Ajker Patrika

পুরস্কার পেলেন স্কাউট সদস্যরা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৮: ২৬
পুরস্কার পেলেন স্কাউট সদস্যরা

মাস ব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও ফটো কনটেস্ট’ প্রতিযোগিতা শেষে সাতক্ষীরার কলারোয়ায় বিজয়ী স্কাউট সদস্যদের মধ্যে পুরস্কার দেওয়া হয়েছে ৷

গত শুক্রবার সকাল ১০টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট (কপাই) চত্বরে পুরস্কার দেন প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান।

উপজেলা বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি প্রধান শিক্ষক ইউনুছ আলীর সভাপতিত্বে স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ৷

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও প্রতিযোগিতার বিচারক অ্যাডভোকেট শেখ কামাল রেজাপ প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলাতে স্কাউট শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপ ৷ প্রতিযোগিতায় দমদম মাধ্যমিক বিদ্যালয়, সিংগা মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া সরকারি কলেজ, পাইলট গার্লস পাইলট হাইস্কুল, জিকেএমকে পাইলট হাইস্কুল থেকে তিনটি ক্যাটাগরিতে প্রায় অর্ধ শতাধিক স্কাউট শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করে ছবি তুলে প্রতিযোগিতায় প্রদর্শন করে অংশ নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত