Ajker Patrika

ভেদরগঞ্জে বাড়ছে সবজির দাম

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪৪
ভেদরগঞ্জে বাড়ছে সবজির দাম

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে সবজির দাম বেড়েছে। এ কারণে সাধারণ ক্রেতাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে গত কয়েক মাসে টানা বেড়েই চলেছে মুরগির দাম। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝিতে ব্রয়লার মুরগি ছিল ১২০ টাকা কেজি, বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকায়। বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দাম। তবে অপরিবর্তিত রয়েছে মাছ, গরু ও খাসির মাংসের দাম। উপজেলা বাজার, সখিপুর বাজার, মোল্লার বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে।

ভেদরগঞ্জ উপজেলা বাজারে ব্রয়লার মুরগির প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয় ১৩০ থেকে ১৪৫ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা। পাশাপাশি দাম বেড়েছে লাল লেয়ার মুরগির। গত সপ্তাহে এ ধরনের মুরগি বিক্রি হয় ২১০ থেকে ২৩০ টাকায়। এখন হচ্ছে ২৪৫ থেকে ২৫০ টাকা। অর্থাৎ কেজিতে বেড়েছে ২০ টাকা। আর আগের সপ্তাহের মতোই পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা কেজি।

মুরগির দামের বিষয়ে ভেদরগঞ্জ বাজারের ব্যবসায়ী দিদার হোসেন চৌকিদার বলেন, প্রায় এক মাস ধরে মুরগির দাম বাড়ছে। যে পরিমাণ চাহিদা রয়েছে, সে হারে খামার থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে না। এ কারণে হয়তো ব্রয়লার মুরগির দাম বেড়েছে।

শীতের সবজি শেষ হয়ে যাওয়ায় দাম বেড়েছে এ পণ্যের। ভেদরগঞ্জ বাজারে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে বেশকিছু সবজি। প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০, ঢ্যাঁড়স ৬৫, বরবটি ৮০, পটোল ৭০ ও কচুর লতি ৯০ টাকা। আগের মতোই প্রতি কেজি টমেটো বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা, শিম ৩০ থেকে ৪০, শসা ৫০ থেকে ৬০, আলু ২০ টাকা। কাঁচামরিচ প্রতি কেজিতে দাম বেড়ে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। এ ছাড়া প্রতি কেজি গাঁজর ৬০ টাকা, মুলা ২০, বেগুন ৪০ থেকে ৫০ ও শালগম ২০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতিটি বাঁধাকপি ও ফুলকপি ২৫ থেকে ৩০ টাকা, লাউ প্রতিটি ৪০ থেকে ৬০, জালি কুমড়া ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি আঁটি কলমি ও লালশাক ১০ থেকে ১৫ টাকা, লাউশাক ৪০, পালংশাক ১৫ এবং পুঁইশাক ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। খুচরা বাজারে দেশি পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৩২ টাকায় বিক্রি হচ্ছে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা দরে পাওয়া যাচ্ছে। রসুন ৯০ এবং আদা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ভেদরগঞ্জ বাজারের পাইকারি ব্যবসায়ী দেলোয়ার ব্যাপারী বলেন, ‘গাড়িভাড়া বেড়ে যাওয়া জিনিসপত্রের দাম আগের তুলনায় একটু বেশি। আমদানি ও ভাড়া কমে এলে আরেকটু কম দামে বিক্রি করতে পারতাম।’

ভেদরগঞ্জ বাজারে আরিফ দেওয়ান নামের এক ক্রেতা বলেন, নতুন সবজিতে একটা আগ্রহ থাকে। কিন্তু দেখুন নতুন প্রায় সব সবজিরই দাম বেশি। তাই কম কম করে কিনতে হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত