Ajker Patrika

দেড় কিলোমিটার বেহাল রাস্তা, ভোগান্তি চরমে

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৪: ৫৯
দেড় কিলোমিটার বেহাল রাস্তা, ভোগান্তি চরমে

বরিশালের আগৈলঝাড়ায় ইট বসানো একটি রাস্তা দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি। এ কারণে এলাকাবাসী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের যাতায়াতে সমস্যা হচ্ছে। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে হালকা যানবাহন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের সেরাল সেতু থেকে বেলুহার প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ। কয়েক বছর আগে গ্রামীণ রাস্তায় ইট বসানো হয়। এত দিনে রাস্তার বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন কাজীরহাট, ছয়গ্রাম বাজারের ব্যবসায়ী, সেরাল মাধ্যমিক বিদ্যালয় ও বেলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শত শত মানুষ যাতায়াত করছে। সড়কটির কিছু কিছু জায়গায় ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কে চলাচলকারী অনেকেই প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।

বেলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শাওন কাজী বলে, ‘প্রায় দিনই স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হই আমরা।’

সেরাল মাধ্যমিক বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সবুজ কাজী বলে, ‘এ সড়কে এখন সাইকেল চালিয়ে যাওয়া খুবই কষ্টকর। কিন্তু আমাদের অন্য কোনো উপায় নাই। তাই বাধ্য হয়ে এই সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।’

গতকাল সরেজমিনে দেখা গেছে, উপজেলার সেরাল সেতু থেকে বেলুহার প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এ রাস্তার বেশির ভাগ ভেঙে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে।

এই রাস্তায় চলাচলকারী মাসুম কাজী বলেন, রাস্তাটিতে যে ইট বসানো হয়েছিল, সেগুলো ছিল নিম্নমানের। এ কারণে নির্মাণের কিছুদিনের মধ্যেই অসংখ্য গর্তের সৃষ্টি হয়। এ ভাঙা রাস্তায় মানুষই চলাচল করতে পারে না। তারওপর একাধিক ট্রলি চলাচল করে। এ কারণে রাস্তাটি এখন মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অতি দ্রুত সড়কটি সংস্কার করা দরকার।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম কাজী বলেন, রাস্তাটির অসংখ্য স্থানে ইটের সলিং উঠে গেছে। সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। এর মধ্যেই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে অটোরিকশা ও ভ্যান চলাচল করছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তাটি শিগগির পিচ করা দরকার।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, ‘সড়কটি সংস্কার করার জন্য সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সড়কটির সংস্কারকাজ খুব শিগগির শুরু করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত