গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বিল কুজাইনের পর এবার একই ইউনিয়নের বিবিষন গ্রামের কিছু এলাকা প্লাবিত হয়েছে। ফলে ৫০০ একর জমির ধান ডুবে গেছে। কৃষকেরা ধান কেটে নিরাপদ স্থানে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শ্রমিক-সংকট আর অতিরিক্ত মজুরির কারণে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। এ ছাড়া ঢলের পানিতে বিলের সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত বাঁধটি ভেঙে গেছে। ফলে ধানবোঝাই করা ট্রাক্টর আটকা পড়েছে।
জানা গেছে, উজানের ঢলে পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এক সপ্তাহ আগে সেই পানি বিলের নিম্নাঞ্চল এলাকায় ঢুকে ডুবে যায় একই ইউনিয়নের বিল কুজাইন এলাকার তিন হাজার বিঘা জমি। এদিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন গ্রামের (লালমাটিয়া) খালের ওপর নির্মিত অস্থায়ী বাঁধ ভেঙে গেছে। ফলে সিঙ্গাবাদ পাথার বিলে নতুন করে পানি প্রবেশ করতে শুরু করেছে। ওই বিলে থাকা শত শত একর জমির বোরো ধান নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষক।
কৃষি কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার রাধানগর ইউনিয়নে পাঁচ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়। এর মধ্যে ওই ইউনিয়নের বিল কুজাইন এলাকায় ৩৭০ হেক্টর ও বিবিষনের বিল পাথার এলাকার ৭৬ হেক্টর জমির ধান ডুবে গেছে।
সরেজমিনে দেখা গেছে, বাঁধ ভেঙে বিলের সঙ্গে সড়কপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে কৃষকেরা আটকে পড়া ধান পরিবহন করতে পারছেন না। ডুবে যাওয়া ফসল ঘরে তুলতে পারবেন কিনা, এ নিয়ে কৃষকেরা শঙ্কায় পড়েছেন। এ সময় তাঁরা বাঁধটি সংস্কার করে বিলের সঙ্গে সড়ক যোগাযোগ পুনঃস্থাপনের দাবি জানান।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিক-সংকটের কারণে তাঁরা সময়মতো ধান কাটতে পারেননি। তাঁর ওপর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কাটা ধান জমি থেকে সংগ্রহ করা যাচ্ছে না। ফলে বিপাকে পড়েছেন তাঁরা। তাঁদের দাবি, জশৈল-বিবিষন (চালনা) খালের ঘাটে সেতু বা কালভার্ট নির্মাণ করা হোক। যাতে বিল অঞ্চল থেকে ধান সংগ্রহ করতে কৃষকদের দুর্ভোগ পোহাতে না হয়।
বিবিষন গ্রামের কৃষক নেফাউর রহমান বলেন, দিন দিন পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উপজেলার রাধানগর ইউনিয়নের বিল এলাকার বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন শত শত কৃষক। গত কয়েক দিনের বৃষ্টিপাতের কারণে আর উজান থেকে নেমে আসা ঢলে বিলগুলোতে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক সাজ্জাদ আলী বলেন, তাঁর কয়েক বিঘা জমির ধান ডুবে গেছে। বাকি ধানগুলো কেটে রাখা আছে। গাড়ি চলাচল না করায় তিনি ধান নিয়ে আসতে পারছেন না। তিনি আরও বলেন, নৌকায় ধান নিয়ে আসতে বিঘাপ্রতি দুই হাজার টাকা চাচ্ছেন মাঝিরা। আর একজন শ্রমিক নিচ্ছেন এক হাজার টাকা। এভাবে চলতে থাকলে ও ধানের দাম না পেলে পথে বসে যাবেন তিনি।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু বলেন, উপজেলা সমন্বয় কমিটির সভায় বর্ষা মৌসুমে বিল অঞ্চলের দুরবস্থার কথা তুলে ধরা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আগামী বছরে বাঁধটি মেরামতসহ কৃষকের অন্য দাবির বিষয়ে উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, ওই ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো ঢলের পানিতে নিমজ্জিত হচ্ছে। বিল কুজাইনের পর বিবিষন এলাকার একটি বাঁধ ভেঙে যাওয়ার কৃষকের এ দুরবস্থা সৃষ্টি হয়েছে। কষ্ট ও অধিক ব্যয় হলেও কৃষকেরা নৌকায় করে ধান নিয়ে আসছেন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বিল কুজাইনের পর এবার একই ইউনিয়নের বিবিষন গ্রামের কিছু এলাকা প্লাবিত হয়েছে। ফলে ৫০০ একর জমির ধান ডুবে গেছে। কৃষকেরা ধান কেটে নিরাপদ স্থানে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শ্রমিক-সংকট আর অতিরিক্ত মজুরির কারণে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। এ ছাড়া ঢলের পানিতে বিলের সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত বাঁধটি ভেঙে গেছে। ফলে ধানবোঝাই করা ট্রাক্টর আটকা পড়েছে।
জানা গেছে, উজানের ঢলে পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এক সপ্তাহ আগে সেই পানি বিলের নিম্নাঞ্চল এলাকায় ঢুকে ডুবে যায় একই ইউনিয়নের বিল কুজাইন এলাকার তিন হাজার বিঘা জমি। এদিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন গ্রামের (লালমাটিয়া) খালের ওপর নির্মিত অস্থায়ী বাঁধ ভেঙে গেছে। ফলে সিঙ্গাবাদ পাথার বিলে নতুন করে পানি প্রবেশ করতে শুরু করেছে। ওই বিলে থাকা শত শত একর জমির বোরো ধান নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষক।
কৃষি কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার রাধানগর ইউনিয়নে পাঁচ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়। এর মধ্যে ওই ইউনিয়নের বিল কুজাইন এলাকায় ৩৭০ হেক্টর ও বিবিষনের বিল পাথার এলাকার ৭৬ হেক্টর জমির ধান ডুবে গেছে।
সরেজমিনে দেখা গেছে, বাঁধ ভেঙে বিলের সঙ্গে সড়কপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে কৃষকেরা আটকে পড়া ধান পরিবহন করতে পারছেন না। ডুবে যাওয়া ফসল ঘরে তুলতে পারবেন কিনা, এ নিয়ে কৃষকেরা শঙ্কায় পড়েছেন। এ সময় তাঁরা বাঁধটি সংস্কার করে বিলের সঙ্গে সড়ক যোগাযোগ পুনঃস্থাপনের দাবি জানান।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিক-সংকটের কারণে তাঁরা সময়মতো ধান কাটতে পারেননি। তাঁর ওপর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কাটা ধান জমি থেকে সংগ্রহ করা যাচ্ছে না। ফলে বিপাকে পড়েছেন তাঁরা। তাঁদের দাবি, জশৈল-বিবিষন (চালনা) খালের ঘাটে সেতু বা কালভার্ট নির্মাণ করা হোক। যাতে বিল অঞ্চল থেকে ধান সংগ্রহ করতে কৃষকদের দুর্ভোগ পোহাতে না হয়।
বিবিষন গ্রামের কৃষক নেফাউর রহমান বলেন, দিন দিন পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উপজেলার রাধানগর ইউনিয়নের বিল এলাকার বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন শত শত কৃষক। গত কয়েক দিনের বৃষ্টিপাতের কারণে আর উজান থেকে নেমে আসা ঢলে বিলগুলোতে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক সাজ্জাদ আলী বলেন, তাঁর কয়েক বিঘা জমির ধান ডুবে গেছে। বাকি ধানগুলো কেটে রাখা আছে। গাড়ি চলাচল না করায় তিনি ধান নিয়ে আসতে পারছেন না। তিনি আরও বলেন, নৌকায় ধান নিয়ে আসতে বিঘাপ্রতি দুই হাজার টাকা চাচ্ছেন মাঝিরা। আর একজন শ্রমিক নিচ্ছেন এক হাজার টাকা। এভাবে চলতে থাকলে ও ধানের দাম না পেলে পথে বসে যাবেন তিনি।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু বলেন, উপজেলা সমন্বয় কমিটির সভায় বর্ষা মৌসুমে বিল অঞ্চলের দুরবস্থার কথা তুলে ধরা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আগামী বছরে বাঁধটি মেরামতসহ কৃষকের অন্য দাবির বিষয়ে উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, ওই ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো ঢলের পানিতে নিমজ্জিত হচ্ছে। বিল কুজাইনের পর বিবিষন এলাকার একটি বাঁধ ভেঙে যাওয়ার কৃষকের এ দুরবস্থা সৃষ্টি হয়েছে। কষ্ট ও অধিক ব্যয় হলেও কৃষকেরা নৌকায় করে ধান নিয়ে আসছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে