Ajker Patrika

তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৩: ৫২
তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

বগুড়া, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ওপর একটি ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। নাটোরের লালপুরে একজন ও সিংড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ঘোড়াস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। গত রোববার রাত ১১টা থেকে গতকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

প্রতিনিধিদের পাঠানো খবর:

বগুড়ায় থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে অপর একটি ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কের বীরকেদার এলাকায় এই দুর্ঘটনা হয়।

ওই চালকের সহকারীর নাম মো. আজিদ (২৭)। তিনি) নওগাঁ সদর উপজেলার লক্ষ্মণপুর গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে কাহালু থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব বলেন, রাস্তার পাশে একটি ট্রাক দাঁড় করানো ছিল। ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের দিকে দুমড়েমুচড়ে গিয়ে ট্রাকের ভেতরেই আজিদ মারা যান।

এদিকে নাটোরের লালপুরে মাটিবোঝাই একটি ট্রাক্টর উল্টে মো. আওলাদ হোসেন (১৮) নামের একজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন। গত রোববার রাত ১১টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের চাঁনপুর কামার দোহা এলাকায় এ ঘটনা ঘটে। মো. আওলাদ হোসেন লালপুর সদরের রামানন্দপুর গ্রামের বাসিন্দা।

এ ছাড়া নাটোরের সিংড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আরও তিন যাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাঁদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর দুজনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই চালকের নাম আব্দুল আজিজ (৩২)। তিনি সিংড়া উপজেলার বিয়াস গ্রামের বাসিন্দা।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ঘোড়াস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে মহারাজপুরের ঘোড়াস্ট্যান্ড চৌধুরীপাড়া মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ওই পথচারীর নাম আব্দুল মান্নান (৫৫)। তিনি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত