আবদুল আযীয কাসেমি
মেধাস্বত্ব সংরক্ষণ বা বেচাকেনা করা কি জায়েজ আছে?
ফারহান ইশরাক, ঢাকা
কপিরাইট বা মেধাস্বত্ব একটি আইনি অধিকার। এতে বলা হয়েছে, কোনো মৌলিক কাজের আবিষ্কারক বা লেখক ছাড়া অন্য কেউ তা ব্যবহার করতে পারবে কি না, কিংবা কোন শর্তে ব্যবহার করতে পারবে, সেই সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে ওই লেখক বা আবিষ্কারকের একক ও অনন্য অধিকার থাকবে। বাংলাদেশের আইন অনুযায়ী, লেখকের মৃত্যুর পর ৬০ বছর পর্যন্ত এ অধিকার পরিবারের জন্য সংরক্ষিত থাকে। এরপর তা জনগণের সম্পদে পরিণত হয়।
এ বিষয়ে ইসলামের বিধান নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বিরোধিতা করলেও অধিকাংশ আলেমের মতে, মেধাস্বত্ব সংরক্ষণ করা জায়েজ। অন্যদের তাতে অধিকার থাকবে না এবং এ স্বত্ব বেচাকেনা করাও সম্পূর্ণ বৈধ। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, আসমার বিন মুদাররিস (রা.) বলেন, আমি নবী (সা.)-এর কাছে এসে তাঁর হাতে বাইয়াত গ্রহণ করি। তখন তিনি বললেন, ‘যে ব্যক্তি এমন কোনো কূপ বা ঝরনার কাছে পৌঁছায়, যেখানে তার আগে কোনো মুসলমান পৌঁছায়নি, সেই ব্যক্তি ওই কূপ বা ঝরনার মালিক হবে।’ (আবু দাউদ: ৩০৬০)
হাদিসের ভাষ্যকার আল্লামা মুনাবি (রহ.) এ হাদিসের মর্ম নির্ধারণ করে বলেছেন, ‘এমন ভূমি, যা অনাবাদ হয়ে পড়ে ছিল, কোনো ব্যক্তি সেই জমি চাষাযোগ্য করে তুললেন।’ তিনি আরও বলেন, ‘কোনো কোনো স্কলারের মতে, এই হাদিস ঝরনা, কূপ ও বিভিন্ন খনিও অন্তর্ভুক্ত করে।’ (ফয়জুল কাদির: ৬ / ১৩৮)
যখন লেখার বা প্রকাশের স্বত্ব নিবন্ধন করিয়ে নেওয়া হয় এবং লেখক বা প্রকাশক শ্রম, সময় ও অর্থ ব্যয় করেন, তখন এটি তাঁর একটি আইনি অধিকারে পরিণত হয়। একে একটি মূল্যবান বস্তু হিসেবে গণ্য করা হয়। সুতরাং এই নিবন্ধিত অধিকার প্রচলন অনুযায়ী মূল্যবিশিষ্ট বস্তু সাব্যস্ত করে বেচাকেনা করা বৈধ। উপমহাদেশের বিখ্যাত ইসলামি পণ্ডিত মাওলানা ফাতহ মুহাম্মাদ লখনবি, মুফতি কেফায়েতুল্লাহ দেহলবি, দেওবন্দের সাবেক প্রধান মুফতি মুফতি নিজামুদ্দিন, মুফতি আবদুর রহিম লাজপুরি, মুফতি তাকি উসমানিসহ অনেকেই এ মত দিয়ে থাকেন। আর অর্থের বিনিময়ে এ অধিকার থেকে মুক্ত হওয়াকে প্রায় সবাই বৈধ বলেন। (ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ, ফতোয়া নম্বর: ৪৯৭)
উত্তর দিয়েছেন
আবদুল আযীয কাসেমি
শিক্ষক ও হাদিস গবেষক
মেধাস্বত্ব সংরক্ষণ বা বেচাকেনা করা কি জায়েজ আছে?
ফারহান ইশরাক, ঢাকা
কপিরাইট বা মেধাস্বত্ব একটি আইনি অধিকার। এতে বলা হয়েছে, কোনো মৌলিক কাজের আবিষ্কারক বা লেখক ছাড়া অন্য কেউ তা ব্যবহার করতে পারবে কি না, কিংবা কোন শর্তে ব্যবহার করতে পারবে, সেই সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে ওই লেখক বা আবিষ্কারকের একক ও অনন্য অধিকার থাকবে। বাংলাদেশের আইন অনুযায়ী, লেখকের মৃত্যুর পর ৬০ বছর পর্যন্ত এ অধিকার পরিবারের জন্য সংরক্ষিত থাকে। এরপর তা জনগণের সম্পদে পরিণত হয়।
এ বিষয়ে ইসলামের বিধান নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বিরোধিতা করলেও অধিকাংশ আলেমের মতে, মেধাস্বত্ব সংরক্ষণ করা জায়েজ। অন্যদের তাতে অধিকার থাকবে না এবং এ স্বত্ব বেচাকেনা করাও সম্পূর্ণ বৈধ। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, আসমার বিন মুদাররিস (রা.) বলেন, আমি নবী (সা.)-এর কাছে এসে তাঁর হাতে বাইয়াত গ্রহণ করি। তখন তিনি বললেন, ‘যে ব্যক্তি এমন কোনো কূপ বা ঝরনার কাছে পৌঁছায়, যেখানে তার আগে কোনো মুসলমান পৌঁছায়নি, সেই ব্যক্তি ওই কূপ বা ঝরনার মালিক হবে।’ (আবু দাউদ: ৩০৬০)
হাদিসের ভাষ্যকার আল্লামা মুনাবি (রহ.) এ হাদিসের মর্ম নির্ধারণ করে বলেছেন, ‘এমন ভূমি, যা অনাবাদ হয়ে পড়ে ছিল, কোনো ব্যক্তি সেই জমি চাষাযোগ্য করে তুললেন।’ তিনি আরও বলেন, ‘কোনো কোনো স্কলারের মতে, এই হাদিস ঝরনা, কূপ ও বিভিন্ন খনিও অন্তর্ভুক্ত করে।’ (ফয়জুল কাদির: ৬ / ১৩৮)
যখন লেখার বা প্রকাশের স্বত্ব নিবন্ধন করিয়ে নেওয়া হয় এবং লেখক বা প্রকাশক শ্রম, সময় ও অর্থ ব্যয় করেন, তখন এটি তাঁর একটি আইনি অধিকারে পরিণত হয়। একে একটি মূল্যবান বস্তু হিসেবে গণ্য করা হয়। সুতরাং এই নিবন্ধিত অধিকার প্রচলন অনুযায়ী মূল্যবিশিষ্ট বস্তু সাব্যস্ত করে বেচাকেনা করা বৈধ। উপমহাদেশের বিখ্যাত ইসলামি পণ্ডিত মাওলানা ফাতহ মুহাম্মাদ লখনবি, মুফতি কেফায়েতুল্লাহ দেহলবি, দেওবন্দের সাবেক প্রধান মুফতি মুফতি নিজামুদ্দিন, মুফতি আবদুর রহিম লাজপুরি, মুফতি তাকি উসমানিসহ অনেকেই এ মত দিয়ে থাকেন। আর অর্থের বিনিময়ে এ অধিকার থেকে মুক্ত হওয়াকে প্রায় সবাই বৈধ বলেন। (ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ, ফতোয়া নম্বর: ৪৯৭)
উত্তর দিয়েছেন
আবদুল আযীয কাসেমি
শিক্ষক ও হাদিস গবেষক
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগেপর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে