কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর)
টানা ৪৫ বছরেও যশোরের কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ের দেখা পায়নি আওয়ামী লীগ বা দলের কোনো নেতা। ১৯৭৭ সাল থেকে এ পর্যন্ত সদর ইউপি নির্বাচনে কোনো আওয়ামী লীগ নেতা বিজয়ী হতে পারেননি। আর ১৯৮৮ সাল থেকে একটানা বিএনপির দখলে রয়েছে ইউপি চেয়ারম্যানের পদটি।
সর্বশেষ গত সোমবার টানা চতুর্থবারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায় অধ্যাপক আলাউদ্দীন আলা।
ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের নামের তালিকা বোর্ড থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ১৯৭৩ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা সুবোধ কুমার মিত্র। ১৯৭৭ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান ছিলেন এস এম ইসহাক। এর পর থেকে ১৯৮৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা তিনবার ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ বিশ্বাস। পরে ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলাউদ্দীন আলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনেও তিনি এ ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন।
সর্বশেষ গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের কেশবপুরের ১১ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদর ইউপির ২ নম্বর ওয়ার্ডের মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কারচুপির অভিযোগে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। অন্য আটটি ওয়ার্ডের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আলাউদ্দীন আলার থেকে ৪৫৮ ভোট বেশি পেয়ে এগিয়ে ছিলেন। কিন্তু ৭ ফেব্রুয়ারি স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট হলে আলাউদ্দীন আলা ১ হাজার ১৭৩ ভোট এবং গৌতম রায় ৫১৪ ভোট পান। মোট ভোটের ফলাফলে আলাউদ্দীন আলা ২০১ ভোট বেশি পেয়ে টানা ৪ বার চেয়ারম্যান নির্বাচিত হলেন।
১৯৬৪ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত কফিল উদ্দিন আহমেদ এবং ১৯৬০ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত গাজী এরশাদ আলী কেশবপুর সদর ইউপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাঁদের দুজনের কেউই আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন না।
টানা ৪৫ বছরেও যশোরের কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ের দেখা পায়নি আওয়ামী লীগ বা দলের কোনো নেতা। ১৯৭৭ সাল থেকে এ পর্যন্ত সদর ইউপি নির্বাচনে কোনো আওয়ামী লীগ নেতা বিজয়ী হতে পারেননি। আর ১৯৮৮ সাল থেকে একটানা বিএনপির দখলে রয়েছে ইউপি চেয়ারম্যানের পদটি।
সর্বশেষ গত সোমবার টানা চতুর্থবারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায় অধ্যাপক আলাউদ্দীন আলা।
ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের নামের তালিকা বোর্ড থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ১৯৭৩ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা সুবোধ কুমার মিত্র। ১৯৭৭ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান ছিলেন এস এম ইসহাক। এর পর থেকে ১৯৮৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা তিনবার ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ বিশ্বাস। পরে ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলাউদ্দীন আলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনেও তিনি এ ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন।
সর্বশেষ গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের কেশবপুরের ১১ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদর ইউপির ২ নম্বর ওয়ার্ডের মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কারচুপির অভিযোগে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। অন্য আটটি ওয়ার্ডের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আলাউদ্দীন আলার থেকে ৪৫৮ ভোট বেশি পেয়ে এগিয়ে ছিলেন। কিন্তু ৭ ফেব্রুয়ারি স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট হলে আলাউদ্দীন আলা ১ হাজার ১৭৩ ভোট এবং গৌতম রায় ৫১৪ ভোট পান। মোট ভোটের ফলাফলে আলাউদ্দীন আলা ২০১ ভোট বেশি পেয়ে টানা ৪ বার চেয়ারম্যান নির্বাচিত হলেন।
১৯৬৪ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত কফিল উদ্দিন আহমেদ এবং ১৯৬০ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত গাজী এরশাদ আলী কেশবপুর সদর ইউপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাঁদের দুজনের কেউই আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন না।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে