Ajker Patrika

সেই উচ্চবিদ্যালয়ে শিক্ষক পদায়ন

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৬: ৩০
সেই উচ্চবিদ্যালয়ে শিক্ষক পদায়ন

রাঙামাটির জুরাছড়ি উপজেলার ভুবন জয় সরকারি উচ্চবিদ্যালয়ের একজন সিনিয়র সহকারী শিক্ষক পদায়ন করা হয়েছে। ইতিমধ্যে ওই শিক্ষক বিদ্যালয় ঘুরে গেলেও যোগদান করেনি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তিময় চাকমা। দীর্ঘ দিন ধরে একজন শিক্ষক দিয়েই ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৫ শতাধিক শিক্ষার্থীর পাঠ চলছিল।

এদিকে ডিসেম্বরের মধ্যে বিদ্যালয়ে শিক্ষক সংকট দূর করা না হলে ২০২২ সালে জানুয়ারি থেকে আন্দোলনে নামার কথা চিন্তা করছেন অভিভাবকেরা। এর আগে গত ২১ নভেম্বর আজকের পত্রিকায় ‘যিনি শিক্ষক, তিনিই প্রহরী’ শিরোনামে খবর প্রকাশ হয়। এর পরে মো. আবু সাঈদ নামে একজন সিনিয়র সহকারী শিক্ষককে পদায়ন করা হয়।

সম্প্রতি উপজেলা সমন্বয় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, ভুবনজয় সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক সংকট বিষয়ে খবর প্রকাশের পর কর্তৃপক্ষ তড়িৎ ভাবে একজন শিক্ষক পদায়ন করেছে। বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আরও সংবাদ পরিবেশনে সব সংবাদকর্মীদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

উপজেলা শিক্ষা কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, ইতিমধ্যে একজন নতুন শিক্ষক পদায়ন করেছে। আশা করছি ডিসেম্বরের মধ্যে আরও শিক্ষক পদায়ন করবে।

জুরাছড়িতে সরকারি-বেসরকারি ৭০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তবে উপজেলায় সরকারি উচ্চবিদ্যালয় রয়েছে একটি। সরকারি ভুবনজয় উচ্চবিদ্যালয়ের ২ জন শিক্ষক অবসর গ্রহণ ও একজন বদলি হওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছিল পাঠদান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত