নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদায়ী ২০২১-২২ অর্থবছরের রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
গতকাল মঙ্গলবার এনবিআরের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) ১৮তম লটারির ড্র উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সন্দেহ প্রকাশ করেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, গত অর্থবছরের রাজস্ব আদায়ের চূড়ান্ত তথ্য পাওয়া যাবে চলতি জুলাইয়ের ১৫ তারিখের পরে। গত অর্থবছরের পূর্বনির্ধারিত ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা হয়তো অর্জিত হবে না। তবে লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে। কারণ, লক্ষ্য সবসময় আদায়ের দক্ষতার চেয়ে বেশি নির্ধারণ করা হয়, যা একটি স্বাভাবিক ব্যাপার।
এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) ৩৬ হাজার ৩১০ কোটি ৩৪ লাখ টাকার রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। এনবিআরকে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে একক মাস হিসেবে শুধু জুন মাসেই ৭৯ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করতে হবে, যা অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত মে পর্যন্ত এনবিআরের তিন বিভাগ (আয়কর, ভ্যাট ও শুল্ক) নির্ধারিত ২ লাখ ৮৬ হাজার ৯১৫ কোটি ৫৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ২ লাখ ৫০ হাজার ৬০৫ কোটি ২০ লাখ টাকা। রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ১৩ দশমিক ৮৭ শতাংশ।
আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান, ইএফডি চালানের ১৮তম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। লটারির ড্র এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া তিন কার্যদিবস পর পত্রিকায় প্রকাশ করা হবে। ইএফডি চালানের লটারিতে প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)। এ ছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৯৩ জনকে ১০ হাজার টাকা দেওয়া হবে। জুন মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত চালানের ওপর ভিত্তি করে এই ড্র অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে ১৭ বার ইএফডি লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে ১ হাজার ৭১৭টি ভ্যাট চালান বা ইএফডি লটারির পুরস্কার পাওয়ার কথা। কিন্তু সব মিলে মাত্র ৯৫ জনকে পুরস্কার দিতে পেরেছে এনবিআর।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ইএফডি লটারির প্রচারণা বাড়ানো দরকার। ১৭টি ড্র হলেও পুরস্কারের জন্য দাবি আসে না। লটারির পদ্ধতি সহজ করা হলেও পুরস্কার দেওয়ার জন্য বিজয়ীদের খুঁজে পাচ্ছি না। এ জন্য করদাতাদের এগিয়ে আসতে হবে।’
এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে ৭ হাজারের বেশি ইএফডি বসানো হলেও বড় চ্যালেঞ্জ ইনভয়েসিং। দোকানদারদের তদারকি শুধু এনবিআরের পক্ষে সম্ভব নয়।
বিদায়ী ২০২১-২২ অর্থবছরের রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
গতকাল মঙ্গলবার এনবিআরের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) ১৮তম লটারির ড্র উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সন্দেহ প্রকাশ করেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, গত অর্থবছরের রাজস্ব আদায়ের চূড়ান্ত তথ্য পাওয়া যাবে চলতি জুলাইয়ের ১৫ তারিখের পরে। গত অর্থবছরের পূর্বনির্ধারিত ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা হয়তো অর্জিত হবে না। তবে লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে। কারণ, লক্ষ্য সবসময় আদায়ের দক্ষতার চেয়ে বেশি নির্ধারণ করা হয়, যা একটি স্বাভাবিক ব্যাপার।
এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) ৩৬ হাজার ৩১০ কোটি ৩৪ লাখ টাকার রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। এনবিআরকে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে একক মাস হিসেবে শুধু জুন মাসেই ৭৯ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করতে হবে, যা অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত মে পর্যন্ত এনবিআরের তিন বিভাগ (আয়কর, ভ্যাট ও শুল্ক) নির্ধারিত ২ লাখ ৮৬ হাজার ৯১৫ কোটি ৫৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ২ লাখ ৫০ হাজার ৬০৫ কোটি ২০ লাখ টাকা। রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ১৩ দশমিক ৮৭ শতাংশ।
আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান, ইএফডি চালানের ১৮তম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। লটারির ড্র এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া তিন কার্যদিবস পর পত্রিকায় প্রকাশ করা হবে। ইএফডি চালানের লটারিতে প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)। এ ছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৯৩ জনকে ১০ হাজার টাকা দেওয়া হবে। জুন মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত চালানের ওপর ভিত্তি করে এই ড্র অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে ১৭ বার ইএফডি লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে ১ হাজার ৭১৭টি ভ্যাট চালান বা ইএফডি লটারির পুরস্কার পাওয়ার কথা। কিন্তু সব মিলে মাত্র ৯৫ জনকে পুরস্কার দিতে পেরেছে এনবিআর।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ইএফডি লটারির প্রচারণা বাড়ানো দরকার। ১৭টি ড্র হলেও পুরস্কারের জন্য দাবি আসে না। লটারির পদ্ধতি সহজ করা হলেও পুরস্কার দেওয়ার জন্য বিজয়ীদের খুঁজে পাচ্ছি না। এ জন্য করদাতাদের এগিয়ে আসতে হবে।’
এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে ৭ হাজারের বেশি ইএফডি বসানো হলেও বড় চ্যালেঞ্জ ইনভয়েসিং। দোকানদারদের তদারকি শুধু এনবিআরের পক্ষে সম্ভব নয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে