হিলি স্থলবন্দর প্রতিনিধি
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পেঁয়াজে গাছ গজানোয় কিনতে চাচ্ছেন না পাইকারেরা। এ ছাড়া নতুন করে শুল্ক বাড়ায় পেঁয়াজ আমদানি করে লোকসানের শঙ্কা করছেন তাঁরা।
বন্দরের পেঁয়াজ ব্যবসায়ী তোজাম্মেল হোসেন বলেন, ‘মেহেরপুর, পাবনা অঞ্চলে মুড়িকাটা পেঁয়াজ ওঠে গেছে, যার কারণে বাজারে এখন দেশীয় পেঁয়াজের সরবরাহ আছে। এ ছাড়া এই পেঁয়াজের মান ভালো থাকায় চাহিদা রয়েছে। একই সঙ্গে মিয়ানমার থেকেও আসায় চাহিদা কমেছে ভারতের পেঁয়াজের। যার কারণে সেভাবে পড়তা হচ্ছে না। এ কারণে ব্যবসায়ীরা এখন সমস্যা পড়েছেন।’
পেঁয়াজ কিনতে আসা পাইকার আব্দুল গফুর বলেন, ‘দেশে পেঁয়াজের চাহিদা রয়েছে, কিন্তু বর্তমানে বন্দর দিয়ে যেসব পেঁয়াজ আমদানি হচ্ছে সেগুলোতে গাছ হচ্ছে। এ কারণে আমরা পেঁয়াজ ঠিকমতো কিনতে পারছি না। এতে আমরা পাইকাররা ক্ষতির মুখে পড়ে যাচ্ছি। বিভিন্ন মোকামে পার্টিদের এসব পেঁয়াজ পছন্দ হচ্ছে না।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের তুলনায় আমদানির পরিমাণ কিছুটা কমেছে। আগে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক আমদানি হলেও এখন তা কমে ১৫ থেকে ২০ ট্রাকে নেমেছে। কোনো দিন সেই পরিমাণ আরও কমে ১০ ট্রাকে নামছে।
তিনি আরও বলেন, গত মঙ্গলবার বন্দর দিয়ে ১৬টি ট্রাকে ৪৪২ টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচাপণ্য এবং দ্রুত পচনশীল, সেহেতু এটিকে অগ্রাধিকার দিয়ে খালাসের সব ধরনের ব্যবস্থা করেছে বন্দর কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, দেশে কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত ও পেঁয়াজ চাষে উৎসাহিত করতে গত ২০ ডিসেম্বর থেকে আমদানির অনুমতিপত্র স্থগিত করে সরকার। কিন্তু আগের অনুমতিপত্রের মাধ্যমে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পেঁয়াজে গাছ গজানোয় কিনতে চাচ্ছেন না পাইকারেরা। এ ছাড়া নতুন করে শুল্ক বাড়ায় পেঁয়াজ আমদানি করে লোকসানের শঙ্কা করছেন তাঁরা।
বন্দরের পেঁয়াজ ব্যবসায়ী তোজাম্মেল হোসেন বলেন, ‘মেহেরপুর, পাবনা অঞ্চলে মুড়িকাটা পেঁয়াজ ওঠে গেছে, যার কারণে বাজারে এখন দেশীয় পেঁয়াজের সরবরাহ আছে। এ ছাড়া এই পেঁয়াজের মান ভালো থাকায় চাহিদা রয়েছে। একই সঙ্গে মিয়ানমার থেকেও আসায় চাহিদা কমেছে ভারতের পেঁয়াজের। যার কারণে সেভাবে পড়তা হচ্ছে না। এ কারণে ব্যবসায়ীরা এখন সমস্যা পড়েছেন।’
পেঁয়াজ কিনতে আসা পাইকার আব্দুল গফুর বলেন, ‘দেশে পেঁয়াজের চাহিদা রয়েছে, কিন্তু বর্তমানে বন্দর দিয়ে যেসব পেঁয়াজ আমদানি হচ্ছে সেগুলোতে গাছ হচ্ছে। এ কারণে আমরা পেঁয়াজ ঠিকমতো কিনতে পারছি না। এতে আমরা পাইকাররা ক্ষতির মুখে পড়ে যাচ্ছি। বিভিন্ন মোকামে পার্টিদের এসব পেঁয়াজ পছন্দ হচ্ছে না।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের তুলনায় আমদানির পরিমাণ কিছুটা কমেছে। আগে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক আমদানি হলেও এখন তা কমে ১৫ থেকে ২০ ট্রাকে নেমেছে। কোনো দিন সেই পরিমাণ আরও কমে ১০ ট্রাকে নামছে।
তিনি আরও বলেন, গত মঙ্গলবার বন্দর দিয়ে ১৬টি ট্রাকে ৪৪২ টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচাপণ্য এবং দ্রুত পচনশীল, সেহেতু এটিকে অগ্রাধিকার দিয়ে খালাসের সব ধরনের ব্যবস্থা করেছে বন্দর কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, দেশে কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত ও পেঁয়াজ চাষে উৎসাহিত করতে গত ২০ ডিসেম্বর থেকে আমদানির অনুমতিপত্র স্থগিত করে সরকার। কিন্তু আগের অনুমতিপত্রের মাধ্যমে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে