Ajker Patrika

‘দুচারটা মন্ত্রী-এমপি হিসাব করি না’

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৮
‘দুচারটা মন্ত্রী-এমপি হিসাব করি না’

‘আমি দুই-চার-পাঁচটা মন্ত্রী-এমপিরে হিসাব করি না, এই চেয়ারম্যান আমি না।’ ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়ন পরিষদের নৌকার চেয়ারম্যান আবু সালেহ মো. বদরুজ্জামান মামুন এমন বক্তব্য দিয়েছেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে উপজেলাজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, দুই থেকে আড়াই মাস আগে মগটুলা ইউপির আইএসপিপি-যত্ন প্রকল্পের নগদ অর্থ বিতরণ কর্মসূচিতে এমন বক্তব্য দেন মামুন। গত শনিবার রাতে এম আর লিটন নামে একটি ফেসবুক পেজ থেকে চেয়ারম্যানের বক্তব্যের ভিডিওটি আপলোড করা হলে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষজন এবং দলীয় নেতা–কর্মীরা মন্তব্য করেন।

মিজানুর রহমান মিজান নামে একজন মন্তব্য করেন, ‘এসব মানুষের লাগামহীন কথাবার্তা দেখছি ডা. মুরাদ ফেল। সবচেয়ে বড়কথা আমাদের উপজেলায় এত বড় নেতা আছে, যাকে কি-না দুই-চারটা মন্ত্রী কিছুই করতে পারবে না। এত বড় নেতা আমাদের ঈশ্বরগঞ্জে আছে, জানতে পেরে খুশি হলাম।’

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবু সালেহ মো. বদরুজ্জামান মামুন বলেন, ‘সামনে নির্বাচন। এ সময়ে আমাকে হেয় করতে প্রতিপক্ষ এটি ভাইরাল করেছে। এটি দুই-আড়াই মাস আগে ইউপির যত্ন-প্রকল্পের অর্থ বিতরণ কর্মসূচির বক্তব্য।’

আবু সালেহ আরও বলেন, ‘এই বক্তব্যের পুরো ভিডিওটি দিলে মানুষজন জানতে পারত আমি সেদিন কোন কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম, আমি দুই-চার-পাঁচটা মন্ত্রী-এমপিরে হিসাব করি না। এখন সম্পূর্ণ ভিডিও না শুনে আমার বিষয়ে আজে-বাজে মন্তব্য করছে মানুষ।’ এ ভিডিওর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত