Ajker Patrika

প্রতিমন্ত্রী স্বপনের ছেলের কমিশন-বাণিজ্যের অডিও ভাইরাল

যশোর প্রতিনিধি
প্রতিমন্ত্রী স্বপনের ছেলের কমিশন-বাণিজ্যের অডিও ভাইরাল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্য্য শুভর সঙ্গে মনিরামপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাসের বিভিন্ন প্রকল্পের ৩ কোটি ২৫ লাখ টাকা কমিশন-বাণিজ্য নিয়ে কথোপকথনের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে।

অডিও রেকর্ডে শোনা যাচ্ছে, সুপ্রিয় ভট্টাচার্য্য ইঞ্জিনিয়ার বিদ্যুৎ দাসের উদ্দেশে বলছেন, ‘আপনার কাছে আমি কত টাকা পাই।’ জবাবে বিদ্যুৎ দাস বলেন, ‘আপনি বলেন, কত টাকা পান।’ এর পরিপ্রেক্ষিতে সুপ্রিয় বলেন, ‘আপনি বলেন না।’ জবাবে বিদ্যুৎ দাস বলেন, ‘আপনাকে দেওয়া হয়েছে ৫০ লাখ টাকা। কত? ১০ পারসেন্ট, না কত করা হয়েছিল। রিয়েলি আমার মনে নাই।’

অডিওতে আরও শোনা যায়, বিদ্যুৎ দাস বলেছেন, ‘শুভ দা, কত পারসেন্ট নেবেন রিয়েলি আমার মনে নাই। এখন আমার মাথায় ধরছে না।’ তখন শুভ ভট্টাচার্য্য বলেন, ‘তিন পঁচিশ আপনার সঙ্গে আমার ফিক্সড হয়েছিল। মনে করে দেখেন। আপনি পঞ্চাশ দিছেন। আর দুই পঁচাত্তর পাই। দুই পঁচাত্তর এখন আপনি আমাকে দেবেন কি না বলেন।’

সূত্র বলছে, বিদ্যুৎ দাসের কার্যালয়ে বসে কমিশন-বাণিজ্যের এই আলোচনা হয়েছিল। এ প্রসঙ্গে বিদ্যুৎ দাস বলেন, ‘শুভর সাথে আমার এ রকম কথা হয়নি। আমার অফিসে কোনো আলোচনা হয়নি। কণ্ঠ আমার পরিচিত না। এভাবে আমার ওপর দায় দিয়েন না।’ 
এ বিষয়ে জানতে আজকের পত্রিকার পক্ষ থেকে একাধিকবার সুপ্রিয় ভট্টাচার্য্য শুভকে মোবাইলে কল করা হয়েছে। তিনি সাড়া দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত