাচাই-বাছাই করে করফুন নেছাকে উপহারের ঘর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ৪৬০ বর্গফুট আয়তনের দুই কক্ষ, বারান্দা ও বাথরুমসহ ঘরটি দেওয়া হয় করফুনকে।
উপহারের নতুন ঘর পেয়ে নিজের অভিব্যক্তি জানিয়ে করফুন নেছা বলেন, ‘আমি গরিব মানুষ। জীবনে ভাবিনি মরার আগে পাকা ঘরে থাকতে পারব। আমার দুই ছেলে কাজ করে সংসার চালায়। যাচাই-বাছাইয়ে উপহারের ঘরে আমার নাম আসে। পুলিশ সবকিছুর দায়িত্ব নিয়ে আমার ঘর নির্মাণ করে দিয়েছে।’
করফুন নেছা আরও বলেন, ‘বৃদ্ধ বয়সে পরিবারের সবাইকে নিয়ে দালান ঘরে বসবাস করছি, নিজের কাছে অনেক ভালো লাগছে।’
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘সারা দেশের সব থানায় ভূমি ও গৃহহীনকে একটি করে ঘর উপহার দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের থানাতে করফুন নেছার ঘর নির্মাণ করে দেওয়া হয়। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নির্মাণকাজের তদারকি করেছি। একজন অসহায় নারীকে পুলিশের পক্ষ থেকে ঘর উপহার দিতে পেরে অনেক ভালো লাগছে।’
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগেপর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে