Ajker Patrika

ছিনতাইকারী সন্দেহে গ্রেপ্তার ৩

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৪৫
ছিনতাইকারী সন্দেহে গ্রেপ্তার ৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছিনতাইকারী সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সৃতাং বাজারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার শৈলজুড়া গ্রামের বাসিন্দা সোহাগ মিয়া, রুকন মিয়া, ছুরুক মিয়া। গত সোমবার বাউল শিল্পী ইতি সরকারের করা মামলার পরিপ্রেক্ষিতে তাঁদের আটক করা হয়।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়ার দোলন মিয়ার বাড়িতে যান ঢাকার বাউল শিল্পী ইতি সরকার। ফেরার পথে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং এলাকায় সড়কের মধ্যে ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে তাঁর কাছ থেকে দুটি মোবাইল, ২৫ হাজার টাকা, স্বর্ণের একটি আংটি ছিনতাই করে নিয়ে যায় একটি চক্র। ওই ঘটনায় গত সোমবার রাতে ইতি সরকার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা করেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, পুলিশ বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে অভিযান চালিয়েছে। প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়াদের স্বীকারোক্তি নিয়ে এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত