মো. হুমায়ূন কবীর, ঢাকা
নির্বাচন কমিশনের (ইসি) ২৬ কর্মকর্তা পাঁচ বছরের বেশি সময় ধরে ঢাকাতেই কর্মরত রয়েছেন। তাঁরা ঘুরেফিরে ইসি সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ঢাকা মহানগরের কোনো থানায় বা ঢাকার কোনো উপজেলায় কর্মরত রয়েছেন। একজন ঢাকায় আছেন একটানা ১৬ বছরের বেশি। আরেকজনকে চাকরিতে যোগ দেওয়ার পর ঢাকা ছাড়তে হয়নি।
সাংবিধানিক প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। বদলির বিষয়ে নির্বাচন কমিশন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালায় সুস্পষ্ট কিছু উল্লেখ নেই। ইসির কর্মকর্তারা বলেছেন, বদলির ক্ষেত্রে ইসি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুশাসন অনুসরণ করে। বাংলাদেশ সার্ভিস রুলসে রয়েছে, একই পদে তিন বছর পার হওয়ার আগেই কর্মকর্তাদের নতুন পদে/স্থানে বদলি করতে হবে। তবে সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।
ইসির সূত্র জানায়, একটানা সবচেয়ে বেশি সময় ঢাকায় রয়েছেন নির্বাচন প্রশাসন শাখায় কর্মরত উপসচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান। তিনি ২০০৮ সালের ৮ মে থেকে ঢাকায়। তিনি ২০১১ সালের ২৭ অক্টোবর থেকে একই শাখায় রয়েছেন। মাঝে ২০১৭ সালের ৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তৎকালীন সিইসির একান্ত সচিবের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। সংস্থাপন অধিশাখার উপসচিব মো. শাহ আলম ২০০৯ সালের ২ জুন থেকে, মুদ্রণ ও বিতরণ (এনআইডি) শাখার সহকারী পরিচালক এ এস এম ইকবাল হাসান ২০১৪ সালের ১০ আগস্ট থেকে, ইটিআইয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম ২০১১ সালের ২০ অক্টোবর থেকে এবং জাতীয় পরিচয়পত্র সেবার উপপরিচালক মুহাম্মদ ফজলুর রহমান ২০১১ সালের ২৪ অক্টোবর থেকে ঢাকায় কর্মরত রয়েছেন। মাজহারুল ইসলাম সাবেক একাধিক প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব ছিলেন।
সূত্র আরও জানায়, ইসির জনসংযোগ শাখায় কর্মরত সিনিয়র সহকারী সচিব (চলতি দায়িত্ব) আরাফাত আরা ২০০৯ সালের ১০ জুন থেকে ঘুরেফিরে ঢাকাতেই কর্মরত আছেন। তাঁর স্বামী মুহাম্মদ এনাম উদ্দীন বর্তমানে ইসি সচিবালয়ের ক্রয় ও মুদ্রণ শাখার সিনিয়র সহকারী সচিব (চলতি দায়িত্ব)। তিনিও ২০০৯ সালের ১০ জুন থেকে ঢাকাতেই দায়িত্ব পালন করছেন। সিনিয়র সহকারী সচিব (জনবল ব্যবস্থাপনা-৩) ইকবাল হোসেন ২০১১ সালের ২৭ অক্টোবর থেকে ঢাকায়, নির্বাচন কমিশনারের একান্ত সচিব আসমা দিলারা জান্নাত ২০১৩ সালের ২৩ জুলাই থেকে ঢাকায় রয়েছেন। ২০১৪ সালের ২৫ আগস্ট থেকে এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন) হিসেবে ঢাকায় কর্মরত ফৌজিয়া সিদ্দিককে চলতি মাসের ২ তারিখে ইসি সচিবালয়ে বদলি করা হয়েছে।
ইসির সহকারী পরিচালক (এনআইডি-বাজেট) দেয়ালী পাল ২০১৭ সালের ৩০ জুলাই থেকে ঢাকায় কর্মরত রয়েছেন। ইটিআইয়ের সহকারী পরিচালক (লজিস্টিক সাপোর্ট) ফারজানা রহমান ২০১৫ সালের ৬ ডিসেম্বর থেকে, জনবল ব্যবস্থাপনা অধিশাখার উপসচিব খোরশেদ আলম ২০১৯ সালের ১১ জুলাই থেকে, এনআইডি অনুবিভাগের যানবাহন, স্টোর ও সাধারণ সেবা শাখার সহকারী পরিচালক মাহবুবা আক্তার ২০১৭ সালের ৮ জুন থেকে, নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় কর্মরত উপসচিব মো. আতিয়ার রহমান ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর থেকে, এনআইডি অনুবিভাগের নিবন্ধন ও প্রবাসী সেবা শাখার উপপরিচালক মো. তকদির আহমেদ ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে, ওই শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি থেকে ঢাকায় কর্মরত রয়েছেন।
সূত্র জানায়, শৃঙ্খলা শাখার সহকারী সচিব মোহাম্মদ আল-মামুন ২০১৪ সালের ২৫ আগস্ট থেকে, গবেষণা ও ডকুমেন্টেশন শাখার উপপরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞা ২০১৮ সালের ২৩ অক্টোবর থেকে, সহকারী সচিব (জনবল ব্যবস্থাপনা-১) মোহাম্মদ শহীদুর রহমান ২০১৭ সালের ২০ ডিসেম্বর থেকে, সহকারী সচিব (নির্বাচন পরিচালনা-১ অধিশাখা) নুর নাহার ইসলাম ২০১৭ সালের ২৩ জুলাই থেকে, উপসচিব (সাধারণ সেবা) রাশেদুল ইসলাম ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি থেকে ঢাকায় কর্মরত রয়েছেন। রাশেদুলকে গত বছর কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হলেও পরে সেই আদেশ বাতিল হয়। তাঁকেও ঢাকা ছাড়তে হয়নি। সিনিয়র সহকারী সচিব (চলতি দায়িত্ব) রৌশন আরা বেগম ২০১৪ সালের ২ মার্চ থেকে, উপসচিব (চলতি দায়িত্ব) সালাহউদ্দীন আহমদ ২০১৫ সালের ২৫ জুন থেকে, উপসচিব (চলতি দায়িত্ব) সহিদ আব্দুস ছালাম ২০১৩ সালের ২৭ জানুয়ারি থেকে ঢাকায় রয়েছেন।
ইসি সূত্র জানায়, এনআইডি উইংয়ের সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ) ওয়াজাহাত নূর ২০১৮ সালের ১ এপ্রিল চাকরিতে যোগ দেওয়ার পর থেকে এখনো ঢাকাতেই রয়েছেন।
পাঁচ বছরের বেশি সময় অনেক কর্মকর্তার ঢাকায় থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসির সচিব শফিউল আজিম আজকের পত্রিকা’কে বলেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। সবাইকে তো একবারে বদলি করা সম্ভব নয়। তবে ইতিমধ্যে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
আরও খবর পড়ুন:
নির্বাচন কমিশনের (ইসি) ২৬ কর্মকর্তা পাঁচ বছরের বেশি সময় ধরে ঢাকাতেই কর্মরত রয়েছেন। তাঁরা ঘুরেফিরে ইসি সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ঢাকা মহানগরের কোনো থানায় বা ঢাকার কোনো উপজেলায় কর্মরত রয়েছেন। একজন ঢাকায় আছেন একটানা ১৬ বছরের বেশি। আরেকজনকে চাকরিতে যোগ দেওয়ার পর ঢাকা ছাড়তে হয়নি।
সাংবিধানিক প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। বদলির বিষয়ে নির্বাচন কমিশন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালায় সুস্পষ্ট কিছু উল্লেখ নেই। ইসির কর্মকর্তারা বলেছেন, বদলির ক্ষেত্রে ইসি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুশাসন অনুসরণ করে। বাংলাদেশ সার্ভিস রুলসে রয়েছে, একই পদে তিন বছর পার হওয়ার আগেই কর্মকর্তাদের নতুন পদে/স্থানে বদলি করতে হবে। তবে সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।
ইসির সূত্র জানায়, একটানা সবচেয়ে বেশি সময় ঢাকায় রয়েছেন নির্বাচন প্রশাসন শাখায় কর্মরত উপসচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান। তিনি ২০০৮ সালের ৮ মে থেকে ঢাকায়। তিনি ২০১১ সালের ২৭ অক্টোবর থেকে একই শাখায় রয়েছেন। মাঝে ২০১৭ সালের ৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তৎকালীন সিইসির একান্ত সচিবের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। সংস্থাপন অধিশাখার উপসচিব মো. শাহ আলম ২০০৯ সালের ২ জুন থেকে, মুদ্রণ ও বিতরণ (এনআইডি) শাখার সহকারী পরিচালক এ এস এম ইকবাল হাসান ২০১৪ সালের ১০ আগস্ট থেকে, ইটিআইয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম ২০১১ সালের ২০ অক্টোবর থেকে এবং জাতীয় পরিচয়পত্র সেবার উপপরিচালক মুহাম্মদ ফজলুর রহমান ২০১১ সালের ২৪ অক্টোবর থেকে ঢাকায় কর্মরত রয়েছেন। মাজহারুল ইসলাম সাবেক একাধিক প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব ছিলেন।
সূত্র আরও জানায়, ইসির জনসংযোগ শাখায় কর্মরত সিনিয়র সহকারী সচিব (চলতি দায়িত্ব) আরাফাত আরা ২০০৯ সালের ১০ জুন থেকে ঘুরেফিরে ঢাকাতেই কর্মরত আছেন। তাঁর স্বামী মুহাম্মদ এনাম উদ্দীন বর্তমানে ইসি সচিবালয়ের ক্রয় ও মুদ্রণ শাখার সিনিয়র সহকারী সচিব (চলতি দায়িত্ব)। তিনিও ২০০৯ সালের ১০ জুন থেকে ঢাকাতেই দায়িত্ব পালন করছেন। সিনিয়র সহকারী সচিব (জনবল ব্যবস্থাপনা-৩) ইকবাল হোসেন ২০১১ সালের ২৭ অক্টোবর থেকে ঢাকায়, নির্বাচন কমিশনারের একান্ত সচিব আসমা দিলারা জান্নাত ২০১৩ সালের ২৩ জুলাই থেকে ঢাকায় রয়েছেন। ২০১৪ সালের ২৫ আগস্ট থেকে এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন) হিসেবে ঢাকায় কর্মরত ফৌজিয়া সিদ্দিককে চলতি মাসের ২ তারিখে ইসি সচিবালয়ে বদলি করা হয়েছে।
ইসির সহকারী পরিচালক (এনআইডি-বাজেট) দেয়ালী পাল ২০১৭ সালের ৩০ জুলাই থেকে ঢাকায় কর্মরত রয়েছেন। ইটিআইয়ের সহকারী পরিচালক (লজিস্টিক সাপোর্ট) ফারজানা রহমান ২০১৫ সালের ৬ ডিসেম্বর থেকে, জনবল ব্যবস্থাপনা অধিশাখার উপসচিব খোরশেদ আলম ২০১৯ সালের ১১ জুলাই থেকে, এনআইডি অনুবিভাগের যানবাহন, স্টোর ও সাধারণ সেবা শাখার সহকারী পরিচালক মাহবুবা আক্তার ২০১৭ সালের ৮ জুন থেকে, নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় কর্মরত উপসচিব মো. আতিয়ার রহমান ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর থেকে, এনআইডি অনুবিভাগের নিবন্ধন ও প্রবাসী সেবা শাখার উপপরিচালক মো. তকদির আহমেদ ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে, ওই শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি থেকে ঢাকায় কর্মরত রয়েছেন।
সূত্র জানায়, শৃঙ্খলা শাখার সহকারী সচিব মোহাম্মদ আল-মামুন ২০১৪ সালের ২৫ আগস্ট থেকে, গবেষণা ও ডকুমেন্টেশন শাখার উপপরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞা ২০১৮ সালের ২৩ অক্টোবর থেকে, সহকারী সচিব (জনবল ব্যবস্থাপনা-১) মোহাম্মদ শহীদুর রহমান ২০১৭ সালের ২০ ডিসেম্বর থেকে, সহকারী সচিব (নির্বাচন পরিচালনা-১ অধিশাখা) নুর নাহার ইসলাম ২০১৭ সালের ২৩ জুলাই থেকে, উপসচিব (সাধারণ সেবা) রাশেদুল ইসলাম ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি থেকে ঢাকায় কর্মরত রয়েছেন। রাশেদুলকে গত বছর কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হলেও পরে সেই আদেশ বাতিল হয়। তাঁকেও ঢাকা ছাড়তে হয়নি। সিনিয়র সহকারী সচিব (চলতি দায়িত্ব) রৌশন আরা বেগম ২০১৪ সালের ২ মার্চ থেকে, উপসচিব (চলতি দায়িত্ব) সালাহউদ্দীন আহমদ ২০১৫ সালের ২৫ জুন থেকে, উপসচিব (চলতি দায়িত্ব) সহিদ আব্দুস ছালাম ২০১৩ সালের ২৭ জানুয়ারি থেকে ঢাকায় রয়েছেন।
ইসি সূত্র জানায়, এনআইডি উইংয়ের সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ) ওয়াজাহাত নূর ২০১৮ সালের ১ এপ্রিল চাকরিতে যোগ দেওয়ার পর থেকে এখনো ঢাকাতেই রয়েছেন।
পাঁচ বছরের বেশি সময় অনেক কর্মকর্তার ঢাকায় থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসির সচিব শফিউল আজিম আজকের পত্রিকা’কে বলেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। সবাইকে তো একবারে বদলি করা সম্ভব নয়। তবে ইতিমধ্যে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
আরও খবর পড়ুন:
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২০ নভেম্বর ২০২৪