বিনোদন প্রতিবেদক, ঢাকা
আগে ইঙ্গিত দিলেও খোলাসা করেননি কিছুই। এবার নিজের প্রেমিককে সামনে আনলেন অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি মাহি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেন। যেখানে দেখা যাচ্ছে, এক তরুণ মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন। অপর একটি ভিডিওতে দেখা যায়, মাহি একটি গাড়িতে বসে আছেন। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। রোমান্টিক ভঙ্গিতে ওই তরুণের হাতে হাত রেখে মুঠোবন্দী করেন মাহি। ব্যস, নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে আজকের পত্রিকার কাছে প্রেমের কথা স্বীকার করেন মাহি। মাহির প্রেমিক সাদাত শাফি নাবিল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। এখন পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। তিনি নিজেও গাড়ির ব্যবসা শুরুর প্রস্তুতি নিচ্ছেন।
সামিরা খান মাহি বলেন, ‘কোভিডের আগে ইনস্টাগ্রামে শাফির সঙ্গে পরিচয়। এরপর যোগাযোগটা বাড়তে থাকে। বন্ধুত্ব হয়, এরপর প্রেমে পড়ি আমরা। আমাদের প্রেমের বয়স দুই বছর। আমাদের পরিবারকেও জানিয়েছি। তাঁরা সম্মতি দেওয়ার পরেই শাফিকে সবার সামনে এনেছি।’
বিয়ের প্রসঙ্গে মাহি বলেন, ‘কোনো পরিকল্পনা করিনি। তবে হুট করে বিয়েটাও হয়ে যেতে পারে। যেমনভাবে আমাদের প্রেমটা হয়েছে।’
আগে ইঙ্গিত দিলেও খোলাসা করেননি কিছুই। এবার নিজের প্রেমিককে সামনে আনলেন অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি মাহি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেন। যেখানে দেখা যাচ্ছে, এক তরুণ মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন। অপর একটি ভিডিওতে দেখা যায়, মাহি একটি গাড়িতে বসে আছেন। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। রোমান্টিক ভঙ্গিতে ওই তরুণের হাতে হাত রেখে মুঠোবন্দী করেন মাহি। ব্যস, নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে আজকের পত্রিকার কাছে প্রেমের কথা স্বীকার করেন মাহি। মাহির প্রেমিক সাদাত শাফি নাবিল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। এখন পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। তিনি নিজেও গাড়ির ব্যবসা শুরুর প্রস্তুতি নিচ্ছেন।
সামিরা খান মাহি বলেন, ‘কোভিডের আগে ইনস্টাগ্রামে শাফির সঙ্গে পরিচয়। এরপর যোগাযোগটা বাড়তে থাকে। বন্ধুত্ব হয়, এরপর প্রেমে পড়ি আমরা। আমাদের প্রেমের বয়স দুই বছর। আমাদের পরিবারকেও জানিয়েছি। তাঁরা সম্মতি দেওয়ার পরেই শাফিকে সবার সামনে এনেছি।’
বিয়ের প্রসঙ্গে মাহি বলেন, ‘কোনো পরিকল্পনা করিনি। তবে হুট করে বিয়েটাও হয়ে যেতে পারে। যেমনভাবে আমাদের প্রেমটা হয়েছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২০ নভেম্বর ২০২৪