Ajker Patrika

গয়ড়া বাজারে ১২ জনের জায়গা চারজনের দখলে

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১৮
গয়ড়া বাজারে ১২ জনের জায়গা চারজনের দখলে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া বাজারের মাংসপট্টিতে ১২ জনের বসবার জায়গা চারজন দখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাজারের অন্য ব্যবসায়ীরা চান্দিনা উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ৭ নম্বর চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে ১২ জন মাংস ব্যবসায়ীর বসার জায়গা (চান্দিনা) রয়েছে। সেই চান্দিনায় মাংস ব্যবসায়ী শখের আলী, আরশাদ আলী, আশরাফুল ও ফারুক দখল নিয়ে ব্যবসা করছেন। ফলে অন্য মাংস ব্যবসায়ীরা সেখানে বসতে পারছেন না।

এ বিষয়ে দখলে থাকা ফারুক ও মারুফ মাংস ভান্ডারের স্বত্বাধিকারী আরশাদ আলী বলেন, ‘আমিসহ বাকি তিনজন মিলে আগের ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মণিকে মোট ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে এই জায়গা দখলে নিয়েছি। এখন তাহলে অন্যদের এখানে বসতে দেব কেন?’

এ বিষয়ে গয়ড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ আক্তার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, ‘নিয়ম অনুযায়ী বাজার থাকবে উন্মুক্ত। ১২ জনের বসার জায়গা ৪ জন দখল করে ব্যবসা করবে আর অন্যরা ব্যবসা করতে পারবে না– এটা অনুচিত।’

ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন বলেন, ‘বাজারের ব্যবসায়ীরা একাধিকবার মাংসপট্টি উন্মুক্ত করার জন্য অভিযোগ করছেন। ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে। সকলের সহযোগিতা নিয়ে দ্রুতই মাংসপট্টি উন্মুক্ত করা হবে। যাতে ১২ জন মাংস ব্যবসায়ী ওই চান্দিনায় বসতে পারেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী বলেন, ‘গয়ড়া বাজারের চান্দিনা কয়েকজন মাংস ব্যবসায়ীর দখলের বিষয়টি শুনেছি। বাজার পরিদর্শন করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত