হরিজনদের কর্মবিরতি, পৌর এলাকায় বর্জ্যের স্তূপ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২২, ১২: ০০

যশোরের ঝিকরগাছায় হরিজনদের স্থায়ী বসতভিটার দাবিতে কর্মবিরতির কারণে পৌর এলাকা বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। এসব ময়লা-আবর্জনার দুর্গন্ধে চলাচল কঠিন হয়ে পড়েছে। চার দিন ধরে পৌরসভা ও ঝিকরগাছা বাজারে পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত হরিজন সম্প্রদায়ের লোকেরা কর্মবিরতি পালন করছেন।

গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, পৌরসভার সব রাস্তা, যশোর-বেনাপোল মহাসড়ক ও ঝিকরগাছা বাজারে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এসবের দুর্গন্ধে মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে দু-এক দিন পর এলাকায় বসবাস করা অসম্ভব হয়ে পড়বে।

পরিচ্ছন্নতাকর্মী দিনু দাস বলেন, ‘বংশানুক্রমে হরিজন পরিবারের আমরা ৬০ পরিবার ঝিকরগাছা বাজারে রেললাইনের দুই পাশে বসবাস করে আসছিলাম। ছয় বছর আগে সেখান থেকে আমাদের উচ্ছেদ করে পুরন্দরপুর ঋষিপাড়ায় ঘর করার জন্য জমি দেওয়া হয়। এ জমি স্থায়ীভাবে পেতে তখন পৌরসভার মেয়রকে আমরা ৬০ পরিবার মিলে সাড়ে ৭ লাখ টাকা দিয়েছিলাম। কিন্তু এখনো এ জমি আমরা পাইনি। এই জমি না দিলে আমরা কাজে ফিরব না।’

পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের বাজন্দারপাড়ার নাসিমুল হক রনি বলেন, ‘আমাদের পাড়ার ড্রেন পরিষ্কার করে পাঁচ দিন ধরে রাস্তার ওপর ফেলে রাখায় চলাচল বন্ধ হয়ে পড়েছে। আজ (শুক্রবার) সকালে সুইপাররা ময়লা-আবর্জনা নিয়ে রাস্তায় ছড়িয়েছে। এতে দুর্গন্ধে চলাফেরা করা যাচ্ছে না।’

পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল বলেন, হরিজনদের সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক বলেন, যে জমিতে হরিজন সম্প্রদায়ের পরিবার বসবাস করছে, সেটি অর্পিত সম্পত্তি। এটা খাস করে তাদের ঘর করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু মামলা থাকায় তা বিলম্বিত হচ্ছে। তাদের ধর্মঘটের বিষয়টি নিয়ে শুক্রবার সন্ধ্যায় বসা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত