বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান
প্রখর রোদের মাঝেও ট্রাকের পেছনে মানুষের দীর্ঘ সারি। টিসিবির পণ্য কেনার অপেক্ষায় তাঁরা। একটু কম দামের আশায় সারিতে দাঁড়িয়েছেন অনেক নারী। এভাবে ঘণ্টা পেরিয়ে গেলেও মিলছে মাত্র তিনটি পণ্য।
বান্দরবান শহরের বিভিন্ন এলাকায় ট্রাকে টিসিবির পণ্য বিক্রির সময় এমন দৃশ্য দেখা যায়। জেলা সদর ও পৌরসভায় একজন ডিলার দিয়ে একেক দিন একেক এলাকায় পণ্য বিক্রি চলছে। তাই টিসিবির ট্রাক গেলে ফ্যামিলি কার্ড নিয়ে ভিড় করেন উপকারভোগীরা।
রমজানে নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি করছে সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রমজানের আগে এই উদ্যোগ নেওয়া হয়।
বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. কায়েসুর রহমান বলেন, ‘ফ্যামিলি কার্ডের’ মাধ্যমে একটি পরিবার রমজান উপলক্ষে দুই দফায় পণ্য কেনার সুযোগ পাবে। প্রথম দফায় রমজানের আগে তিনটি পণ্য বিক্রি হলেও রমজানের মধ্যে এর সঙ্গে যুক্ত হবে ছোলা। একজন দুই কেজি ছোলা কিনতে পারবেন।
জানা গেছে, গত ২০ মার্চ থেকে সারা দেশে ১ কোটি পরিবারে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির অংশ হিসেবে বান্দরবানে এই কার্যক্রম শুরু হয়। এদিন শহরের রাজার মাঠে কার্যক্রম উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উশৈসিং।
বান্দরবান সদরে টিসিবির পণ্য বিক্রির সময় ট্রাকের পেছনে সারিবদ্ধভাবে দাঁড়ান ওই এলাকার লোকজন। মাত্র তিনটি পণ্য কিনতে পারলেও খুশি নিম্ন আয়ের মানুষ।
পৌর এলাকার বাসিন্দা আবদুল জলিল, নুরে আলম, মিনা বালা দাশ, সালমা বেগমসহ কয়েকজন বলেন, টিসিবির পণ্য কিনতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তারপরও কিছু টাকা সাশ্রয় হচ্ছে। তবে এর সঙ্গে পেঁয়াজ, আলু ও ছোলার সঙ্গে খেজুর বিক্রি হলে নিম্ন আয়ের মানুষের বড় উপকার হতো।
পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের যৌথ খামার এলাকার মো. সরোয়ার বলেন, ‘বর্তমানে বাজারে পণ্যের দাম সাধারণের নাগালের বাইরে। এক লিটার সয়াবিন ১৭০ টাকা, এক কেজি চিনি ৭৫ থেকে ৭৮, এক কেজি মসুর ডাল ১০০ থেকে ১২০ টাকা। সেখানে টিসিবির পণ্যে কিছু অর্থ সাশ্রয় হচ্ছে।’ রমজানের পরও এই পণ্য বিক্রি অব্যাহত রাখার দাবি জানান তিনি।
এদিকে জনপ্রতিনিধিদের করে দেওয়া ফ্যামিলি কার্ডের বাইরেও অনেক নিম্ন আয়ের মানুষ রয়েছে। তাঁরা বলছেন, আগে কার্ড না থাকায় লাইনে দাঁড়িয়ে যে কেউ পণ্য কেনার সুযোগ পেতেন। এখন কার্ড হওয়ায় প্রয়োজন থাকলেও টিসিবির পণ্য কেনার সুযোগ নেই।
বান্দরবান জেলা প্রশাসন ও টিসিবির ডিলার সূত্রে জানা গেছে, আগে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে উন্মুক্তভাবে পণ্য বিক্রি হতো। এতে অনেক সময় ডিলাররা কালোবাজারে পণ্য বিক্রি করে দিতেন ও একজন ক্রেতা একাধিকবার পণ্য কেনার সুযোগ নিতেন। এ জন্য ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভার জনপ্রতিনিধিদের মাধ্যমে করে দেওয়া ‘ফ্যামিলি কার্ড’ পদ্ধতিতে পণ্য বিক্রি করা হচ্ছে।
জানা গেছে, জনপ্রতিনিধিরা নিজ এলাকায় নিম্ন আয়ের মানুষের তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেন। সে অনুযায়ী ফ্যামিলি কার্ড তৈরি করে দিয়েছে জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য শাখা।
জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য শাখা সূত্রে জানা গেছে, বান্দরবানে মোট ৬৪ হাজার ২৪১ পরিবারকে কার্ড দেওয়া হয়েছে। জেলার সাতটি উপজেলা ও দুটি পৌরসভার জন্য ছয়জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বান্দরবান পৌরসভা ও সদর উপজেলার জন্য একজন; লামা উপজেলায় দুজন, থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় একজন এবং আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় একজন করে ডিলার দেওয়া হয়।
বান্দরবান সদর ইউএনও সাবরিয়া আফরিন মোস্তফা জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন দুই কেজি করে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি প্যাকেজ হিসেবে কিনতে পারবেন। এর মূল্য ধরা হয়েছে ৪৬০ টাকা।
প্রখর রোদের মাঝেও ট্রাকের পেছনে মানুষের দীর্ঘ সারি। টিসিবির পণ্য কেনার অপেক্ষায় তাঁরা। একটু কম দামের আশায় সারিতে দাঁড়িয়েছেন অনেক নারী। এভাবে ঘণ্টা পেরিয়ে গেলেও মিলছে মাত্র তিনটি পণ্য।
বান্দরবান শহরের বিভিন্ন এলাকায় ট্রাকে টিসিবির পণ্য বিক্রির সময় এমন দৃশ্য দেখা যায়। জেলা সদর ও পৌরসভায় একজন ডিলার দিয়ে একেক দিন একেক এলাকায় পণ্য বিক্রি চলছে। তাই টিসিবির ট্রাক গেলে ফ্যামিলি কার্ড নিয়ে ভিড় করেন উপকারভোগীরা।
রমজানে নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি করছে সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রমজানের আগে এই উদ্যোগ নেওয়া হয়।
বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. কায়েসুর রহমান বলেন, ‘ফ্যামিলি কার্ডের’ মাধ্যমে একটি পরিবার রমজান উপলক্ষে দুই দফায় পণ্য কেনার সুযোগ পাবে। প্রথম দফায় রমজানের আগে তিনটি পণ্য বিক্রি হলেও রমজানের মধ্যে এর সঙ্গে যুক্ত হবে ছোলা। একজন দুই কেজি ছোলা কিনতে পারবেন।
জানা গেছে, গত ২০ মার্চ থেকে সারা দেশে ১ কোটি পরিবারে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির অংশ হিসেবে বান্দরবানে এই কার্যক্রম শুরু হয়। এদিন শহরের রাজার মাঠে কার্যক্রম উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উশৈসিং।
বান্দরবান সদরে টিসিবির পণ্য বিক্রির সময় ট্রাকের পেছনে সারিবদ্ধভাবে দাঁড়ান ওই এলাকার লোকজন। মাত্র তিনটি পণ্য কিনতে পারলেও খুশি নিম্ন আয়ের মানুষ।
পৌর এলাকার বাসিন্দা আবদুল জলিল, নুরে আলম, মিনা বালা দাশ, সালমা বেগমসহ কয়েকজন বলেন, টিসিবির পণ্য কিনতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তারপরও কিছু টাকা সাশ্রয় হচ্ছে। তবে এর সঙ্গে পেঁয়াজ, আলু ও ছোলার সঙ্গে খেজুর বিক্রি হলে নিম্ন আয়ের মানুষের বড় উপকার হতো।
পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের যৌথ খামার এলাকার মো. সরোয়ার বলেন, ‘বর্তমানে বাজারে পণ্যের দাম সাধারণের নাগালের বাইরে। এক লিটার সয়াবিন ১৭০ টাকা, এক কেজি চিনি ৭৫ থেকে ৭৮, এক কেজি মসুর ডাল ১০০ থেকে ১২০ টাকা। সেখানে টিসিবির পণ্যে কিছু অর্থ সাশ্রয় হচ্ছে।’ রমজানের পরও এই পণ্য বিক্রি অব্যাহত রাখার দাবি জানান তিনি।
এদিকে জনপ্রতিনিধিদের করে দেওয়া ফ্যামিলি কার্ডের বাইরেও অনেক নিম্ন আয়ের মানুষ রয়েছে। তাঁরা বলছেন, আগে কার্ড না থাকায় লাইনে দাঁড়িয়ে যে কেউ পণ্য কেনার সুযোগ পেতেন। এখন কার্ড হওয়ায় প্রয়োজন থাকলেও টিসিবির পণ্য কেনার সুযোগ নেই।
বান্দরবান জেলা প্রশাসন ও টিসিবির ডিলার সূত্রে জানা গেছে, আগে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে উন্মুক্তভাবে পণ্য বিক্রি হতো। এতে অনেক সময় ডিলাররা কালোবাজারে পণ্য বিক্রি করে দিতেন ও একজন ক্রেতা একাধিকবার পণ্য কেনার সুযোগ নিতেন। এ জন্য ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভার জনপ্রতিনিধিদের মাধ্যমে করে দেওয়া ‘ফ্যামিলি কার্ড’ পদ্ধতিতে পণ্য বিক্রি করা হচ্ছে।
জানা গেছে, জনপ্রতিনিধিরা নিজ এলাকায় নিম্ন আয়ের মানুষের তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেন। সে অনুযায়ী ফ্যামিলি কার্ড তৈরি করে দিয়েছে জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য শাখা।
জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য শাখা সূত্রে জানা গেছে, বান্দরবানে মোট ৬৪ হাজার ২৪১ পরিবারকে কার্ড দেওয়া হয়েছে। জেলার সাতটি উপজেলা ও দুটি পৌরসভার জন্য ছয়জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বান্দরবান পৌরসভা ও সদর উপজেলার জন্য একজন; লামা উপজেলায় দুজন, থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় একজন এবং আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় একজন করে ডিলার দেওয়া হয়।
বান্দরবান সদর ইউএনও সাবরিয়া আফরিন মোস্তফা জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন দুই কেজি করে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি প্যাকেজ হিসেবে কিনতে পারবেন। এর মূল্য ধরা হয়েছে ৪৬০ টাকা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে