Ajker Patrika

১৫ জুন থেকে হাঁড়িভাঙা আম বাজারজাত শুরু

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১৮: ৩৬
১৫ জুন থেকে হাঁড়িভাঙা আম বাজারজাত শুরু

রংপুর অঞ্চলের বিখ্যাত হাঁড়িভাঙা আম ১৫ জুন থেকে বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মিঠাপুকুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে আমচাষিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা।

সভায় আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হেকিম, কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র বিপণন কর্মকর্তা শাহিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. আখতারুজ্জামান, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাওয়া আমচাষি আব্দুস সালাম সরকার, ময়েনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদুল আলম মুকুল, খোড়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামানসহ হাঁড়িভাঙা আমের স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা।

সভায় চাষিরা আমের বড় বাজার পদাগঞ্জে বেচাকেনার জন্য শেড নির্মাণ, বাজারে যানবাহন চলাচলের কাঁচা রাস্তা মেরামত, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা, আম চাষ সম্পর্কে প্রশিক্ষণ ও ব্যাংকের একটি শাখা চালু করার দাবি জানান।

ইউএনও ফাতেমা চাষিদের এই দাবিগুলো স্থানীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান, জেলা প্রশাসক আসিব আহসানসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে যতটুকু সম্ভব পূরণ করার আশ্বাস দেন।

পরে সভায় আমচাষি ও কৃষি কর্মকর্তার মতামতের পরিপ্রেক্ষিতে ১৫ জুন থেকে হাঁড়িভাঙা আম বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত তারিখের আগে এই আম বাজারজাত না করার জন্য সব চাষি ও ব্যবসায়ীর প্রতি আহ্বান জানান ইউএনও ফাতেমা।

কথা হলে আম ব্যবসায়ী পলাশ মিয়া জানান, গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে নেপাল ও ভারতের প্রধানমন্ত্রীর কাছে যে আম পাঠিয়েছিলেন তা তাঁর সরবরাহ করা ছিল। তিনি আমের মুকুল আসার পর থেকে ফল গাছ থেকে সংগ্রহ করা পর্যন্ত ছয়বার প্রশিক্ষণ বা কর্মশালা আয়োজন করার দাবি জানান।

মিঠাপুকুর কলেজের সাবেক শিক্ষক ও আমচাষি আমজাদ হোসেন জানান, আম যাতে বেশি দিন সংরক্ষণ করা যায় সে ব্যাপারে কৃষি বিভাগের গবেষণা করে প্রযুক্তি উদ্ভাবন করা দরকার।

আরেক আমচাষি আব্দুস সালাম সরকার জানান, হাঁড়িভাঙা আমের জন্ম ঠিকানা নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনি মিঠাপুকুর তথা রংপুরের ঐতিহ্য হাঁড়িভাঙা আমের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়ে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত