Ajker Patrika

আমনে বাম্পার ফলনের আশা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫৬
আমনে বাম্পার ফলনের আশা

নড়াইলের লোহাগড়ায় চলতি মৌসুমে বিস্তীর্ণ আমনের খেত ভরে উঠেছে সবুজে। এ যেন বাংলার চিরাচরিত রূপ। মাঠে মাঠে আমন ধানের সঙ্গে দোলা খাচ্ছে কৃষকের মন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমন ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন তাঁরা। এখন শুধু বসে বসে নতুন ধান ঘরে তোলার প্রহর গুনছেন কিষান-কিষানিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত আমন মৌসুমে লোহাগড়া উপজেলায় ধানের ভালো ফলন হয়েছিল। কৃষকেরাও পেয়েছিলেন ধানের ন্যায্যমূল্য।

উপজেলার জয়পুর ইউনিয়নের কৃষক মো. লিন্টু ঠাকুর জানান, অন্যান্য বছরের তুলনায় এবার বেশি জমিতে আবাদ করা হয়েছে। যথাসময়ে আগাছা পরিষ্কারসহ সার ও কীটনাশক নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। ফলে এ বছর আমন ধানের বাম্পার ফলন হবে বলে তিনি মনে করছেন।

আরেক কৃষক মোশাররফ হোসেন বলেন, ‘চলতি বছর ১০ বিঘা জমিতে আমন ধান চাষাবাদ করেছি। আশা করছি ভালো ফলন পাব।’

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ‘আমন মৌসুমে কৃষকেরা যাতে লাভবান হয় সে জন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি। কোনো কৃষকের সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলায় এবার উফসি ও হাইব্রিড উভয় জাতের ধান চাষাবাদ করেছে কৃষকেরা। ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রইচউদ্দিন বলেন, ‘ধানের উৎপাদন বেশি পাওয়ার জন্য কৃষককে নির্দিষ্ট সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষককে সব সময় উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়েছে। ধান কাটা ও মাড়ার সময় মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ কৃষক ও শ্রমিকদের করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার ৩৫০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। আশা করা যাচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে অন্য বছরের চেয়ে এ বছর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত