আজকের পত্রিকা ডেস্ক
পঞ্জিকার হিসেবে বর্ষাকাল চললেও কৃষকেরা বৃষ্টির অভাবে আমন ধানের চারা রোপণ করতে পারছেন না। পানি না থাকায় মাঠের অনেক জমি ফেটে যাচ্ছে। কৃষকদের বাধ্য হয়ে সেচযন্ত্র ব্যবহার করতে হচ্ছে। এতে শুরুতেই বেড়ে যাচ্ছে চাষের খরচ। প্রতিনিধিদের পাঠানো খবর:
পীরগঞ্জ: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা পানির অভাবে চারা রোপণ করতে পারছেন না। প্রচণ্ড রোদে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। চাষ দিয়ে রাখা জমিতে কাদার পরিবর্তে ধুলো উড়ছে।
সেতরাই গ্রামের কৃষক রিপন আলী বলেন, ‘শ্যালো মেশিন দিয়ে সেচে খরচ অনেক। সে তুলনায় ধানের দাম পাওয়া যায় না। সেচ দিয়ে আবাদ করার তো সামর্থ্য নেই।’
এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. খায়রুল ইসলাম জানান, বৃষ্টির দেখা না মিললে সম্পূরক সেচের গভীর নলকূপগুলো চালু করা হবে। ইতিমধ্যে কয়েকটি ইউনিয়নে তা চালু করা হয়েছে।
রাণীশংকৈল: বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, ধানের জমিতে পানি নেই। সেচের অভাবে মাঠ ফেটে রয়েছে। উপজেলার নয়ানপুর এলাকার কৃষক জামালউদ্দীন বলেন, গত বছর জমি থেকে পানি বের করে চারা রোপণ করতে হয়েছে। কিন্তু এবার তার উল্টো। সেচ দিয়ে চারা লাগাতেই পানি শুকিয়ে মাঠ ফেটে গেছে।
হাটগাঁও গ্রামের কৃষক রহমতুল্লাহ বলেন, ‘প্রায় ১০ বিঘা জমিতে পানির অভাবে ধান রোপণ করতে পারছি না। শ্যালোমেশিন দিয়ে চাষাবাদ করা খুব কষ্টসাধ্য ব্যাপার। বিঘাপ্রতি পানি দিতে প্রায় ৩ ঘণ্টা সময় লাগে।’
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, নলকূপের ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় কিছু জায়গায় সেচের সমস্যা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দু-চার দিনের মধ্যেই বৃষ্টিপাত হবে।
আজকের পত্রিকা ডেস্ক পানির অভাবে চারা রোপণ করতে না পারায় চরম বিপাকে পড়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার হাজারো কৃষক। অনেকেই বৃষ্টির অপেক্ষায় থাকলেও কেউ কেউ সেচ দিয়ে চারা রোপণ করছেন। এতে খরচ বেড়েছে কয়েক গুণ।
উপজেলার বাংলাবান্ধা এলাকার কৃষক নকিবুল ইসলাম বলেন, ‘আমরা তিন বিঘা জমি আমন ধান করার জন্য প্রস্তুত করেছি। কিন্তু গত কয়েক দিন ধরে বৃষ্টি না হওয়ায় বীজতলা নষ্ট এবং চাষ করা জমি শক্ত হয়ে যাচ্ছে।’
একই সমস্যার কথা জানান নাওয়াপাড়া এলাকার কৃষক হবিবর রহমান। তিনি বলেন, ‘বৃষ্টি না হওয়ায় বাধ্য হয়ে সেচ দিয়ে আমনের চারা রোপণ করছি। এতে খরচ হচ্ছে কয়েক গুন বেশি। চারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, গত কয়েক দিন ধরে উপজেলায় ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে । তবে দু-এক দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পঞ্জিকার হিসেবে বর্ষাকাল চললেও কৃষকেরা বৃষ্টির অভাবে আমন ধানের চারা রোপণ করতে পারছেন না। পানি না থাকায় মাঠের অনেক জমি ফেটে যাচ্ছে। কৃষকদের বাধ্য হয়ে সেচযন্ত্র ব্যবহার করতে হচ্ছে। এতে শুরুতেই বেড়ে যাচ্ছে চাষের খরচ। প্রতিনিধিদের পাঠানো খবর:
পীরগঞ্জ: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা পানির অভাবে চারা রোপণ করতে পারছেন না। প্রচণ্ড রোদে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। চাষ দিয়ে রাখা জমিতে কাদার পরিবর্তে ধুলো উড়ছে।
সেতরাই গ্রামের কৃষক রিপন আলী বলেন, ‘শ্যালো মেশিন দিয়ে সেচে খরচ অনেক। সে তুলনায় ধানের দাম পাওয়া যায় না। সেচ দিয়ে আবাদ করার তো সামর্থ্য নেই।’
এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. খায়রুল ইসলাম জানান, বৃষ্টির দেখা না মিললে সম্পূরক সেচের গভীর নলকূপগুলো চালু করা হবে। ইতিমধ্যে কয়েকটি ইউনিয়নে তা চালু করা হয়েছে।
রাণীশংকৈল: বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, ধানের জমিতে পানি নেই। সেচের অভাবে মাঠ ফেটে রয়েছে। উপজেলার নয়ানপুর এলাকার কৃষক জামালউদ্দীন বলেন, গত বছর জমি থেকে পানি বের করে চারা রোপণ করতে হয়েছে। কিন্তু এবার তার উল্টো। সেচ দিয়ে চারা লাগাতেই পানি শুকিয়ে মাঠ ফেটে গেছে।
হাটগাঁও গ্রামের কৃষক রহমতুল্লাহ বলেন, ‘প্রায় ১০ বিঘা জমিতে পানির অভাবে ধান রোপণ করতে পারছি না। শ্যালোমেশিন দিয়ে চাষাবাদ করা খুব কষ্টসাধ্য ব্যাপার। বিঘাপ্রতি পানি দিতে প্রায় ৩ ঘণ্টা সময় লাগে।’
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, নলকূপের ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় কিছু জায়গায় সেচের সমস্যা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দু-চার দিনের মধ্যেই বৃষ্টিপাত হবে।
আজকের পত্রিকা ডেস্ক পানির অভাবে চারা রোপণ করতে না পারায় চরম বিপাকে পড়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার হাজারো কৃষক। অনেকেই বৃষ্টির অপেক্ষায় থাকলেও কেউ কেউ সেচ দিয়ে চারা রোপণ করছেন। এতে খরচ বেড়েছে কয়েক গুণ।
উপজেলার বাংলাবান্ধা এলাকার কৃষক নকিবুল ইসলাম বলেন, ‘আমরা তিন বিঘা জমি আমন ধান করার জন্য প্রস্তুত করেছি। কিন্তু গত কয়েক দিন ধরে বৃষ্টি না হওয়ায় বীজতলা নষ্ট এবং চাষ করা জমি শক্ত হয়ে যাচ্ছে।’
একই সমস্যার কথা জানান নাওয়াপাড়া এলাকার কৃষক হবিবর রহমান। তিনি বলেন, ‘বৃষ্টি না হওয়ায় বাধ্য হয়ে সেচ দিয়ে আমনের চারা রোপণ করছি। এতে খরচ হচ্ছে কয়েক গুন বেশি। চারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, গত কয়েক দিন ধরে উপজেলায় ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে । তবে দু-এক দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে