Ajker Patrika

ফুটপাত দখল করে ব্যবসা

গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৪: ১৪
ফুটপাত দখল করে ব্যবসা

গঙ্গাচড়ায় ফুটপাত দখল করে চলছে জমজমাট ব্যবসা। এতে করে চলাচলে সমস্যা পোহাচ্ছেন বাজারে আসা লোকজনসহ সাধারণ পথচারী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

গঙ্গাচড়া বাজারের রাস্তাগুলো সামান্য বৃষ্টি হলেই পানিতে ডুবে যেত। এই পানি নিষ্কাশনে গত বছর সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে বাজারের প্রধান সড়কের পাশ দিয়ে তৈরি করা হয় ড্রেন কাম ফুটপাত। জনসাধারণের চলাচলের জন্য তৈরি এই ফুটপাত এখন দোকান মালিকদের দখলে। কেউবা দোকানে ওঠার জন্য ফুটপাথের ওপরে তৈরি করেছেন কংক্রিটের সিঁড়ি, আবার কেউবা সেখানে পণ্য রেখে চালাচ্ছেন রমরমা ব্যবসা। সাধারণ পথচারীরা এ জন্য দুষেছেন হাট ইজারাদারদের।

উপজেলার মৌলভীবাজার থেকে গঙ্গাচড়া বাজারে আসা সোহেল বলেন, ‘বাজারের প্রধান সড়কটিতে সব সময় জ্যাম থাকে। এখন চলাচলের জন্য ফুটপাতও ব্যবহার করা যাচ্ছে না। ব্যবসায়ীরা ফুটপাত দখল করে নিয়েছেন। চলাচলে ভোগান্তিতে পড়েছি আমরা সাধারণ পথচারীরা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন ফুটপাত দখলমুক্ত করার ব্যবস্থা নেয়।’

একই ধরনের ক্ষোভ প্রকাশ করেন বড়াইবাড়ীর মিজানুর রহমান। তিনি বলেন, ‘অটোযোগে রংপুর শহরে যাব। প্রায় ১০০ গজ রাস্তা এগিয়ে অটোতে উঠতে হবে। এটুকু পথ যেতে পারছি না যানজটের কারণে। প্রায় তিন মিনিট ধরে দাঁড়িয়ে আছি। ফুটপাত তো ব্যবসায়ীদের দখলে। পায়ে হাঁটারও কোনো সুযোগ নেই। গঙ্গাচড়ায় এসব কি দেখার মতো কেউ নেই?’

সয়রাবাড়ীর মিলন প্রতি সপ্তাহে দুই থেকে চার দিন গঙ্গাচড়া বাজারে আসেন। তাঁর মতে, গঙ্গাচড়া বাজার সড়কে পথচারী যানবাহন চলাচলে থাকা দুর্ভোগ উপজেলা প্রশাসন চাইলেই নিরসন করতে পারে। কিন্তু বছরের পর বছর ধরে এই ভোগান্তি চলছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম ছুটিতে আছেন। বিষয়টি নিয়ে ওনার সঙ্গে আলোচনা করে ফুটপাত দখলমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত