রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বাইরে সাইনবোর্ডে লেখা—‘টিকিট সংগ্রহকারী কার্যালয়’। তবে সেটি রীতিমতো ‘টর্চার সেল’। প্রায়ই সেখানে ঘটছে যাত্রীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনা। রাজশাহী রেলস্টেশন হয়ে যাতায়াত করা যাত্রীদের কাছে এখন ‘আতঙ্কের ঘর’ এই টিকিট সংগ্রহকারী কার্যালয়।
৪ জানুয়ারি প্ল্যাটফর্মে ঢোকার আগে হাতের ডান পাশে টিকিট সংগ্রহকারীদের (টিসি) এই কক্ষে ঢুকিয়ে বেধড়ক পেটানো হয় মো. রুবেল (২৪) নামের এক যাত্রীকে। তাঁর অপরাধ, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে টিকিটের নামের বানানে অমিল। পেশায় আনসার সদস্য রুবেলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হওয়ায় সে জেলা সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করা হয়। এসব ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে টিসি মেহেদী হাসান রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে অপর টিসি রেহেনাজ পারভীনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, স্টেশনে টিসিদের এই কক্ষটি রীতিমতো টর্চার সেলে পরিণত হয়েছে। কারও কাছে টিকিট না থাকলে তাঁকে এই কক্ষে নেওয়া হয়। তারপর চলতে থাকে জেরা। এ ক্ষেত্রে টার্গেট করা হয় শ্রমিকদের। তাঁদের বেশি টাকা জরিমানার ভয় দেখানো হয়। এমনকি পুলিশের হাতে তুলে দেওয়ারও ভয় দেখানো হয়। তারপর আদায় করা হয় টাকা। প্রতিবাদ করলে করা হয় শারীরিক নির্যাতন। টিসিদের পাশাপাশি যাত্রীদের এমন নির্যাতনে যোগ দেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং আনসার বাহিনীর সদস্যরাও। আর এভাবে যে টাকা আদায় হয়, তার ভাগ স্টেশন ব্যবস্থাপকও পান বলে রেলওয়ের একাধিক সূত্র জানিয়েছে।
রুবেলকে মারধর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নিয়ে আপত্তিকর কথা বলায় অভিযুক্ত টিসি রাসেল এবং অপর টিসি ও রাসেলের স্ত্রী রেহেনাজ পারভীনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জানাতে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এম এম এস মেহেদী হাসান শাওন।
জিএম অসীম কুমার তালুকদার বলেন, ‘এখনো লিগ্যাল নোটিশটি পাইনি। পেলে জবাব দেওয়া হবে। টিসিদের ঘরে আর কোনো যাত্রীকে কেউ ঢোকাতে পারবে না।’
বাইরে সাইনবোর্ডে লেখা—‘টিকিট সংগ্রহকারী কার্যালয়’। তবে সেটি রীতিমতো ‘টর্চার সেল’। প্রায়ই সেখানে ঘটছে যাত্রীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনা। রাজশাহী রেলস্টেশন হয়ে যাতায়াত করা যাত্রীদের কাছে এখন ‘আতঙ্কের ঘর’ এই টিকিট সংগ্রহকারী কার্যালয়।
৪ জানুয়ারি প্ল্যাটফর্মে ঢোকার আগে হাতের ডান পাশে টিকিট সংগ্রহকারীদের (টিসি) এই কক্ষে ঢুকিয়ে বেধড়ক পেটানো হয় মো. রুবেল (২৪) নামের এক যাত্রীকে। তাঁর অপরাধ, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে টিকিটের নামের বানানে অমিল। পেশায় আনসার সদস্য রুবেলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হওয়ায় সে জেলা সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করা হয়। এসব ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে টিসি মেহেদী হাসান রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে অপর টিসি রেহেনাজ পারভীনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, স্টেশনে টিসিদের এই কক্ষটি রীতিমতো টর্চার সেলে পরিণত হয়েছে। কারও কাছে টিকিট না থাকলে তাঁকে এই কক্ষে নেওয়া হয়। তারপর চলতে থাকে জেরা। এ ক্ষেত্রে টার্গেট করা হয় শ্রমিকদের। তাঁদের বেশি টাকা জরিমানার ভয় দেখানো হয়। এমনকি পুলিশের হাতে তুলে দেওয়ারও ভয় দেখানো হয়। তারপর আদায় করা হয় টাকা। প্রতিবাদ করলে করা হয় শারীরিক নির্যাতন। টিসিদের পাশাপাশি যাত্রীদের এমন নির্যাতনে যোগ দেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং আনসার বাহিনীর সদস্যরাও। আর এভাবে যে টাকা আদায় হয়, তার ভাগ স্টেশন ব্যবস্থাপকও পান বলে রেলওয়ের একাধিক সূত্র জানিয়েছে।
রুবেলকে মারধর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নিয়ে আপত্তিকর কথা বলায় অভিযুক্ত টিসি রাসেল এবং অপর টিসি ও রাসেলের স্ত্রী রেহেনাজ পারভীনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জানাতে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এম এম এস মেহেদী হাসান শাওন।
জিএম অসীম কুমার তালুকদার বলেন, ‘এখনো লিগ্যাল নোটিশটি পাইনি। পেলে জবাব দেওয়া হবে। টিসিদের ঘরে আর কোনো যাত্রীকে কেউ ঢোকাতে পারবে না।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে