Ajker Patrika

২৮ দিন পর মারা গেলেন আহত আশিক

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ দিন পর  মারা গেলেন আহত আশিক

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে কুড়িগ্রামে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থী আশিকুর রহমান আশিক (২৪) মারা গেছেন। গতকাল রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতের ছোট ভাই আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আশিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের চাঁদ মিয়ার ছেলে। তিনি উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, সাত মাস আগে আশিক বিয়ে করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থী-জনতার সংঘর্ষে মাথায় ঢিল লেগে আহত হন আশিক। উদ্ধার করে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৮ আগস্ট ঢাকায় তাঁকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান। 

আতিক বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। সাধারণ শিক্ষার্থী হিসেবে বিবেকের তাগিদে ৪ আগস্ট আমি ও ভাইয়া আন্দোলনে যোগ দিয়েছিলাম। আওয়ামী লীগের লোকজনের ঢিল ও পিটুনিতে আমিও আহত হই। ভাইয়া মাথায় আঘাত পেয়ে বাড়িতে ফিরেছিলেন। কিন্তু আঘাতের কারণে তাঁর বমি হয়। প্রচণ্ড জ্বর আসে। পরে তাঁকে রংপুর হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত ভাইয়াকে বাঁচানো গেল না। চিকিৎসকেরা জানিয়েছিলেন, আঘাতের কারণে তাঁর মাথায় রক্তক্ষরণ হয়েছিল।’ 

আতিক জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে আশিকের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হবে। আজ (সোমবার) তাঁর দাফন সম্পন্ন হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত