আমানুর রহমান রনি, ঢাকা
রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলার অভিযোগপত্র এখনো দেওয়া হয়নি। বাদীর অভিযোগ, এক আসামির জবানবন্দিতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কয়েক নেতার নাম আসায় শেষপর্যায়ে এসে তদন্তের অগ্রগতি থমকে গেছে। তবে তদন্তকারী সংস্থা বলেছে, তদন্ত শেষ হলেই অভিযোগপত্র দেওয়া হবে।
এদিকে এ মামলায় পুলিশ ও র্যাবের হাতে গ্রেপ্তার ২৫ আসামির মধ্যে পাঁচজন ইতিমধ্যে জামিন পেয়েছেন। ডিবি ও আদালত সূত্রে জানা গেছে, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন রাকিবুর রহমান, ইয়াসির আরাফাত সৈকত ও ইশতিয়াক আহম্মেদ জিতু এবং মহানগর দায়রা জজ আদালত থেকে গত ডিসেম্বরে মশিউর রহমান একরাম ও গত বৃহস্পতিবার জামিন পেয়েছেন আরিফুর রহমান সোহেল ওরফে ‘ঘাতক’ সোহেল।
নিহত টিপুর পরিবার বলেছে, গুরুত্বপূর্ণ আসামিরা জামিন পাওয়ায় তাঁরা আতঙ্কিত। ইতিমধ্যে কয়েক দফায় হুমকি পেয়েছেন। অনেক আসামির নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য টিপুর স্ত্রী ও মামলার বাদী ফারহানা ইসলাম ডলিকে ফোনে হুমকি দেওয়া হয়েছে।
ডলি গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘যারা হত্যাকাণ্ডে ও পরিকল্পনায় অংশ নিয়েছিল, তাদের জামিন হয়ে যাচ্ছে। আমি বিষয়টি নিয়ে খুবই আতঙ্কিত। দুজন মানুষকে গুলি করে সবার চোখের সামনে হত্যা করা হলো, সেই মামলার অভিযোগপত্র এখনো হচ্ছে না।’ তিনি বলেন, ‘প্রভাবশালীদের নাম আসায় তদন্ত থমকে গেছে।’ প্রভাবশালী কারা? জানতে চাইলে তিনি বলেন, ‘সন্ত্রাসী সুমন শিকদার মুসাকে ওমান থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হলো, আদালতে তার দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে প্রভাবশালীদের নাম এসেছে। বাদী হয়েও আমি তার জবানবন্দি দেখতে পারছি না, আমার আইনজীবীও দেখতে পারছেন না। উচ্চ আদালতে তিন আসামির জামিন শুনানিতে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপর আসামির জবানবন্দিতে তাঁদের নাম আসার বিষয়টি নজরে আনেন। এতে উচ্চ আদালত মুসার জবানবন্দি তলব করেন। সে সময় আমি আইনজীবীদের মাধ্যমে প্রভাবশালীদের নাম জানতে পারি। তাঁরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল শাহরিয়ার ও ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা সাগর। তাঁদের মধ্যে শেষের দুজনকে ডিবি গ্রেপ্তার করেছে। তবে প্রথম দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানতে পেরেছি।’
টিপুর স্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি পরিকল্পনাকারীদের নাম-পরিচয় জানতে চাই। প্রভাবশালীরাই মামলার তদন্তে বাধা দিচ্ছেন।’
তবে মারুফ আহমেদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘যিনি আদালতে আমার নাম বলেছেন, সেই মুসাকে আমি চিনি না। কোনো দিন তার সঙ্গে দেখাও হয়নি। কেন আমার নাম বললেন, জানি না। নিহত টিপুর সঙ্গে আমার ব্যক্তিগত বা রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না। এ নিয়ে কোনো সংস্থা আমাকে জিজ্ঞাসাবাদও করেনি।’
এদিকে গোলাম আশরাফ তালুকদার বলেন, ‘আমি এক সময় মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। টিপু আমার ছোট ভাইয়ের মতো, কোনো বিরোধ ছিল না। আমরা একসঙ্গে রাজনীতি করেছি। মুসা কি বলেছে, কি করেছে, তা আমি জানি না। মুসাসহ এদের (আসামি) কাউকে আমি চিনি না।’ তিনি বলেন, ‘ডিবি আমাকে ডেকেছিল, আমি বক্তব্য দিয়ে এসেছি। এর বাইরে আমি কিছু জানি না।’
মামলায় গ্রেপ্তার ২৫ জন হলেন দুর্ধর্ষ সন্ত্রাসী সুমন শিকদার মুসা, নাসির উদ্দিন ওরফে কিলার নাসির, ওমর ফারুক, মোরশেদুল আলম ওরফে কাইল্যা পলাশ, মো. আবু সালেহ শিকদার ওরফে শুটার সালেহ, আবুল হোসেন মোহাম্মদ আরফান উল্লাহ ইমাম খান ওরফে দামাল, নাসির উদ্দিন মানিক মারুফ খান, মশিউর রহমান একরাম, ইয়াসির আরাফাত সৈকত, সেকান্দার সিকদার আকাশ, হাফিজুল ইসলাম, ইশতিয়াক আহম্মেদ জিতু, ইমরান হোসেন জিতু, রাকিবুর রহমান, মাহবুবুর রহমান, জুবের আলম খান রবিন ওরফে রেলওয়ে রবিন, আরিফুর রহমান সোহেল ওরফে ‘ঘাতক’ সোহেল, খাইরুল ইসলাম, সোহেল শাহরিয়ার, মারুফ রেজা সাগর, শামীম হোসাইন ওরফে মোল্লা শামীম, তৌফিক হাসান ওরফে বাবু, সুমন হোসেন ওরফে সুমন, এহতেশাম উদ্দিন চৌধুরী ওরফে অপু ও শরিফুল ইসলাম ওরফে হৃদয়। এঁদের মধ্যে মুসা দুবাইয়ে কয়েক দিন থাকার পর ওমান চলে গিয়েছিলেন। ইন্টারপোলের দেওয়া তথ্যে গত ১৭ মে মুসাকে আটক করে ওমান পুলিশ। পরে ইন্টারপোলের মাধ্যমে তাঁকে দেশে আনা হয়। মুসা, আকাশ ও নাসির হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
গত বছরের ২৪ মার্চ রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে গুলি করে হত্যা করা হয় জাহিদুল ইসলাম টিপুকে। ওই সময় সড়কে যানজটে আটকা পড়া রিকশায় বসে থাকা কলেজছাত্রী প্রীতি গুলিবিদ্ধ হয়ে মারা যান। গুলিবিদ্ধ হন টিপুকে বহন করা মাইক্রোবাসের চালক। এ ঘটনায় টিপুর স্ত্রীর করা মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ।
১১ জানুয়ারি মামলাটির প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু ডিবির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইয়াসিন সিকদার প্রতিবেদন না দেওয়ায় আদালত ২৭ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন।
বাদীর আইনজীবী নীলিমা ইব্রাহীম সুরভী আজকের পত্রিকাকে বলেন, ‘গত বুধবার মামলার ধার্য তারিখ ছিল, কিন্তু সেই দিন কোনো জামিনের শুনানি হয়নি। বৃহস্পতিবার মহানগর দায়রা জজ থেকে সন্দেহভাজন আসামি আরিফুর রহমান সোহেল ওরফে ঘাতক সোহেল জামিন পেয়েছেন। এর আগে আরও চারজন জামিন পেয়েছেন।’
বাদী ডলি বলেন, ‘সবাই বের হয়ে যাচ্ছে। কেন চার্জশিটে বিলম্ব হচ্ছে, তা আমি জানি না। ডিবি প্রথমে অনেক কাজ করেছে, কিন্তু এখন তারা কী করছে, আমি জানি না।’
মামলার অভিযোগপত্র কবে দেওয়া হবে জানতে চাইলে ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার মাসুদ আল রাজীব আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটির তদন্ত চলছে, তদন্ত শেষ হলেই অভিযোগপত্র দেওয়া হবে।’
রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলার অভিযোগপত্র এখনো দেওয়া হয়নি। বাদীর অভিযোগ, এক আসামির জবানবন্দিতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কয়েক নেতার নাম আসায় শেষপর্যায়ে এসে তদন্তের অগ্রগতি থমকে গেছে। তবে তদন্তকারী সংস্থা বলেছে, তদন্ত শেষ হলেই অভিযোগপত্র দেওয়া হবে।
এদিকে এ মামলায় পুলিশ ও র্যাবের হাতে গ্রেপ্তার ২৫ আসামির মধ্যে পাঁচজন ইতিমধ্যে জামিন পেয়েছেন। ডিবি ও আদালত সূত্রে জানা গেছে, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন রাকিবুর রহমান, ইয়াসির আরাফাত সৈকত ও ইশতিয়াক আহম্মেদ জিতু এবং মহানগর দায়রা জজ আদালত থেকে গত ডিসেম্বরে মশিউর রহমান একরাম ও গত বৃহস্পতিবার জামিন পেয়েছেন আরিফুর রহমান সোহেল ওরফে ‘ঘাতক’ সোহেল।
নিহত টিপুর পরিবার বলেছে, গুরুত্বপূর্ণ আসামিরা জামিন পাওয়ায় তাঁরা আতঙ্কিত। ইতিমধ্যে কয়েক দফায় হুমকি পেয়েছেন। অনেক আসামির নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য টিপুর স্ত্রী ও মামলার বাদী ফারহানা ইসলাম ডলিকে ফোনে হুমকি দেওয়া হয়েছে।
ডলি গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘যারা হত্যাকাণ্ডে ও পরিকল্পনায় অংশ নিয়েছিল, তাদের জামিন হয়ে যাচ্ছে। আমি বিষয়টি নিয়ে খুবই আতঙ্কিত। দুজন মানুষকে গুলি করে সবার চোখের সামনে হত্যা করা হলো, সেই মামলার অভিযোগপত্র এখনো হচ্ছে না।’ তিনি বলেন, ‘প্রভাবশালীদের নাম আসায় তদন্ত থমকে গেছে।’ প্রভাবশালী কারা? জানতে চাইলে তিনি বলেন, ‘সন্ত্রাসী সুমন শিকদার মুসাকে ওমান থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হলো, আদালতে তার দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে প্রভাবশালীদের নাম এসেছে। বাদী হয়েও আমি তার জবানবন্দি দেখতে পারছি না, আমার আইনজীবীও দেখতে পারছেন না। উচ্চ আদালতে তিন আসামির জামিন শুনানিতে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপর আসামির জবানবন্দিতে তাঁদের নাম আসার বিষয়টি নজরে আনেন। এতে উচ্চ আদালত মুসার জবানবন্দি তলব করেন। সে সময় আমি আইনজীবীদের মাধ্যমে প্রভাবশালীদের নাম জানতে পারি। তাঁরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল শাহরিয়ার ও ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা সাগর। তাঁদের মধ্যে শেষের দুজনকে ডিবি গ্রেপ্তার করেছে। তবে প্রথম দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানতে পেরেছি।’
টিপুর স্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি পরিকল্পনাকারীদের নাম-পরিচয় জানতে চাই। প্রভাবশালীরাই মামলার তদন্তে বাধা দিচ্ছেন।’
তবে মারুফ আহমেদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘যিনি আদালতে আমার নাম বলেছেন, সেই মুসাকে আমি চিনি না। কোনো দিন তার সঙ্গে দেখাও হয়নি। কেন আমার নাম বললেন, জানি না। নিহত টিপুর সঙ্গে আমার ব্যক্তিগত বা রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না। এ নিয়ে কোনো সংস্থা আমাকে জিজ্ঞাসাবাদও করেনি।’
এদিকে গোলাম আশরাফ তালুকদার বলেন, ‘আমি এক সময় মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। টিপু আমার ছোট ভাইয়ের মতো, কোনো বিরোধ ছিল না। আমরা একসঙ্গে রাজনীতি করেছি। মুসা কি বলেছে, কি করেছে, তা আমি জানি না। মুসাসহ এদের (আসামি) কাউকে আমি চিনি না।’ তিনি বলেন, ‘ডিবি আমাকে ডেকেছিল, আমি বক্তব্য দিয়ে এসেছি। এর বাইরে আমি কিছু জানি না।’
মামলায় গ্রেপ্তার ২৫ জন হলেন দুর্ধর্ষ সন্ত্রাসী সুমন শিকদার মুসা, নাসির উদ্দিন ওরফে কিলার নাসির, ওমর ফারুক, মোরশেদুল আলম ওরফে কাইল্যা পলাশ, মো. আবু সালেহ শিকদার ওরফে শুটার সালেহ, আবুল হোসেন মোহাম্মদ আরফান উল্লাহ ইমাম খান ওরফে দামাল, নাসির উদ্দিন মানিক মারুফ খান, মশিউর রহমান একরাম, ইয়াসির আরাফাত সৈকত, সেকান্দার সিকদার আকাশ, হাফিজুল ইসলাম, ইশতিয়াক আহম্মেদ জিতু, ইমরান হোসেন জিতু, রাকিবুর রহমান, মাহবুবুর রহমান, জুবের আলম খান রবিন ওরফে রেলওয়ে রবিন, আরিফুর রহমান সোহেল ওরফে ‘ঘাতক’ সোহেল, খাইরুল ইসলাম, সোহেল শাহরিয়ার, মারুফ রেজা সাগর, শামীম হোসাইন ওরফে মোল্লা শামীম, তৌফিক হাসান ওরফে বাবু, সুমন হোসেন ওরফে সুমন, এহতেশাম উদ্দিন চৌধুরী ওরফে অপু ও শরিফুল ইসলাম ওরফে হৃদয়। এঁদের মধ্যে মুসা দুবাইয়ে কয়েক দিন থাকার পর ওমান চলে গিয়েছিলেন। ইন্টারপোলের দেওয়া তথ্যে গত ১৭ মে মুসাকে আটক করে ওমান পুলিশ। পরে ইন্টারপোলের মাধ্যমে তাঁকে দেশে আনা হয়। মুসা, আকাশ ও নাসির হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
গত বছরের ২৪ মার্চ রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে গুলি করে হত্যা করা হয় জাহিদুল ইসলাম টিপুকে। ওই সময় সড়কে যানজটে আটকা পড়া রিকশায় বসে থাকা কলেজছাত্রী প্রীতি গুলিবিদ্ধ হয়ে মারা যান। গুলিবিদ্ধ হন টিপুকে বহন করা মাইক্রোবাসের চালক। এ ঘটনায় টিপুর স্ত্রীর করা মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ।
১১ জানুয়ারি মামলাটির প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু ডিবির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইয়াসিন সিকদার প্রতিবেদন না দেওয়ায় আদালত ২৭ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন।
বাদীর আইনজীবী নীলিমা ইব্রাহীম সুরভী আজকের পত্রিকাকে বলেন, ‘গত বুধবার মামলার ধার্য তারিখ ছিল, কিন্তু সেই দিন কোনো জামিনের শুনানি হয়নি। বৃহস্পতিবার মহানগর দায়রা জজ থেকে সন্দেহভাজন আসামি আরিফুর রহমান সোহেল ওরফে ঘাতক সোহেল জামিন পেয়েছেন। এর আগে আরও চারজন জামিন পেয়েছেন।’
বাদী ডলি বলেন, ‘সবাই বের হয়ে যাচ্ছে। কেন চার্জশিটে বিলম্ব হচ্ছে, তা আমি জানি না। ডিবি প্রথমে অনেক কাজ করেছে, কিন্তু এখন তারা কী করছে, আমি জানি না।’
মামলার অভিযোগপত্র কবে দেওয়া হবে জানতে চাইলে ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার মাসুদ আল রাজীব আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটির তদন্ত চলছে, তদন্ত শেষ হলেই অভিযোগপত্র দেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে