আজকের পত্রিকা ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এ ধাপে পাঁচটি ইউপিতে, বিজয়নগরে ১০টি, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউপি ও শাহরাস্তি উপজেলার ১০টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুই-একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভেট অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো খবর:
আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পাঁচটি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন বিভিন্ন কেন্দ্র এ ভোটগ্রহণ হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। রাত নয়টার দিকে উপজেলার পাঁচ ইউপিতে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়ীদের নাম ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন- আখাউড়া উত্তর ইউপিতে মো. শাহজাহান মিয়া, আখাউড়া দক্ষিণ ইউপিতে মো. জালাল উদ্দিন, মোগড়ায় এম এ মতিন, মনিয়ন্দ ইউপিতে মাহাবুল আলম দ্বীপক, ধরখারে মো. সফিকুল আলম সাফি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, পাঁচ ইউনিয়ন পরিষদের ৪৭টি কেন্দ্রের ২০৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ বছর আখাউড়া দলীয় প্রতীক বিহীন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোর মধ্যে ৩৪ টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও শেষ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মনিয়ন্দ ইউপির উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দিতে আসা ৮০ বছরের বৃদ্ধা ভক্তি লতা বলেন, অনেক দিন পরে ছেলের বউকে সঙ্গে নিয়ে কেন্দ্রে এসেছি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছি।
আখাউড়া উত্তর ইউনিয়নের ভোটার সাদিয়া বলেন, ‘খুব সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি।’
মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহীন মোল্লা বলেন, সঠিকভাবেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ছিল। উপজেলার ৪৭টি কেন্দ্রে ভোটারেরা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।’
হাজীগঞ্জ: চতুর্থ ধাপে চাঁদপুরের হাজীগঞ্জের ১১ ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে চেয়ারম্যান পদে সাতটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বাকি চারটিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন শেষে গতকাল রোববার রাতে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউপিতে নৌকার প্রার্থী আব্দুল হাদী মিয়া, ২ নম্বর বাকিলা ইউপিতে বিএনপিমনা স্বতন্ত্র মিজানুর রহমান, ৩ নম্বর কালচোঁ উত্তর ইউপিতে নৌকার প্রার্থী মানিক হোসেন প্রধানীয়া, ৪ নম্বর কালচোঁ দক্ষিণে বিএনপিমনা স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা স্বপন বিজয়ী, ৫ নম্বর হাজীগঞ্জ সদর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউসুফ প্রধানীয়া সুমন, ৬ নম্বর বড়কূল পূর্ব ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী মজিবুর রহমান, ৭ নম্বর বড়কূল পশ্চিম ইউপিতে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী, ৮ নম্বর হাটিলা পূর্ব ইউপিতে নৌকার প্রার্থী মোস্তফা কামাল, ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউপিতে নৌকার প্রার্থী কাজী নুরুর রহমান বেলাল, ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ নৌকার প্রার্থী গিয়াসউদ্দিন বাচ্চু এবং ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউপিতে নৌকার প্রার্থী মজিবুর রহমান বিজয়ী হয়েছেন।
উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার দুই লাখ ২৪ হাজার। ৯৯টি ওয়ার্ডের ভোট কেন্দ্রে নারী-পুরুষের জন্য একাধিক বুথের ব্যবস্থা রাখা হয়।
ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এ ধাপে পাঁচটি ইউপিতে, বিজয়নগরে ১০টি, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউপি ও শাহরাস্তি উপজেলার ১০টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুই-একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভেট অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো খবর:
আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পাঁচটি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন বিভিন্ন কেন্দ্র এ ভোটগ্রহণ হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। রাত নয়টার দিকে উপজেলার পাঁচ ইউপিতে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়ীদের নাম ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন- আখাউড়া উত্তর ইউপিতে মো. শাহজাহান মিয়া, আখাউড়া দক্ষিণ ইউপিতে মো. জালাল উদ্দিন, মোগড়ায় এম এ মতিন, মনিয়ন্দ ইউপিতে মাহাবুল আলম দ্বীপক, ধরখারে মো. সফিকুল আলম সাফি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, পাঁচ ইউনিয়ন পরিষদের ৪৭টি কেন্দ্রের ২০৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ বছর আখাউড়া দলীয় প্রতীক বিহীন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোর মধ্যে ৩৪ টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও শেষ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মনিয়ন্দ ইউপির উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দিতে আসা ৮০ বছরের বৃদ্ধা ভক্তি লতা বলেন, অনেক দিন পরে ছেলের বউকে সঙ্গে নিয়ে কেন্দ্রে এসেছি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছি।
আখাউড়া উত্তর ইউনিয়নের ভোটার সাদিয়া বলেন, ‘খুব সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি।’
মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহীন মোল্লা বলেন, সঠিকভাবেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ছিল। উপজেলার ৪৭টি কেন্দ্রে ভোটারেরা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।’
হাজীগঞ্জ: চতুর্থ ধাপে চাঁদপুরের হাজীগঞ্জের ১১ ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে চেয়ারম্যান পদে সাতটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বাকি চারটিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন শেষে গতকাল রোববার রাতে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউপিতে নৌকার প্রার্থী আব্দুল হাদী মিয়া, ২ নম্বর বাকিলা ইউপিতে বিএনপিমনা স্বতন্ত্র মিজানুর রহমান, ৩ নম্বর কালচোঁ উত্তর ইউপিতে নৌকার প্রার্থী মানিক হোসেন প্রধানীয়া, ৪ নম্বর কালচোঁ দক্ষিণে বিএনপিমনা স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা স্বপন বিজয়ী, ৫ নম্বর হাজীগঞ্জ সদর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউসুফ প্রধানীয়া সুমন, ৬ নম্বর বড়কূল পূর্ব ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী মজিবুর রহমান, ৭ নম্বর বড়কূল পশ্চিম ইউপিতে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী, ৮ নম্বর হাটিলা পূর্ব ইউপিতে নৌকার প্রার্থী মোস্তফা কামাল, ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউপিতে নৌকার প্রার্থী কাজী নুরুর রহমান বেলাল, ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ নৌকার প্রার্থী গিয়াসউদ্দিন বাচ্চু এবং ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউপিতে নৌকার প্রার্থী মজিবুর রহমান বিজয়ী হয়েছেন।
উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার দুই লাখ ২৪ হাজার। ৯৯টি ওয়ার্ডের ভোট কেন্দ্রে নারী-পুরুষের জন্য একাধিক বুথের ব্যবস্থা রাখা হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে