Ajker Patrika

কচুয়ায় কৃষি উন্নয়ন সেবা কেন্দ্র বেহাল

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২২, ১২: ১৫
কচুয়ায় কৃষি উন্নয়ন সেবা কেন্দ্র বেহাল

কচুয়ার ১২টি ইউনিয়নের কৃষি উন্নয়ন সেবা কেন্দ্রে বেহাল দশা বিরাজ করছে। কৃষকদের দক্ষ করে গড়ে তুলতে পাকিস্তান আমলে (১৯৬১–১৯৬৫ সালের মধ্যে) কৃষি বিভাগ এসব সেবা কেন্দ্র নির্মাণ করে। বর্তমানে প্রায় সব কয়টি কেন্দ্রের ভবনসমূহের ছাদ ও দেয়াল ধসে পড়েছে। ২–৩টি ভবনের ছাদ ও দেয়াল থাকলেও সেগুলোতে ফাটল সৃষ্টি হয়েছে। দরজা ও জানালার রডে মরিচা ধরে সেগুলো নষ্ট হয়ে গেছে। ভঙ্গুর এসব দরজা-জানালা ও মরিচা ধরা রড রাতের অন্ধকারে খুলে নিয়ে যাচ্ছে স্থানীয় লোকজন। একইভাবে লুটপাট করে নিয়ে যাচ্ছে ধসে পড়া দেওয়ালের ইট।

কৃষি অধিদপ্তরের অর্থ বরাদ্দে ১৯৯৭-১৯৯৮ অর্থবছরে গোহট উত্তর ইউনিয়নের তালতলি গ্রামে নির্মিত উন্নয়ন সেবা কেন্দ্র ভবনের পুনঃনির্মাণ করা হয়। পুনঃনির্মাণকৃত এ কেন্দ্রের ভবনটিরও এখন ভগ্নদশা। সম্প্রতি দুষ্কৃতকারীরা রাতের অন্ধকারে ভবনটির দরজা-জানালা ও জানালার রড খুলে নিয়ে গেছে। এ ব্যাপারে কচুয়া উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে কচুয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

বর্তমানে উপজেলার সেবা কেন্দ্রগুলোর সবকয়টি ভবন সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। পরিত্যক্ত এসব ভবনে বাধা হচ্ছে গরু ও ছাগলসহ অন্যান্য গৃহপালিত প্রাণী। এসব জায়গায় সংরক্ষণ করা হচ্ছে পাতা, খড়-কুটা, টুকরা কাঠ ও বস্তা ভরা চালের কুড়াসহ অন্যান্য জ্বালানি সামগ্রী।

এসব কৃষি উন্নয়ন সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করতে তৎকালীন সময়ের বিত্তশালী ব্যক্তিরা ৫ থেকে ১০ শতাংশ ভূমি দলিলসহ দান করেন। বছরের পর বছর কেন্দ্রগুলো ব্যবহার না হওয়ায় ভবনের চারপাশের জায়গা স্থানীয়রা ভোগ দখল করে নিচ্ছে। কোনো কোনো কেন্দ্রের দানকৃত সম্পত্তি স্থানীয়রা তাদের নিজ খতিয়ানভুক্ত করে নেওয়ারও অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন বলেন, কয়েকটি কেন্দ্রের জমি দানের দলিল আমার কার্যালয়ে আছে। বাকি দলিলগুলো দ্রুত সংগ্রহ করে প্রত্যেকটি কেন্দ্রের দান করা সম্পত্তির সীমানা চিহ্নিত করে বেড়া দেওয়ার ব্যবস্থা করা হবে। তা ছাড়া জরাজীর্ণ ভবনসমূহ পুনঃনির্মাণ করার পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করারও আশ্বাস দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত