ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা রেলস্টেশন বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। রেলস্টেশনটির সৌন্দর্য গিলেছে বর্জ্যের স্তূপে। কন্টেইনার না থাকায় যেখানে সেখানে বর্জ্য ফেলায় সৌন্দর্যের পরিবর্তে রেলস্টেশনটিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। গন্ধে স্টেশনে ঢোকাই এখন দায়।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, রেলস্টেশনের টিকিট কাউন্টার ভবনের ২০০ গজ দূর থেকে শুরু করে প্ল্যাটফর্মের পুরাতন ভবন পর্যন্ত রাস্তার পশ্চিম-উত্তর পাশে বর্জ্যের স্তূপ। এখানে মানুষ শুধু বর্জ্য ফেলছে না, এলাকাটি উন্মুক্ত মূত্রাগারেও পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা বেওয়ারিশ কুকুর টেনে নিয়ে সেগুলো আশপাশের রাস্তায় ছড়াচ্ছে প্রতিনিয়ত।
রেলস্টেশন এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম তারিখ বলেন, ‘বর্জ্য ফেলার কোনো কন্টেইনার না থাকায় এখানে ফেলা হয়। এলাকার দোকানি ও এলাকাবাসীর বর্জ্য ফেলার কোনো ব্যবস্থা নেই এখানে। বিষয়টি একাধিকবার পৌরসভা কর্তৃপক্ষকে বলা হয়েছে, কিন্তু কাজ হয়নি।’
কবি সাইফুদ্দিন সাইফুল বলেন, ‘অনেক টাকা খরচ করে আধুনিকায়ন করা হয়েছে এ রেলস্টেশন। স্টেশনটিতে শুধু আন্তনগর না, ঢাকা-বেনাপোল, কলকাতাগামী ট্রেন থামে ও চলাচল করে। অথচ, বর্জ্যের ভাগাড়ে পরিণত হতে চলছে এলাকাটি। এমনকি রাতে আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যায় স্থানটি ভুতুড়ে মনে হয়।’
ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা বলেন, ‘বিষয়টি আমি স্টেশন মাস্টারকে জানিয়েছি। খুব শিগগিরই রেলস্টেশনে বর্জ্য ফেলার কন্টেইনার দেওয়া হবে।’
যশোরের ঝিকরগাছা রেলস্টেশন বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। রেলস্টেশনটির সৌন্দর্য গিলেছে বর্জ্যের স্তূপে। কন্টেইনার না থাকায় যেখানে সেখানে বর্জ্য ফেলায় সৌন্দর্যের পরিবর্তে রেলস্টেশনটিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। গন্ধে স্টেশনে ঢোকাই এখন দায়।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, রেলস্টেশনের টিকিট কাউন্টার ভবনের ২০০ গজ দূর থেকে শুরু করে প্ল্যাটফর্মের পুরাতন ভবন পর্যন্ত রাস্তার পশ্চিম-উত্তর পাশে বর্জ্যের স্তূপ। এখানে মানুষ শুধু বর্জ্য ফেলছে না, এলাকাটি উন্মুক্ত মূত্রাগারেও পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা বেওয়ারিশ কুকুর টেনে নিয়ে সেগুলো আশপাশের রাস্তায় ছড়াচ্ছে প্রতিনিয়ত।
রেলস্টেশন এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম তারিখ বলেন, ‘বর্জ্য ফেলার কোনো কন্টেইনার না থাকায় এখানে ফেলা হয়। এলাকার দোকানি ও এলাকাবাসীর বর্জ্য ফেলার কোনো ব্যবস্থা নেই এখানে। বিষয়টি একাধিকবার পৌরসভা কর্তৃপক্ষকে বলা হয়েছে, কিন্তু কাজ হয়নি।’
কবি সাইফুদ্দিন সাইফুল বলেন, ‘অনেক টাকা খরচ করে আধুনিকায়ন করা হয়েছে এ রেলস্টেশন। স্টেশনটিতে শুধু আন্তনগর না, ঢাকা-বেনাপোল, কলকাতাগামী ট্রেন থামে ও চলাচল করে। অথচ, বর্জ্যের ভাগাড়ে পরিণত হতে চলছে এলাকাটি। এমনকি রাতে আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যায় স্থানটি ভুতুড়ে মনে হয়।’
ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা বলেন, ‘বিষয়টি আমি স্টেশন মাস্টারকে জানিয়েছি। খুব শিগগিরই রেলস্টেশনে বর্জ্য ফেলার কন্টেইনার দেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে