Ajker Patrika

মুরগির খামারে স্বাবলম্বী দম্পতি

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৩: ০৪
মুরগির খামারে স্বাবলম্বী দম্পতি

হবিগঞ্জের বানিয়াচংয়ে মুরগির খামার করে পরিবারে সচ্ছলতা এনেছেন জুয়েল ও মাহমুদা দম্পতি। একসময় শখের বশে তাঁরা মুরগি পালন করতেন। পরে সামান্য কিছু অর্থ নিয়ে ব্যবসা শুরু করে আজ স্বাবলম্বী। এ দম্পতি প্রমাণ করেছে ইচ্ছাশক্তি আর শ্রম দিয়ে দারিদ্র্যের অবসান ঘটানো সম্ভব।

জুয়েল মিয়া বানিয়াচং উপজেলার উত্তর-পশ্চিম ইউনিয়নের বাসিন্দা। তিনি বলেন, ‘অল্প টাকা নিয়ে ব্যবসা শুরু করি। একসময় আর্থিক অনটনে থাকলেও তা কাটিয়ে উঠতে পেরেছি। স্বামী-স্ত্রী একসঙ্গে কাজ করলে দারিদ্র্য কাটিয়ে ওঠা সম্ভব। আমরা মুরগির খামারে স্বাবলম্বী হয়ে একটি গরুর খামারও দিয়েছি।’

জুয়েল মিয়া আরও বলেন, ১ হাজার ৫০০ মুরগি রয়েছে খামারে। বর্তমানে মুরগির বাচ্চা ও খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় লাভের পরিমাণ কমে গেছে। আগে প্রতিটি মুরগির বাচ্চার দাম ছিল ১৫-২০ টাকা। বর্তমানে ৩৫-৪৫ টাকা। সরকার বাচ্চা ও খাবারের দাম না কমালে ব্যবসায়ীরা লাভের পরিবর্তে ক্ষতির সম্মুখীন হবেন। প্রতি কেজি মুরগির দাম বর্তমানে ১৪০-১৪৫ টাকা।

এদিকে ভাইরাসজনিত কারণে খামারে অনেক মুরগি মারা যাওয়ায় হতাশায় রয়েছেন তাঁরা। সরকারি সহায়তা ও ভর্তুকি পেলে অনেক উপকৃত হবেন বলে জানান তিনি।

জুয়েল মিয়ার স্ত্রী মাহমুদা আক্তার বলেন, ‘সাংসারিক কাজের পাশাপাশি মুরগির খামার দেখভাল করি। খামার দিয়ে আর্থিক সচ্ছলতা ফিরে এলেও বর্তমানে লোকসানে রয়েছি। ভাইরাসে অনেক মুরগি মারা গেছে।’

এদিকে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর বলছে, যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ নেওয়ার পর সরকারি ঋণ নেওয়ায় খামারের পরিসর আরও বাড়াতে পারবে এ দম্পতি।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী বলেন, মুরগি পালনের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে প্রশিক্ষণ নিতে পারবে এ দম্পতি। এতে ব্যবসার পরিসর আরও বাড়াবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত