ভোলা প্রতিনিধি
ভোলার মনপুরা উপজেলায় সাত জেলেকে অপহরণ করেছেন জলদস্যুরা। গতকাল শনিবার ভোরে সাত ট্রলারে হানা দেয় জলদস্যু মহিউদ্দিন বাহিনী। এ সময় প্রত্যেক ট্রলার থেকে একজন করে মোট সাত জেলেকে অপহরণ করে হাতিয়ার চরচেঙ্গার গহিন বনে নেওয়া হয়। মুক্তিপণ হিসেবে সাড়ে ৩ লাখ টাকা দাবি করা হয়েছে। উপজেলার চরপিয়াল এলাকায় মেঘনা নদীতে মাছ ধরার সময় এ অপহরণের ঘটনা ঘটে।
জলদস্যুদের হামলা ও জেলে অপহরণের ঘটনাটি নিশ্চিত করেছেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলি উল্লা কাজল। তিনি জানান, হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী অপহৃত জেলেদের মুক্তিপণ বাবদ সাড়ে ৩ লাখ টাকা দাবি করে।
অপহৃত জেলেরা হলেন—মো. বাবুল মাঝি (৩২), ইসমাইল মাঝি (৩৫) সোহেল সুকানি (৪০), জাহাঙ্গীর মাঝি (৩৫), সোহেল মুন্সি (৩৮), রিয়াজ মাঝি (৩২) ও বাছেত মাঝি (৪৫)। তাঁদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে। অপহৃত ট্রলারের মালিক জাহাঙ্গীর মাঝি।
জেলে ও ঘটনা সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টায় চরপিয়াল এলাকায় মেঘনা নদীতে মাছ ধরার সময় জলদস্যুরা হামলা চালান বাবুল মাঝির ট্রলারে। তাঁরা পর্যায়ক্রমে ইসমাইল মাঝি, সোহেল সুকানি, জাহাঙ্গীর মাঝি, সোহেল মুন্সি, রিয়াজ মাঝি ও বাছেত মাঝির ট্রলারে হামলা চালান। জলদস্যুরা জাহাঙ্গীর মাঝির ট্রলারসহ জাহাঙ্গীর মাঝি ও প্রত্যেক ট্রলারের প্রধান মাঝিকে অপহরণ করে হাতিয়ার চরচেঙ্গার গহিন বনে নিয়ে যান। পরে জলদস্যুরা মোবাইল ফোনে আড়তদার ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজলের কাছে অপহৃত জেলেদের মুক্তিপণ বাবদ সাড়ে ৩ লাখ টাকা দাবি করেন। ঘটনাটি অপহৃত জেলেদের পরিবার ও আড়তদারকে জানানো হয়। পরে অপহরণের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে আড়তদার ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল বলেন, ‘আড়তের সাত জেলেসহ একটি ট্রলার অপহরণ করে নিয়ে গেছে হাতিয়ার জলদস্যু বাহিনী। জেলেদের উদ্ধারে পুলিশ ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে।’
এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘চরপিয়াল হাতিয়া সীমান্তে মনপুরার সাত জেলেকে অপহরণের ঘটনা শুনেছি। তবে জেলেদের উদ্ধারে ব্যবস্থা নেওয়া নেব।’
মনপুরা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. বেলায়াত হোসেন জানান, অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চলছে।
তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোনো জেলে উদ্ধার হয়নি বলে নিশ্চিত করেছে অপহৃত জেলেদের পরিবার, আড়তদার, পুলিশ ও কোস্টগার্ড।
ভোলার মনপুরা উপজেলায় সাত জেলেকে অপহরণ করেছেন জলদস্যুরা। গতকাল শনিবার ভোরে সাত ট্রলারে হানা দেয় জলদস্যু মহিউদ্দিন বাহিনী। এ সময় প্রত্যেক ট্রলার থেকে একজন করে মোট সাত জেলেকে অপহরণ করে হাতিয়ার চরচেঙ্গার গহিন বনে নেওয়া হয়। মুক্তিপণ হিসেবে সাড়ে ৩ লাখ টাকা দাবি করা হয়েছে। উপজেলার চরপিয়াল এলাকায় মেঘনা নদীতে মাছ ধরার সময় এ অপহরণের ঘটনা ঘটে।
জলদস্যুদের হামলা ও জেলে অপহরণের ঘটনাটি নিশ্চিত করেছেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলি উল্লা কাজল। তিনি জানান, হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী অপহৃত জেলেদের মুক্তিপণ বাবদ সাড়ে ৩ লাখ টাকা দাবি করে।
অপহৃত জেলেরা হলেন—মো. বাবুল মাঝি (৩২), ইসমাইল মাঝি (৩৫) সোহেল সুকানি (৪০), জাহাঙ্গীর মাঝি (৩৫), সোহেল মুন্সি (৩৮), রিয়াজ মাঝি (৩২) ও বাছেত মাঝি (৪৫)। তাঁদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে। অপহৃত ট্রলারের মালিক জাহাঙ্গীর মাঝি।
জেলে ও ঘটনা সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টায় চরপিয়াল এলাকায় মেঘনা নদীতে মাছ ধরার সময় জলদস্যুরা হামলা চালান বাবুল মাঝির ট্রলারে। তাঁরা পর্যায়ক্রমে ইসমাইল মাঝি, সোহেল সুকানি, জাহাঙ্গীর মাঝি, সোহেল মুন্সি, রিয়াজ মাঝি ও বাছেত মাঝির ট্রলারে হামলা চালান। জলদস্যুরা জাহাঙ্গীর মাঝির ট্রলারসহ জাহাঙ্গীর মাঝি ও প্রত্যেক ট্রলারের প্রধান মাঝিকে অপহরণ করে হাতিয়ার চরচেঙ্গার গহিন বনে নিয়ে যান। পরে জলদস্যুরা মোবাইল ফোনে আড়তদার ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজলের কাছে অপহৃত জেলেদের মুক্তিপণ বাবদ সাড়ে ৩ লাখ টাকা দাবি করেন। ঘটনাটি অপহৃত জেলেদের পরিবার ও আড়তদারকে জানানো হয়। পরে অপহরণের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে আড়তদার ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল বলেন, ‘আড়তের সাত জেলেসহ একটি ট্রলার অপহরণ করে নিয়ে গেছে হাতিয়ার জলদস্যু বাহিনী। জেলেদের উদ্ধারে পুলিশ ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে।’
এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘চরপিয়াল হাতিয়া সীমান্তে মনপুরার সাত জেলেকে অপহরণের ঘটনা শুনেছি। তবে জেলেদের উদ্ধারে ব্যবস্থা নেওয়া নেব।’
মনপুরা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. বেলায়াত হোসেন জানান, অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চলছে।
তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোনো জেলে উদ্ধার হয়নি বলে নিশ্চিত করেছে অপহৃত জেলেদের পরিবার, আড়তদার, পুলিশ ও কোস্টগার্ড।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগেপর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে